টুকরো খবর
পুরুলিয়ায় বিমানবন্দরের দাবিতে দিল্লিতে দরবার
জেলায় শিল্পায়নের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে ছড়রার পরিত্যক্ত বিমানবন্দরটি সংস্কার করে ফের চালু করার দাবি তুললেন জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাতো। তিনি জানান, পাড়ার বিধায়ক উমাপদ বাউরিকে সঙ্গে নিয়ে বুধবার তিনি নয়াদিল্লিতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অজিত সিংহের কাছে এ ব্যাপারে সহায়তা দাবি করেছেন। বিধানসভাতেও তিনি এই দাবি তুলবেন বলে জানিয়েছেন। পুরুলিয়া মফস্সল থানা এলাকায় পুরুলিয়া-রঘুনাথপুর রাস্তার পাশে এই বিমানবন্দরটি দীর্ঘ দিন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। নেপালবাবু জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তির দেশগুলি এই বিমানবন্দরে জ্বালানি ভরতে বিমান নামাত। তারপর এখানে আর বিমান নামেনি। ১৯৯০ সালে প্রতিরক্ষা মন্ত্রক ওই জমি রাজ্য সরকারকে হস্তান্তর করে। ওই বিমানঘাঁটি ফের চালু করার দাবিতে ২০০১ সাল থেকে নেপালবাবু বিধানসভায় দাবি জানিয়ে আসছেন। রাজ্যের তৎকালীন পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তী পরবর্তীকালে ওই জমি পরিদর্শন করে আশ্বাসও দেন বলে নেপালবাবুর দাবি। কাজ অবশ্য হয়নি। ২০১১ সালে নেপালবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে বিষয়টি আনেন। নেপালবাবু বলেন, “রঘুনাথপুরকে মুখ্যমন্ত্রী শিল্পনগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন। কিন্তু ওই বিমানবন্দরটি চালু করা হলে শিল্পপতিদের কাছে পুরুলিয়া আর দূরের জেলা থাকবে না। তাই আমি আবার বিধানসভার ওই দাবি তুলব।

নতুন করে দৌড়ে ফিরছে তেল সাশ্রয়ী স্কুটার
বছর চল্লিশ আগে দেশের গাড়ি শিল্পের নতুন ইতিহাস গড়েছিল বজাজের স্কুটার। গাড়ির চেয়ে কম দামি অথচ কেজো বাহন হিসেবে আমজনতার চাহিদা তৈরি হয়েছিল স্কুটারকে ঘিরে। সে সময়েও ছিল তেলের সঙ্কট। পরে মোটরসাইকেলের সঙ্গে দৌড়ে কিছুটা পিছিয়ে পড়লেও ফের চাকাটা ঘুরছে বলে মত গাড়ি শিল্পের। নতুন স্কুটার এনে ব্যবসা বাড়ানোর দৌড় শুরু করছে টিভিএসের মতো সংস্থাগুলি।পুরুষদের জন্য নতুন স্কুটার ‘জুপিটার’ বাজারে এনেছে টিভিএস। সংস্থার ভাইস প্রেসিডেন্ট জে এস শ্রীনিবাসন কলকাতায় বলেন, “বাজারের ৩৬%-ই এ ধরনের স্কুটারের দখলে থাকলেও এত দিন আমাদের তা ছিল না।” তাঁর আশা, বর্তমানে স্কুটার ব্যবসার ১৩.৫% তাঁদের দখলে থাকলেও নতুন গাড়ির হাত ধরে তা হবে ১৮%। চড়া সুদের হার ও তেলের দাম বেড়ে যাওয়ায় সঙ্কটে গাড়ি শিল্প। তবে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স-এর হিসেব বলছে, চলতি অর্থবর্ষে অগস্ট পর্যন্ত মোটরসাইকেল বিক্রি ২% কমলেও স্কুটার বিক্রি বেড়েছে ১৪.৭৭%। বস্তুত, টিভিএস-এর মতোই হিরো, হোন্ডা, মহীন্দ্রার মতো সংস্থাও স্কুটার ব্যবসায় জোর দিচ্ছে।

বিদেশি লগ্নি টানতে ৬ অক্টোবর প্রচার শুরু আই ও সি-র
ইন্ডিয়ান অয়েল (আইওসি)-এর ১০% বিলগ্নিকরণে গত মাসেই সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ বার সেই শেয়ার কেনার জন্য বিদেশি বিনিয়োগকারী টানতে কেন্দ্রীয় বিলগ্নিকরণ দফতর সিঙ্গাপুর, দুবাই ও হংকঙে প্রচার শুরুর সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। এই উদ্দেশ্যে ৬ অক্টোবর থেকে ওই তিন জায়গায় রোড-শো শুরু করবে তারা। কেন্দ্রের আশা, আইওসি-তে তাদের হাতে থাকা শেয়ার বেচে ৪,০০০ কোটি টাকা ঘরে তোলা যাবে। এই শেয়ার বিক্রির পরে দেশের বৃহত্তম এই তেল সংস্থায় সরকারের মালিকানা নামবে ৬৮.৯২শতাংশে।

বিশ্ব পর্যটন দিবস
জল এবং পর্যটন বিশ্বব্যাপী এই থিমকে সামনে রেখেই পালিত হল বিশ্ব পর্যটন দিবস। গত শুক্রবার শিলিগুড়িতে রাজ্য পর্যটন দফতরের তরফে পালিত হল বিশ্ব পর্যটন দিবস। সরকারের সঙ্গে অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিল ইর্স্টান হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (এটোয়া)।অনুষ্ঠানে ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.