টুকরো খবর |
পুলিশের হাত ছাড়িয়ে চম্পট
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
থানার হাজতের সামনে থেকে পুলিশকর্মীদের হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গেল এক বন্দি। এমনই অভিযোগ উঠেছে, মালদহের হরিশচন্দ্রপুরে। অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার বিকেলে ওই যুবককে গ্রেফতার করেছিল চাঁচলের হরিশচন্দ্রপুর থানার পুলিশ। ঘগরু মুশহর নামে ধৃত যুবক শনিবার সকালে আদালতে হাজির করানোর আগে নিয়মমাফিক স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে থানায় আসার পরে তাকে ফের হাজতে ঢোকাতে নিয়ে যান পুলিশকর্মীরা। তখনই ওই ব্যক্তি পুলিশকর্মীদের ধাক্কা দিয়ে ছুটে পালিয়ে যায় বলে অভিযোগ। বিচারাধীন বন্দির থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশকর্মীদের একাংশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। মালদহের পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “পুলিশ ঘতদন্ত শুরু করেছে। তদন্তে যদি কারও কর্তব্যে গাফিলতি পাওয়া যায়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ জানিয়েছে, গত শুক্রবার বিকেলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় এক অষ্টম শ্রেণির ছাত্রীকে রাস্তা থেকে পাশের বাঁশবাগানে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। বিকেলেই ঘুগরু মুশহর নামে কুড়ি বছরের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। এ দিন বিকেল ঘুগরুর কোনও খোঁজ মেলেনি বলে পুলিশ জানিয়েছে।
|
জলপাইগুড়িতে সেচমন্ত্রী, বন্যা নিয়ন্ত্রণে ১৭১ কোটির প্রকল্প
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
উত্তরবঙ্গের তিন জেলার বন্যা নিয়ন্ত্রণে প্রায় ১৭১ কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে সেচ দফতরের উত্তরবঙ্গের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন মন্ত্রী। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন ঘোষণা করা প্রকল্পগুলির মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমায় আগামী নভেম্বর মাস থেকে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রায় ১০৬ কোটি টাকার প্রকল্প-সহ মেচি নদী সংস্কারের জন্য ৫০ কোটির প্রকল্প রয়েছে। পাশাপাশি, চলতি বছরের বর্ষার মরসুমে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর বাঁধের বেশ কয়েকটি এলাকা এবং ডুয়ার্সের চা বাগান লাগোয়া এলাকায় মেরামতির জন্য ১৫ কোটি টাকা অনুমোদনের কথাও এদিন মন্ত্রী জানিয়েছে। জরুরি ভিত্তিতে ওই সংস্কার কাজ শুরু নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী রাজীববাবু বলেন, “উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণের কাজকে মুখ্যমন্ত্রী অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই মতো আমি নিজেই প্রতি মাসে একবার করে উত্তরবঙ্গে এসে পরিস্থিতি পর্যালোচনা করছি।” সেচ দফতর সূত্রে জানানো হয়েছে, ১০৬ কোটি টাকার যে প্রকল্প ঘোষণা হয়েছে, তার কাজ আগামী নভেম্বর মাসে শুরু হবে। যদিও বেশ কিছু চা বাগানে তিস্তা নদী বাঁধের এবং ডুয়ার্সের দলসিংপাড়া সহ বেশ কিছু চা বাগানে পুজোর আগেই জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু হবে।
|
দেওয়াল লিখনে নিষেধ কলেজে
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
কলেজের ভিতরে কোনও ছাত্র সংগঠন ব্যানার লাগাতে পারবে না। লিখতে পারবে না দেওয়াল। এমনই সিদ্ধান্ত নিয়েছেন চাঁচল কলেজ কর্তৃপক্ষ। কলেজ চলাকালীন বহিরাগতদেরও ঢুকতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার এসএফআই, তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা কয়েক দফায় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এর পরে রাতেই আলোচনায় বসে ওই সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাহুল আমিন বলেন, “কলেজে সুষ্ঠু পরিবেশ ফেরাতে সকলের সঙ্গে আলোচনা করেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” কলেজের ভিতরে ব্যানার খোলা এবং টাঙানোকে কেন্দ্র করে শুক্রবার বিকাল থেকেই তিন ছাত্র সংগঠনের অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়। বহিরাগতরা কলেজে ঢুকে পড়ছে বলেও অভিযোগ ওঠে। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে তিন ছাত্র সংগঠনই দাবি করেছে, কোনও সংগঠন এই নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নিতে হবে।
|
মঞ্চের হাল ফেরাতে উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়িতে সরকারি প্রেক্ষাগৃহ দীনবন্ধু মঞ্চের সাউন্ড সিস্টেম ঢেলে সাজতে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। শনিবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে দিল্লি ও কলকাতা থেকে আসা প্রতিনিধি দল, পূর্ত দফতর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সংস্থাটি এর আগে মঞ্চ পরিদর্শন করে যে পরামর্শ দিয়েছিল সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে। গৌতমবাবু বলেন, “পূর্ত দফতরকে দায়িত্ব দেওয়া হয়েছে। খরচ হচ্ছে প্রায় ৩ কোটি টাকা। দীনবন্ধু মঞ্চকে সবরকম অত্যাধুনিক সুবিধাযুক্ত প্রেক্ষাগৃহ করে গড়ে তোলা হচ্ছে।” দীনবন্ধু মঞ্চ ছাড়াও শিলিগুড়ির শক্তিগড়ে একটি আরও প্রেক্ষাগৃহ তৈরি হবে বলে মন্ত্রী জানিয়েছেন। এছাড়া রায়গঞ্জে রবীন্দ্রভবন, চ্যাংরাবান্ধায় নেতাজি ভবন ও জলপাইগুড়ির আর্ট গ্যালারির কাজও দ্রুত সম্পন্ন করা হবে বলেও গৌতমবাবু জানিয়েছেন।
|
সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, অভিযোগ কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
পঞ্চায়েত ভোটের পর থেকে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে, এই অভিযোগে শনিবার আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপারকে স্মারকলিপি দিল কংগ্রেস। দুপুর বারোটা নাগাদ আলিপুরদুয়ার চৌপথি থেকে মিছিল করে প্রথমে আলিপুরদুয়ার থানায় এবং পরে অতিরিক্ত পুলিশ সুপারের দফতরে যান কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার বলেন, “পঞ্চায়েত ভোটের সময় থেকেই কংগ্রেসের উপর হামলা চলছে। কংগ্রেসের সাধারণ কর্মী থেকে শুরু করে পঞ্চায়েত বা পুরসভার প্রার্থীদেরও মারধর করছে তৃণমূল সমর্থকরা।” তৃণমূল নেতা জহর মজুমদারের পাল্টা অভিযোগ, “কংগ্রেসই বিভিন্ন এলাকায় প্ররোচনা দিচ্ছে।” পুলিশ সূত্রে জানানো হয়েছে, সব অভিযোগেরই তদন্ত চলছে।
|
খুনের চেষ্টা, প্রহৃত
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
প্রতিবেশীকে গলা টিপে খুনের চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার হলেন এক ব্যক্তি। শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার হেতমপাড়ায় ঘটনাটি ঘটেছে। প্রহৃত ইশাহাক আলিকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী রফিকুল ইসলামকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে অশাহাকের বিরুদ্ধে। এসডিপিও স্বপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে ধরা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
|
জাল নোট, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
জাল নোটের লেনদেনে যুক্ত থাকার অভিযোগে শনিবার দুপুরে চাঁচলের মালতিপুর থেকে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের থেকে প্রায় ১৮ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বিশুয়া শেখ, রফিকুল ইসলাম এবং মুকুল শেখ। প্রথম দুজন চাঁচলের কোবাইয়া এবং তৃতীয় জন বাহারাবাদ এলাকার বাসিন্দা।
|
চোরাই মোবাইল সমেত গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
১৮৪টি চোরাই মোবাইল-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার কালিয়াচক থেকে ধৃত সামিউল শেখ স্থানীয় সরদা টোলা গ্রামের বাসিন্দা। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় জানান, ধৃত ব্যক্তি ঝাড়খণ্ড থেকে চোরাই মোবাইলগুলি এনেছিল। সেগুলি বিক্রির জন্য কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল দেখছে পুলিশ।
|
মৃত খালাসি |
যাত্রী বোঝাই বাস নয়ানজুলিতে পড়ে মৃত্যু হল খালাসির। শনিবার দুপুরে কোচবিহার থেকে শিলিগুড়িগামী মিনিবাসটি ফালাকাটা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে উল্টে যায়। মৃতের নাম সুজন মোহন্ত (৩৫)। জখম ৩৫ জন যাত্রীর মধ্যে ৬ জনকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানান, রাস্তার একটি গর্তে চাকা পড়ে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। |
|