আজকের শিরোনাম
শান্তি বৈঠকে পাকিস্তানকে ‘কড়া বার্তা’ মনমোহনের
ভারতে জঙ্গি কার্যকলাপ নিয়ে নিউ ইয়র্কের শান্তি বৈঠকে পাকিস্তানকে ‘কড়া বার্তা’ দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের জেনারেল এম্ব্যাসিতে আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে শান্তি বৈঠকে বসেছিলেন মনমোহন সিংহ। পাকিস্তানের প্রাধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম বার মনমোহন সিংহের সঙ্গে বৈঠকে বসলেন নওয়াজ শরিফ। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল দীর্ঘ দিন ধরে ভারতে জঙ্গি কার্যকলাপ নিয়ে পাকিস্তানের ‘কথা ও কাজের পার্থক্য’। তিনি নওয়াজ শরিফকে বলেন, পাকিস্তান এখন ‘সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল’এ পরিণত হয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে একমাত্র তখনই শান্তি প্রক্রিয়া সার্থক হতে পারে, যখন ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত লস্কর ও জামাত-উদ-দাওয়ার মতো জঙ্গি সংগঠনের প্রধান হাফিজ সইদের শাস্তি হবে। তিনি আরও বলেন, ২০০৮ সালে মুম্বই হামলায় জড়িতদের বিচার এখনও হয়নি। ভারত বার বার বলা সত্ত্বেও দাউদ ইব্রাহিমকে হস্তান্তর করেনি পাকিস্তান। গত এক বছরে বহুবার জম্মু-কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে পাকিস্তানি সেনা। ভারতের বেশ কয়েকজন জওয়ান ও সাধারণ মানুষ এর জন্য প্রাণ হারিয়েছেন। এ বিষয় নিয়ে পাকিস্তান এখনও পর্যন্ত কোনও সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি। নওয়াজ শরিফ মনমোহনকে জানিয়েছেন, দোষীদের শাস্তি হবে। জঙ্গি কার্যকলাপ বন্ধের উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিয়েছেন তিনি। দু’ দেশের ডিজিএমওদের নিয়ে একটি বৈঠক করার কথাও বৈঠকে আলোচনা হয়েছে। ভবিষ্যতে শান্তি প্রক্রিয়া নিয়ে আরও আলাপ-আলোচনার জন্য নওয়াজ শরিফকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

রাহুল-সহ কংগ্রেসকে তীব্র আক্রমণ মোদীর
দিল্লির জনসভায় রাহুল গাঁধী তথা কংগ্রেসকে আজ তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। সাজাপ্রাপ্ত সাংসদ-বিধায়কদের নিয়ে কেন্দ্রের অর্ডিন্যান্সে রাহুল গাঁধীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে মোদী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর কর্তৃত্বকে ক্ষুন্ন করেছেন রাহুল। বিদেশের মাটিতে দেশের সম্মান নষ্ট হয়েছেও বলে তাঁর মত। তিনি আরও বলেছেন, কেন্দ্রে ‘সরকারের ভিতর সরকারে’র উপস্থিতিতে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের অগ্রগতি। প্রতিআক্রমণে কংগ্রেসের প্রধান মুখপাত্র অজয় মাকেনের দাবি, প্রধানমন্ত্রীকে অপমান করেছেন মোদী।

ফের বিসিসিআই-প্রেসিডেন্ট নির্বাচিত শ্রীনিবাসন
তৃতীয় বারের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন শ্রীনিবাসন। আজ চেন্নাইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। অবশ্য যত দিন সুপ্রিম কোর্টে বোর্ডের মামলার নিষ্পত্তি না হচ্ছে, তত দিন বোর্ডের কোনও কাজকর্মের সঙ্গে জড়িত থাকতে পারবেন না শ্রীনিবাসন। প্রসঙ্গত, গত ২৮ অগস্ট সুপ্রিম কোর্টে স্পেশ্যাল লিভ পিটিশন জমা করেন বিহার ক্রিকেট সংস্থার সচিব আদিত্য বর্মা। তাঁর দাবি, সুপ্রিম কোর্টই আইপিএল দুর্নীতিতে শ্রীনির ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’-সহ ওই টুর্নামেন্টে হওয়া স্পট ফিক্সিংয়ের তদন্ত কমিশন গঠন করুক। আগামী কাল এই মামলার শুনানি শুরু। এই মামলার রায় শ্রীনির পক্ষে গেলে তবেই বোর্ডের কাজ শুরু করতে পারবেন শ্রীনি। বোর্ডের নির্বাচনের জয়ের ফলে সাময়িক স্বস্তি মিললেও আপাতত সুপ্রিম কোর্টের রায়ের দিকে নজর থাকবে বোর্ড প্রেসিডেন্টের।

মণিপুরে আসাম রাইফেলস-এর শিবিরে জঙ্গি হামলা
শনিবার বিকেলে জঙ্গি হামলা হল মণিপুরের উখরুল জেলার আসাম রাইফেলস-এর শিবিরে। ঘটনার দায় স্বীকার করেছে রেভলিউশনারি পিপল’স ফ্রন্টের (আরপিএফ)-এর সামরিক শাখা পিপল’স লিবারেশন আর্মির (পিএলএ) সদস্যরা। আসাম রাইফেলস-কে উদ্ধৃত করে পুলিশের দাবি, কামজং মহকুমার কোনকন গ্রামে ৪৪ আসাম রাইফেলস-এর ডি কোম্পানীর শিবিরে হামলায় জখম হয়েছেন এক সেনা জওয়ান। যদিও পিএলএ-র তরফে দাবি, হামলায় নিহত হয়েছেন বেশ কয়েক জন জওয়ান ও ধ্বংস করা হয়েছে দু’টি ছাউনি। তাদের আরও দাবি, দলের কোনও সদস্যই হতাহত হয়নি। কোনকন গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, শনিবার প্রায় ঘণ্টাখানেক ধরে তাঁরা গুলিগোলার আওয়াজ শুনেছেন। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে তল্লাশি শুরু করেছে। স্থানীয় সরকারি সূত্রে সন্দেহ করা হচ্ছে, হামলার পর জঙ্গিরা সম্ভবত সীমান্ত পার করে পালিয়েছে।

মুম্বইয়ের কাছে হেলিকপ্টার ভেঙে মৃত ৫
ঠানের কাছে মুরবাদে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হল পাঁচ জনের। দুর্ঘটনার সময় নিহত প্রত্যেকেই হেলিকপ্টারে সওয়ার ছিলেন। হেলিকপ্টারটি ভোর ৫.৫০-এ মুম্বই থেকে ঔরঙ্গাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল। সূত্রের খবর, উড়ানের পনেরো মিনিটেই দুর্ঘটনার কবলে পড়ে ইউনাইটেড হেলিচার্টারের বেল ২১২ হেলিকপ্টারটি। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.