টুকরো খবর
ছাত্র বিক্ষোভে বন্ধ র‌্যাভেন’শ বিশ্ববিদ্যালয়
চলতি শিক্ষাবর্ষে ছাত্র সংসদ নির্বাচন বাতিল করার পর, এ বার অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা করল কটকের র‌্যাভেন’শ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে, দ্রুত ছাত্রাবাস খালি করতে আবাসিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে আজ দুপুরে শিক্ষক কাউন্সিলের বৈঠকের পর ওই বিজ্ঞপ্তি জারি করা হয়। রেজির্স্টার পদনকুমার জেনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র-বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশের অবনতি হচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ১০ অক্টোবর থেকে পুজোর ছুটি শুরু হচ্ছে। তার আগে সেখানে পঠনপাঠন শুরুর সম্ভাবনা নেই। ছাত্র সংসদের নির্বাচন বাতিলের ঘোষণার পরই ছাত্রদের একাংশ বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রবেশপথগুলিতে তালা লাগিয়ে সেখানে ধর্নায় বসেন তাঁরা। সবাইকে ঢুকতে, বের হতেও বাধা দেওয়া হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ‘বর্বর’ এবং ‘দমনমূলক’ বলে চিহ্নিত করে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। বিক্ষোভকারী ছাত্রদের বক্তব্য ছিল, এ ধরনের নির্দেশ দিয়ে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না। পুলিশের সামনেই তাঁরা আইন নিজেদের হাতে তুলে নেওয়ার হুমকি দেন। পুলিশকর্তাদের অনুরোধেও পরিস্থিতি বদলায়নি। নির্বাচন বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। ছাত্রাবাস থেকে ফিরতে শুরু করেছেন ছাত্রছাত্রীরা।

বহিষ্কৃত জেডিইউ বিধায়ক
এ বার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার মাসুল গুনতে হল জেডিইউ বিধায়ক ছেদি পাসোয়ান। দলের সর্বভারতীয় সভাপতি শরদ যাদব তাঁকে ছ’বছরের জন্য বহিস্কার করলেন। নীতীশ কুমারের আগের মন্ত্রিসভার সদস্য ছিলেন ছেদি। এক সময় লোকসভার সাংসদও ছিলেন তিনি। জেডিইউয়ের রাজ্য সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিংহ ছেদির বহিস্কারের খবর জানিয়ে বলেন, “আমাদের দলের জেলাস্তরের সম্মেলন শুরু হয়েছে। উনি কৈমিরের বিধায়ক। কিন্তু জেলা সম্মেলনে হাজির হননি। পরিবর্তে গুজরাতে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এরপরেই তাঁকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৭ অক্টোবর পটনায় বিজেপি-র ‘হুঙ্কার র্যালি’। সেখানে প্রধান বক্তাই হলেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। জেডিইউয়ের তরফে অভিযোগ, সেই সভায় জেডিইউ ভেঙে কিছু লোককে বিজেপিতে যোগদান করানোর পরিকল্পনা চলছে। ইতিমধ্যে জেডিইউয়ের দুই সাংসদ—জয়নারায়ণ নিষাদ ও রাজেন্দ্র রুপালা মোদীর সঙ্গে দেখা করেছেন। এর আগে কংগ্রেসের দুই নেতাও গাঁধীনগরে গিয়ে মোদীর সঙ্গে দেখা করেন। সাধু যাদব ও দশাই চৌধুরী নামে ওই দুই নেতাকে কংগ্রেস থেকে বহিস্কার করা হয়। উল্লেখ্য, সাধু আবার আরজেডি নেতা লালু প্রসাদের শ্যালক।

হর্ষ-দের সঙ্গে বৈঠক রাহুলের
নিজের দলের সরকারের আনা অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলার কথা বলে ২৪ ঘণ্টা বিতর্কের কেন্দ্রে শুধু তিনি। কিন্তু তারই মাঝে শনিবার শিল্পমহলের জনাকয়েক প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধী। ছিলেন আরপি সঞ্জীব গোয়েন্কা গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা এবং বেঙ্গল অম্বুজা গোষ্ঠীর কর্ণধার হর্ষবর্ধন নেওটিয়াও। আলোচনার বিষয় কী ছিল, তা জানাতে রাজি হননি কেউই। দিল্লি থেকে ফোনে নেওটিয়া বলেন, “আমাদের সঙ্গে বৈঠকের পূর্বশর্তই ছিল যে, আলোচনা নিয়ে মুখ খুলবে না কোনও পক্ষ।” তবে সংশ্লিষ্ট সূত্রে খবর, এ দিন সকালে রাহুলের বাসভবনে ওই বৈঠক হয়েছে। আর সেখানে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। কেউ কেউ বলছেন, কথা হয়েছে খুচরো ব্যবসা (রিটেল) নিয়েও।

পুজোর বাজারের সুযোগ দিল্লিতে
দুর্গাপুজোয় কলকাতা চলুন। পর্যটক টানতে এই বিজ্ঞাপনে ইতিমধ্যেই দিল্লি ভরিয়ে দেওয়া হয়েছে। এ বার পুজোর বাজারটাও দিল্লিতেই সেরে ফেলার সুযোগ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের হস্তশিল্প এবং তাঁতজাত পণ্য নিয়ে দিল্লি হাটে বিশেষ প্রদর্শনী ও মেলার আয়োজন করছে তারা। পশ্চিমবঙ্গ থেকে শিল্পীদের নিয়ে এসে গত বছরও দশ দিন ধরে এই মেলার আয়োজন করা হয়েছিল। এ বার ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর, ১৫ দিন ধরে মেলার আয়োজন করা হয়েছে। দিল্লিতে নিযুক্ত পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনার ভাস্কর খুলবে জানান, এ বারও দারুণ সাড়া মিলছে। প্রথম চার দিনেই প্রায় সাড়ে ৮ লক্ষ্য পণ্য বিক্রি হয়ে গিয়েছে। কাঁথা সেলাই, নকশি কাঁথা, টেরাকোটা, ঝিনুকের পণ্যের সঙ্গে থাকছে বাংলার মিষ্টি এবং কলকাতার তেলেভাজাও। শনি-রবিবার এবং মেলার শেষের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। রেসিডেন্ট কমিশনার জানান, দিল্লি সরকার জনকপুরীতে নতুন দিল্লি হাট খুলছে। সেখানে সারা বছর পসরা বিক্রির জন্য বিপণি ভাড়া নিচ্ছে রাজ্য।

অ্যাসিডে চোখ নষ্ট মহিলার
ধর্ষণে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীর ছোড়া অ্যাসিডে বাঁ চোখ নষ্ট হল এক মহিলার। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ডান চোখের অবস্থাও আশঙ্কাজনক। বৃহস্পতিবার গভীর রাতে সমস্তিপুর স্টেশনের ওই ঘটনায় কর্তব্যে গাফিলতির দায়ে তিন রেল পুলিশকে বরখাস্ত করা হয়েছে। স্টেশনের প্ল্যাটফর্মে ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে এক রিকশচালক। মহিলা বাধা দিলে তাঁর গায়ে অ্যাসিড ঢেলে দেয় সে। সাহায্যের জন্য চিৎকার করলেও লাভ হয়নি বলে জানিয়েছেন মহিলা। ঘটনার সময় রেল পুলিশের যে তিন কর্মী স্টেশনে রাত-পাহারার দায়িত্বে ছিলেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল। রেল পুলিশ সুপার বিনোদ কুমার বলেন, “কর্তব্যে গাফিলতির জন্য তিনজনকে বরখাস্ত করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গণেশ সোলাঙ্কির খোঁজ চলছে। অভিযোগকারিণী মহিলার স্বামীকে খবর পাঠানো হলেও, তিনি আসেননি।

অচল মেঘালয়
মেঘালয়ে ইনার-লাইন পারমিটের দাবিতে আন্দোলনরত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের বিক্ষোভ, অবরোধ অব্যাহত। তাদের হামলা চলচে পুলিশকর্তাদের বাড়ি, গাড়িতেও। গত সন্ধ্যায় সংগঠনের সদস্য-সমর্থকরা চড়াও হয় রাজ্য পুলিশের ইনস্পেক্টর জেনারেলের বাড়িতে। পুলিশ জানায়, ফোর্থ ফারলং এলাকায় পূর্ব খাসি হিলের আইজি বি আর রানার বাড়িতে আচমকা ঢুকে পড়ে ৪-৫ জন। দু’টি পেট্রোল-বোমা ছোঁড়ে তারা। বিস্ফোরণে আইজি-র সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিক্ষোভের জেরে তিনদিন ধরে পূর্ব খাসি হিলে বিভিন্ন দফতর এবং ব্যাঙ্কও বন্ধ রয়েছে।

পরিবারকে চাকরি
মুজফ্ফরনগরে গোষ্ঠী-সংঘর্ষে নিহত প্রত্যেকের পরিবারকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। শুক্রবার সরকারি মুখপাত্র বলেছেন, “মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব চলতি মাসের ১৫ তারিখেই জানিয়েছেন, সংঘর্ষে নিহতদের পারিবারিক সদস্যদের তাঁদের যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি দেওয়া হবে।”

ধর্ষক বাবা
১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই বাবার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, রাজস্থানের লক্ষ্মীনগর কলোনি এলাকায় বৃহস্পতিবারের ঘটনা। ওই নাবালিকার মা তাঁর স্বামী রঘুবীরের বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ করার অভিযোগ দায়ের করলে বিষয়টি সামনে আসে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.