চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে দেশে সার্বিক কর আদায় যথেষ্ট আশাব্যঞ্জক নয়। সম্প্রতি এমসিসি চেম্বার অফ কমার্সের ১১২তম বার্ষিক সভার ফাঁকে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী (রাজস্ব) জে ডি সীলাম জানান, এখনও পর্যন্ত লক্ষ্যমাত্রার ৪০-৪২% অর্জন করা সম্ভব হয়েছে। তা ৫০% হলে ভাল হত। তবে তিনি আশাবাদী, বছরের শেষে লক্ষ্যমাত্রা পূরণ করতে সমস্যা হবে না। তিনি বলেন, “সাধারণ ভাবে প্রথম ত্রৈমাসিকে কর আদায় কমই থাকে। পরে বর্ষার মরসুমে তা অনেকটাই বাড়ে। এ বার বর্ষা ভালই হয়েছে।” রির্জাভ ব্যাঙ্ক সুদের হার না-কমানোয় কেন্দ্র যে-কিছুটা হতাশ, তা এ দিন ফের ফুটে ওঠে মন্ত্রীর কথায়। সুদ না-কমলে আর্থিক বৃদ্ধি ব্যাহত হবে বলেই মনে করে কেন্দ্র। তবে চড়া মুল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে আরবিআই গভর্নর রঘুরাম রাজন নতুন দিশা দেওয়ার চেষ্টা করেছেন বলে মনে করেন সীলাম।
|
সমাজের পিছিয়ে পড়া শ্রেণির চার হাজারেরও বেশি যুবক যুবতীকে বিভিন্ন কাজের যোগ্য করে তুলতে এগিয়ে এল বণিকসভা ‘কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ’ (সিআইআই)। এ ব্যাপারে তারা শনিবার কলকাতা, চন্দননগর, দুর্গাপুর ও হুগলি-চুঁচুড়া কর্পোরেশনের সঙ্গে চুক্তি করে। সিআইআই-র পূর্বাঞ্চল ডিরেক্টর সৌগত মুখোপাধ্যায় জানান, খুচরো ব্যবসা, হোটেলে আতিথেয়তা, বিপিও, সৌন্দর্য পরিষেবা থেকে কলের কাজ ইত্যাদি ক্ষেত্রে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। সহযোগী হিসেবে থাকবে রাজ্য নগরোন্নয়ন সংস্থা (সুডা)। কেন্দ্রীয় সরকারের স্বর্ণজয়ন্তী শহরী রোজগার যোজনার অধীনে প্রশিক্ষণ কর্মসূচি চালানো হবে বলে তিনি জানান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণমন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।
|
অ্যালুমিনা কিনতে বেদান্ত অ্যালুমিনিয়ামের অনুরোধ ফিরিয়ে দিল রাষ্ট্রায়ত্ত সংস্থা নালকো। সংস্থার বার্ষিক সাধারণ সভার পর নালকোর সিএমডি অংশুমান দাস বলেন, দেশের কোনও সংস্থাকেই অ্যালুমিনা বা বক্সাইট বিক্রি করার মতো অবস্থায় নেই তাঁরা। নালকোর পরিচালন পর্ষদের সিদ্ধান্ত অনুসারে এখন থেকে দেশের কোনও সংস্থাকে উদ্বৃত্ত অ্যালুমিনা বা বক্সাইট বিক্রি করবে না তারা। সম্প্রতি নালকোর উপর চাপ দিতে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছিল বেদান্ত। লক্ষ্য ছিল, ওড়িশার ঝাড়সুগুদা এবং লাঞ্জিগড়ে বেদান্তের কারখানায় অ্যালুমিনা সরবরাহ করা নিশ্চিত করা। এর আগেও নালকোর কাছ থেকে অ্যালুমিনা কিনতে রফতানি দরের থেকে বেশি দাম দিতেও রাজি হয়েছিল বেদান্ত। কিন্তু শেষ পর্যন্ত সেই আশায় জল ঢালল রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।
|
সঞ্জয় অগ্রবাল বণিকসভাটির নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি সেঞ্চুরি প্লাইবোর্ডস (ইন্ডিয়া)-এর ম্যানেজিং ডিরেক্টর। |