রাজ্যের পর্যটকদের বালি ভ্রমণে জল ঢেলে দিল অ্যাপেক সম্মেলন
বালি ভ্রমণে বালি।
আগাম বুকিং করেও ভেস্তে গেল বিদেশযাত্রা। বহু আগেই বিমানের টিকিট, হোটেল-সহ সমস্ত খরচ মিটিয়ে আগামী মাসের গোড়ায় ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন রাজ্যের একগুচ্ছ পর্যটক। কিন্তু টাকা-পয়সা মিটিয়েও এই ভ্রমণ নিয়ে বিপাকে ওই সব পর্যটকেরা। সম্প্রতি তাঁরা জানতে পেরেছেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতা ও শিল্পকর্তাদের সম্মেলন (এশিয়া-প্যাসিফিক ইকনমিক কো-অপারেশন বা অ্যাপেক) উপলক্ষে দেনপাসার বালি বিমানবন্দর ৬ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৮টা এবং ৮ অক্টোবর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। ফলে ওই সময়ে যাঁদের উড়ান ছিল, তাঁদের মাথায় হাত। যদিও পরে বিভিন্ন বিমান সংস্থা উড়ানের সময়সূচি পরিবর্তনের কথা জানানোয় আপাতত কিছুটা স্বস্তি মিলেছে।
জলপথেও চলছে সেনা টহলদারি। বালিতে। ছবি: এএফপি।
বালিতে আগামী ৫-৭ অক্টোবর বসছে অ্যাপেকের সম্মেলন। যেখানে আসার কথা বারাক ওবামা, ভ্লাদিমির পুতিন-সহ অন্তত ১০টি দেশের প্রেসিডেন্টের। থাকবেন বিশ্বের প্রথম সারির প্রায় ১২০০ শিল্পকর্তা। এই সব ভিভিআইপি-দের জন্যই ওই দু’দিন বালি বিমানবন্দরে বাণিজ্যিক উড়ান চলাচলে কিছুটা নিষেধাজ্ঞা জারি করেছেন কতৃর্পক্ষ। রাষ্ট্রনায়ক ও শিল্পকর্তারা আর্থিক উন্নয়ন নিয়ে যখন আলোচনায় ব্যস্ত থাকবেন, সেই সময়েই সেখানে পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিলেন রাজ্যের ওই পর্যটকেরা। সে জন্য তাঁরা বহু আগেই বিমানবন্দর ও হোটেলে যাতায়াত, হোটেলের ঘরভাড়া ও প্রাতরাশ এবং স্থানীয় এলাকা পরিদর্শনের জন্য গড়ে ২০ হাজার টাকার মতো আগেই মিটিয়ে দিয়েছেন বলে পর্যটন শিল্প সূত্রের খবর। বিমান ভাড়া, ভিসা এবং খাওয়া-দাওয়ার খরচ অবশ্য আলাদা। এখন যদি তাঁরা যেতে না-পারেন, তা হলে ওই ২০ হাজার টাকার কিছুই ফেরত মিলবে না বলে এখানকার পর্যটন সংস্থাগুলিকে জানিয়ে দিয়েছে বালির পর্যটন সংস্থাগুলি।
কলকাতার এক পর্যটন সংস্থার কর্তা জানান, উড়ানসূচি বদল করছে তাই এয়ার ও এয়ার এশিয়ার মতো বিমান সংস্থা। তাই এয়ার জানিয়েছে, যাঁদের ৬ অক্টোবর কলকাতা থেকে বালির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল, তাঁদের আগের দিন রাতেই বালিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
অন্য দিকে, এয়ার এশিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ৬ অক্টোবরের যাত্রীরা ওই দিনের বদলে ৩ থেকে ১২ অক্টোবরের মধ্যে যে-কোনও দিন ওই টিকিটেই যেতে পারবেন। যাঁরা তা যেতে চাইবেন না, তাঁরা পরবর্তী তিন মাসের মধ্যে সেই সুযোগ পাবেন। সে ক্ষেত্রে এখনকার টিকিটের দাম ‘ক্রেডিট শেল’ হিসেবে জমা থাকবে। পরের বার টিকিট কাটার সময়ে সেই জমা অর্থ ব্যবহারের সুযোগ মিলবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.