বেশ কিছুদিন ধরে শিক্ষকদের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ে স্কুলে না আসার অভিযোগ উঠছিল। দু’সপ্তাহ আগে স্কুলে গিয়ে কয়েকজন অভিভাবক বিষয়টি নিয়ে অভিযোগ জানান। বিক্ষোভও দেখান তাঁরা। কিন্তু, তাতেও হাল ফেরেনি, এই অভিযোগে বৃহস্পতিবার স্কুলের দরজায় তালা ঝোলান অভিভাকদের একাংশ। ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোরা ১ নম্বর পঞ্চায়েত এলাকার আংরাভাসা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। বেলা ১১ টার সময় ক্লাস শুরু হওয়ার কথা। সাড়ে ১১ টা নাগাদ আট জন শিক্ষকের মধ্যে মাত্র দুজন স্কুলে পৌঁছন। অভিভাবকেরা ওই শিক্ষকদের ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। স্কুল থেকে অনেক দূরে বাড়ি বলে শিক্ষকরা সময় মত স্কুলে আসতে পারেননি বলে যুক্তি দেন। ক্ষুব্ধ স্কুলের ক্লাস ঘরে তালা দেন অভিভাবকরা। ধূপগুড়ি ব্লকের স্কুল পরিদর্শক দুলাল সরকার গ্রামে পৌঁছনোর পরে অভিভাবকরা তাঁর কাছে অভিযোগ করেন। তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান। শিক্ষক অজয় সরকার বলেন, নিয়মিত দেরি করার বিষয়টি ঠিক নয়। তাঁর দাবি, “সওয়া ১১ টা নাগাদ স্কুলের ক্লাস শুরু হয়। প্রধান শিক্ষক এক মাস ধরে ছুটিতে। আরও দুই শিক্ষক ভোটের কাজ করছেন বলে স্কুলে আসছেন না। আমরা সময় মত স্কুলে আসার চেষ্টা করি। প্রধান শিক্ষক যোগ দেওয়ার পরে অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুলের তালা খোলানোর জন্য অনুরোধ করব।”
|
ডুয়ার্সের ইন়ডং চা বাগানের বোনাস নিয়ে সমস্যার সমাধান হল না। বৃহস্পতিবার বাগানের বোনাস নিয়ে মালবাজারের সহকারি শ্রম কমিশনারের দফতরে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়। সেখানে বাগান কর্তৃপক্ষের পাশাপাশি শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা ২০ শতাংশ হারে বোনাস দাবি করেন। মালিকপক্ষ বাগানের পরিস্থিতির কথা বলে ওই হারে বোনাস দিতে পারবে না বলায় বৈঠক কার্যত ভেস্তে যায়। মালবাজারের সহকারি শ্রম আধিকারিক শ্যামল রায় চৌধুরী জানান, ওই বাগানের বোনাস জট কাটাতে ফের বৈঠক ডাকা হবে। উল্লেখ্য, গত শনিবার ও রবিবার কলকাতায় চা শ্রমিকদের বোনাস বৈঠকে ইনডং বাগান কর্তৃপক্ষ অংশ নেননি। ২০ শতাংশ হারে বোনাসের দাবিতে ইতিমধ্যে বাগানে গেট মিটিং শুরু করেছেন শ্রমিকেরা।
|
ল্যাবরেটরি না থাকায় প্র্যাকটিকাল ক্লাস হচ্ছে না অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস বয়কট করছেন ইঞ্জিনিয়ারের পড়ুয়ারা। সুকনা সংলগ্ন শালবাড়ির বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল শাখার ঘটনা। দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের ছাত্রদের অভিযোগ, “আমরা ছ’টি সেমিস্টার পরীক্ষা দিয়েছি ল্যাব ছাড়াই। অথচ সেমিস্টারের সময় মাথাপিছু কুড়ি হাজার টাকা নেওয়া হয়।” অধ্যক্ষ অঙ্কুর গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘‘সব উপকরণ দু-এক দিনের মধ্যে আসবে। ল্যাব নিয়ে সমস্যা নেই। সিভিল এর জন্য নতুন ভবন তৈরি করছি।”
|
স্ত্রীকে পিটিয়ে খুনের স্বামীকে ৭ বছর কারাদণ্ড দিল আদালত। ২০০৮ সালে ৭ অগস্ট ফালাকাটা আশুতোষ পল্লির কমল গোপের সঙ্গে বিশাখা দেবীর গোলমাল হয়। সেই সময় কমলবাবুর নলকূপের হাতল দিয়ে স্ত্রীকে পিটিয়ে মারেন। |