জম্মুতে হামলা, জঙ্গি-সহ নিহত ১৩ |
ভারত-পাক শান্তি বৈঠকের ৪৮ ঘণ্টা আগে ফের জঙ্গি হামলার শিকার জম্মু-কাশ্মীর। আজ সকাল পৌনে ৭টা নাগাদ রাজ্যে দু’ দফা জঙ্গি হামলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। জম্মুতে সেনাবাহিনীর মুখপাত্র শিবনারায়ণ আচার্য জানান, সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে তিন জঙ্গি। বিকেল সাড়ে চারটে নাগাদ শেষ হয় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘এই কাপুরুষোচিত আক্রমণে নিহত সেনা ও পুলিশ অফিসার এবং সাধারণ মানুষের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। সীমান্ত পার থেকে জঙ্গিরা যে মদত পাচ্ছে, আমরা দৃঢ় ভাবে তার মোকাবিলা করব। আলোচনার মাধ্যমে যে শান্তিপ্রয়াস চলছে এই ধরনের আক্রমণে তা বিঘ্নিত হবে না।’ পাশাপাশি, পাকিস্তানও এই ঘটনার নিন্দা করেছে। গোটা ঘটনার পিছনে প্রাথমিক ভাবে লস্কর-ই-তৈবার হাত দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। |
সাম্বায় গুলির লড়াই তখনও চলছে। ছবি: এএফপি। |
প্রথম হামলা হয় জম্মুর কাঠুয়া জেলায় হীরানগর পুলিশ স্টেশনে। সেনা সূত্রে খবর, তিন জন সন্ত্রাসবাদীর একটি দল ভারতীয় সেনার পোশাকে সব্জি বোঝাই একটি টেম্পোয় চড়ে হীরানগর থানায় পৌঁছয়। থানায় ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে তারা। ঘটনাস্থলেই চার পুলিশকর্মী-সহ পাঁচ জনের মৃত্যু হয়।
এর পর থানার বাইরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের খালাসিকে তারা গুলি করে মেরে সেটি ছিনতাই করে। ওই ট্রাকটি নিয়েই সাম্বা সেক্টরে সেনা ছাউনিতে গিয়ে দ্বিতীয় হামলা চালায় তারা। সেনা সূত্রে খবর, গেটের সেন্ট্রিকে গুলি করে মেরে অফিসার্স মেসের দিকে যায় জঙ্গিরা। গুলিতে নিহত হন ১৬ ক্যাভালরি রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল বিক্রমজিত্ সিংহ-সহ আরও চার সেনা। পাল্টা গুলিতে ৩ জন জঙ্গিও প্রাণ হারিয়েছে বলে সেনা সূত্রে খবর। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, গত এক দশকে জম্মুতে এটাই সব থেকে বড় জঙ্গি হামলা। ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু-পাঠানকোট হাইওয়ে। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর কূপওয়াড়ায় বিএসএফ ও রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ তল্লাশিতে দু’টি একে ৫৬ রাইফেল-সহ বেশ কিছু অস্ত্র ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছিল। গোয়েন্দাদের অনুমান, ওই এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। |
আহত পুলিশকর্মীকে নিয়ে হাসপাতালের পথে। ছবি: রয়টার্স। |
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২৯ সেপ্টেম্বর আমেরিকায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বৈঠকের আগে এই জঙ্গি হানা পরিস্থিতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। গত কয়েক মাস ধরে জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে পাক সেনা ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে। সেনা গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি জম্মু-কাশ্মীরে প্রায় ৫০ জন জঙ্গির অনুপ্রবেশ ঘটেছে। যারা কাশ্মীরে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে।
|
কোচবিহার কলেজে সংঘর্ষ দুই ছাত্র সংগঠনের, ভাঙচুর |
শিক্ষা ক্ষেত্রে অশান্তি অব্যাহত। কোচবিহার বিটি এবং ইভিনিং কলেজে স্মারকলিপি জমা দেওয়া নিয়ে সংঘর্ষ বাধল ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে। সংঘর্ষে দু’ দলের প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে দু’টি ছাত্র সংগঠনের দাবি। যদিও আহতের সংখ্যা পুলিশ দুপুর পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি। কলেজে ভর্তির প্রক্রিয়া, বিভিন্ন বিষয়ে অনার্স শুরু করা, আসন সংখ্যা বাড়ানো ইত্যাদি নিয়ে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে যায় টিএমসিপি। তাদের অভিযোগ, আচমকাই ইট, লাঠি নিয়ে হামলা চালায় ছাত্র পরিষদ। এর পর কলেজ চত্বরে ভাঙচুর চালায় তারা। ছাত্র পরিষদের পাল্টা অভিযোগ, সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া নেতা বীরেন কুণ্ডুর নেতৃত্বে টিএমসিপি পরিকল্পিত ভাবে কলেজে হামলা চালিয়েছে। স্মারকলিপি ‘অজুহাত’ মাত্র। তৃণমূলের পতাকা, লাঠি নিয়ে কলেজ চত্বরে ভাঙচুর করা হয় বলে অভিযোগ ছাত্র পরিষদের। হামলা থেকে বাঁচতে অনেক ছাত্রছাত্রী ভয়ে কলেজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। সংঘর্ষ বাধার সময় পুলিশ কম থাকলেও পরে অতিরিক্ত বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
পুজোর মধ্যেই সারদার এক লক্ষ আমানতকারীর টাকা ফেরত, ঘোষণা মুখ্যমন্ত্রীর |
পুজোর মধ্যেই সারদার আমানতকারী এক লক্ষ লোকের টাকা ফেরত দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল সফরের শেষ দিনে আজ পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী ৩০ সেপ্টেম্বর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক হাজার আমানতকারীর হাতে চেক তুলে দেওয়া হবে। তিনি জানিয়েছেন, কালীপুজোর পরে আরও ৩ থেকে ৪ লক্ষ আমানতকারীর টাকা ফেরত দেওয়া হবে। যদিও কিছু দিন আগে শ্যামল সেন কমিশন জানিয়েছিল, ৮০০ আমানতকারীর চেক ইতিমধ্যে তৈরি হয়েছে। সারদা-কাণ্ডে প্রায় ১৪ লক্ষ আবেদনকারী রয়েছেন। ৩০ থেকে ৪০ জনের বেশি আমানতকারীর নথি এক দিনে খতিয়ে দেখা সম্ভব হচ্ছে না। আরও বেশি নথি দেখার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো কমিশনের নেই।
|
শ্রমিক অসন্তোষে বন্ধ কালচিনি চা বাগান |
শ্রমিক অসন্তোষের জেরে ডুয়ার্সের কালচিনি দলসিংপাড়া চা বাগান বন্ধ করলেন কর্তৃপক্ষ। গত কয়েক দিন ধরে পুজোর বোনাস নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। কত শতাংশ হারে বোনাস দেওয়া হবে তা নিয়েই মূলত দু’পক্ষের বিবাদ চলছিল। গত কাল রাতে বাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝোলান কর্তৃপক্ষ। এর ফলে পুজোর মুখে বাগানের প্রায় ২ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন।
|