এসএসসি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ |
আজ এসএসসি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হল। মোট তিনটি ভাগে এই ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৭ লক্ষের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। যাঁদের মধ্যে চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ৩০ হাজার ৩৭৮ জনের। আজ বিকেল চারটে থেকে www.westbengalssc.com এই ওয়েবসাইটে ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
|
আজীবন নির্বাসিত ললিত মোদী |
‘হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে’। ললিত মোদীর ‘থিম সং’ এখন এটাই। গত কাল বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভার উপর স্থগিতাদেশ বাতিল করে দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে সভা শুরুর ঠিক চার ঘণ্টা আগে শ্রীনিকে বাউন্সার দিলেও সুপ্রিম কোর্ট স্থগিতাদেশের আর্জি খারিজ করে দেওয়ায় ফের আর এক বার আইনি লড়াইয়ে জোর ধাক্কা খেলেন ললিত মোদী। প্রত্যাশা মতই বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় ললিত মোদীকে আজীবন নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। |
লা লিগায় বড় জয় বার্সার |
তৃতীয় গোলের পর বার্সার ‘সেলিব্রেশন’। ছবি: রয়টার্স। |
স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে উড়িয়ে দিল বার্সা। এই নিয়ে পর পর তিন ম্যাচে ৪ বার করে বিপক্ষের জালে বল জড়াল বার্সেলোনা। কিন্তু যার জন্য সদস্য-সমর্থকরা দীর্ঘ দিন অপেক্ষা করে ছিলেন, সেই ব্রাজিলীয় তারকা নেইমার এ দিন স্প্যানিশ লিগে ন্যু ক্যাম্পে তাঁর প্রথম গোলটি করেন। গোটা ম্যাচ জুড়েই বার্সার আধিপত্য ছিল। খেলা শুরুর ২ মিনিটের মধ্যে সোসিয়েদাদের হয়ে হ্যারিস সেফেরোভিচের ২০ গজ দূর থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর পরই নড়েচড়ে ওঠে বার্সেলোনা। খেলার ৮ মিনিটের মাথায় বিপক্ষের ডিফেন্ডারদের ভুলকে কাজে লাগিয়ে সহজ গোল করেন নেইমার। তিন মিনিট পর তাঁরই ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান ‘এল এম টেন’। হাফ টাইমের আগে সার্জিও বুস্কেটস ৩-০ করেন। খেলা শেষ হওয়ার ১৪ মিনিট আগে দলের চতুর্থ গোলটি করেন মার্ক বার্ত্রা। সোসিয়েদাদের হয়ে একমাত্র গোলটি করেন আলবের্তো দে লা বেলা। |