বক্সা ব্যঘ্র প্রকল্পের জঙ্গলে বুনো হাতি মেরে দাঁত কেটে নেওয়ায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কুমারগ্রামের অসম সীমানার বালাপাড়া ঘাট থেকে ওই দু’জনকে ধরে বক্সা ব্যঘ্র প্রকল্পের কুমারগ্রাম রেঞ্জের বনকর্মীরা। পুলিশ জানাচ্ছে, ধৃতদের হেফাজত থেকে দেড় কেজি ওজনের দু’টি হাতির দাঁত উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম রাজেন রাভা ও দুলাল নার্জারি। দু’জনের বাড়ি অসমের কোকরাঝাড় জেলার আমবাইগুড়িতে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি জানান, ধৃত দু’জন বুনো হাতি-সহ বিভিন্ন বন্যপ্রাণী মেরে দাঁত ও চামড়া সংগ্রহ করে ভিনরাজ্যে পাচারের কাজে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। চার মাসে এই নিয়ে কুমারগ্রাম ও শামুকতলা থেকে চোরাশিকারি সন্দেহে আট জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে তিন জন অসমের বাসিন্দা। এ ছাড়া গত ৭ মাসে দাঁত কাটা অবস্থায় ছয়টি হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। গত বুধবার প্রকল্পের পূর্ব বিভাগের ভল্কার বালাপাড়ার জঙ্গল থেকে দাঁত কাটা হাতির মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে বন দফতর একটি বিষ মেশানো গুলিও উদ্ধার করে।
|
সপর্দষ্ট ছাত্রীর মৃত্যু হল। সোমবার ডুয়ার্সের মালবাজারের এলেনবাড়ি চা বাগানের ১২ নম্বর লাইনের শ্রমিক আবাসে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম পিঙ্কি ওঁরাও (১৪)। তাকে বাগানের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। সে ওদলাবাড়ি আদর্শ হিন্দি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। বাড়িতেই তাকে সাপ ছোবল মারে।
|
কুমারগ্রামের পূর্ব চকচকায় অভিযান চালিয়ে ঘোরামারা বিটের বনকর্মীরা সোমবার লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ-সহ দুটি ভ্যান উদ্ধার করেছে। দুটি ভ্যান রিকশায় চাপিয়ে লগগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। |