৬০ নম্বর জাতীয় সড়কের অবস্থা খতিয়ে দেখলেন রাজ্য সরকারের বিধায়ক দিয়ে গঠিত স্ট্যান্ডিং কমিটি।
|
খানাখন্দে ভরা কুলটির জি টি রোড। আসানসোল থেকে কুলটি হয়ে বরাকর ধানবাদ যাওয়ার এই
রাস্তাটি প্রায়
সব সময় খারাপ থাকে বলে দাবি এলাকাবাসীর। বহু বার অবরোধও
করা হয় এই রাস্তা।
তবুও নির্লিপ্ত প্রশাসন। ছবি তুলেছেন শৈলেন সরকার।
|
মণ্ডপ তৈরি হবে পুতুলের দেশের আদলে। থাকবে রামায়ণের আঁকা ছবি। থাকবে মিশরীয় আদলে কাঠের
উপর খোদাই করা ছবিও। পুজো কমিটির পক্ষে তরুণ চট্টোপাধ্যায় জানান, সেক্টর টুসি সার্বজনীন দুর্গাপুজো
এবার ২৬ বছরে পা দিল। নদিয়া জেলার নবদ্বীপ থেকে ১২ জনের একটি দল দুর্গাপুরে এসে কাজ করে
যাচ্ছেন। শিল্পী তপন
হায়দার জানান, তাঁরা ১২ জনই শিল্পী। আম, শিশুর মতো কাঠ থেকে খোদাই
করে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন
ধরনের ছবি। তারপর নানা রঙে রাঙিয়ে প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে
তোলা
হবে। দর্শকদের ভালো লাগবে
বলে আশা শিল্পীদের। দুর্গাপুরে বিধাননগরে বিশ্বনাথ মশানের তোলা ছবি। |