স্কুলের শৌচাগারের দেওয়াল চাপা পড়ে আহত হল সপ্তম শ্রেণির এক ছাত্র। হাঁসখালির নাজনা হাই স্কুলের এই ঘটনায় আহত ছাত্রের নাম আখতার মণ্ডল। শনিবার স্কুল শুরুর আগে শৌচাগারে গিয়েছিল সে। আচমকা দেওয়াল ভেঙে পড়ে তার পায়ের উপর। আহত আখতারকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিত্সার পর তাকে ছেড়ে দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব বিশ্বাস বলেন, “মাস তিনেক আগে শৌচাগারটি তৈরি করা হয়েছিল। কী ভাবে এত তাড়াতাড়ি সেটি ভেঙে পড়ল বুঝতে পারছি না।” হাঁসখালি ব্লক উন্নয়ন আধিকারিক প্রবীর সরকার বলেন, “যে ঠিকাদার সংস্থা এই প্রকল্পের কাজ করেছে দোষ প্রামণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
|
লোক আদালত বসিয়ে ঋণ আদায়ের উদ্যোগ নিল একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক সংস্থা। রবিবার কান্দি মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক বিদ্যুত্ রায়ের এজলাসে ওই লোক আদালত হয়। ব্যাঙ্ক সূত্রে খবর, কান্দি, নগর, পাঁচথুপি ও গ্রামশালিকা চারটি শাখার প্রায় একশো ঋণগ্রাহককে এ দিন লোক আদালতে হাজির থাকার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। চারটি শাখার ঋণের সংখ্যা প্রায় ৮০ লক্ষ টাকা। ব্যাঙ্কের মুর্শিদাবাদ জেলার রিজিওনাল ম্যানেজার বিজয়কৃষ্ণ দেবনাথ বলেন, “লোক আদালতের মাধ্যমে ঋণ পরিশোধ করার একটা আশা পাওয়া যাচ্ছে।” কান্দির মহকুমাশাসক প্রদীপ বিশ্বাস বলেন, “যারা ঋণ নিয়েছিলেন তাঁরা এই লোক আদালতের মাধ্যমে উপকৃত হয়েছেন।”
|
পুরনো বিবাদের জেরে প্রতিবেশী এক প্রৌঢ়কে খুন করার অপরাধে তিন ভাইকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন বিচারক। শনিবার লালবাগ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রবীন্দ্রনাথ মালিক এই সাজা ঘোষণা করেন। সরকার পক্ষের আইনজীবী মহম্মদ নকিবুদ্দিন বলেন, “মুর্শিদাবাদের ইন্দ্রডাঙা গ্রামের সাজাপ্রাপ্ত তিন ভাইয়ের নাম মুজিবর শেখ, বাবলু শেখ ও মোজাম্মেল শেখ। ২০০৫ সালের ৪ অগস্ট সকালে ওই তিন জন গ্রামের এক চায়ের দোকান থেকে প্রৌঢ় হিকমত শেখকে রাস্তায় নিয়ে এসে কুপিয়ে খুন করে।”
|
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। শুক্রবার সন্ধ্যায় থানার পাড়ার এই ঘটনায় অভিযুক্ত আজিত শেখ পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরী যখন বাড়ির বাইরে গিয়েছিল সেই সময় প্রতিবেশী আজিত শেখ তাকে ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে মেয়েটি তার মাকে সবকথা জানায়। এরপর ওই কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
|
কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। আশুতোষ মজুমদার (৪৭) নামে ওই ব্যক্তি নাকাশিপাড়ার নাওডাঙার বাসিন্দা। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় দু’ কিলোমিটার দূরে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে।
|
শালুকের সন্ধানে। নবদ্বীপে সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি। |