হাওড়া স্টেডিয়ামে ফিফা কর্তা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শৈলেন মান্না স্টেডিয়ামে হাওড়া ভেটারেন্স ক্লাব পরিচালিত অমিয় বন্দ্যোপাধ্যায় কোচিং অ্যাকাডেমি ঘুরে গেলেন ফিফার ভাইস প্রেসিডেন্ট প্রিন্স আলি। বিগত কয়েক বছরের এই অ্যাকাডেমির সাফল্যের সুবাদেই ফিফা প্রতিনিধির সরেজমিনে পর্যবেক্ষণ। পরিকাঠামো, ট্রেনিং পদ্ধতি দেখে ফিফা কর্তা খুশি বলেই দাবি অ্যাকাডেমি কর্তৃপক্ষের। খুদে ফুটবলারদের সঙ্গে একান্তে কথাও বলেন তিনি। অ্যাকাডেমির ছাত্রদের পারফরম্যান্স শুনে তিনি তাদের পিঠ চাপড়ে দেন।
ফুটবলের বেসিক ট্রেনিং-এ জোর দেওয়ার জন্য প্রশিক্ষকদের সঙ্গেও একপ্রস্থ কথা হয় তাঁর। সেখানে তাঁর সঙ্গে পরিচিত হন দ্রোণাচার্য কোচ সৈয়দ নইমুদ্দিন, জহর দাস, মনোজিত দাস-সহ প্রাক্তন ফুটবলাররা। অ্যাকাডেমির স্পনসরকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। সংগঠকরা আশাবাদী, পরিকাঠামো উন্নয়নে ফিফার তরফ থেকে কিছু আর্থিক সাহায্যও পেতে পারেন তাঁরা। |
দীপিকার রুপো
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বিশ্বকাপ তিরন্দাজির ফাইনালে আবার ব্যর্থ দীপিকা কুমারী। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে বিশ্বের তিন নম্বর তিরন্দাজকে। প্যারিসে রিকার্ভ সিঙ্গলসের ফাইনালে ২০০৮ অলিম্পিক চ্যাম্পিয়ন কোরিয়ার ইয়ুন হি-র বিরুদ্ধে হেরে যান ১৯ বছর বয়সি ভারতীয় তারকা। এ দিন শুরুতেই তিন বার ‘পারফেক্ট টেন’ স্কোর করে ৩-১ এগিয়ে গিয়েছিলেন দীপিকা। কিন্তু তৃতীয় সেটে ব্যর্থতাই তাঁকে পিছিয়ে দেয়। বাকি দুই সেটে আর ফিরে আসতে পারেননি তিনি। এই নিয়ে চার বার তিরন্দাজি বিশ্বকাপের ফাইনালে উঠলেও সোনা অধরাই থেকে গেল দীপিকার। ভারতীয় মেয়ে তিরন্দাজদের মধ্যে শুধু দোলা বন্দ্যোপাধ্যায়েরই এই ইভেন্টে সোনা জয়ের নজির রয়েছে। |
ইউকি রানার্স
সংবাদসংস্থা • কাওসিউং (তাইওয়ান) |
এটিপি চ্যালেঞ্জারে ইউকি ভামরির দুরন্ত দৌড় শেষ হল সিঙ্গলস ও ডাবলসে রানার্স হয়ে। তরুণ ভারতীয় তারকাকে এ দিন যদিও তিনটি ম্যাচ খেলতে হয়। তাই খেতাব না জিততে পারার পিছনে ক্লান্তিও একটা বড় কারণ বলা যেতে পারে। শনিবার সিঙ্গলস সেমিফাইনাল ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। এ দিন তাই প্রথমে বিশ্বের ৪৭৭ নম্বর ইউকি শেষ চারের লড়াইয়ে ৬-৭, ৭-৫, ৬-৩ হারান বিশ্বের ৮৮ নম্বর যুক্তরাষ্ট্রের জ্যাক সককে। দু’ঘণ্টা ৪৯ মিনিটের এই লড়াইয়ের পর সিঙ্গলসের ফাইনালে ফের ইউকি নামেন বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬৪-তে থাকা চিনা তাইপের ইয়েন সু লুর বিরুদ্ধে। কিন্তু তিনি হেরে যান ৪-৬, ৩-৬। এর পর দিনের তৃতীয় ম্যাচে ডাবলসে ইউকি আর চিনা তাইপের চিয়ে ফু ওয়াং ২-৬, ৪-৬ হারেন বিশ্বের সেরা ৬০ নম্বরে থাকা কাবাল-ফারা জুটির বিরুদ্ধে। |
আন্তঃজেলা জুনিয়র (অনূর্ধ্ব ১৯) ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হল মানভূম (পুরুলিয়া) একাদশ। রবিবার পুরুলিয়া শহরের মানভূম ক্রীড়া সংস্থার মাঠে ফাইনাল ম্যাচে তাঁরা নদিয়া জেলা দলকে টাইব্রেকারে ৪-১ গোলে হারায়। রাজ্যের ১৯টি দল যোগ দিয়েছিল। ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোটর্স ফেডারেশনের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও সম্পাদক গৌতম দাশগুপ্ত উপস্থিত ছিলেন। |
কেরলে আন্তঃঅঞ্চল জুনিয়র জাতীয় অ্যাথলেটিক্সে প্রথম দিনে দুটি সোনা পেল শিলিগুড়ির দুই খেলোয়াড়। দু’জনেই পূর্বাঞ্চলের হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। রবিবার প্রতিযোগিতায় অনূর্ধ্ব ২০ লং জাম্প বিভাগে ৬০.৬৯ মিটার লাফিয়ে সোনা পান শিপু মণ্ডল। অনূর্ধ্ব ১৮ বিভাগে হাই জাম্পে ১.৯৩ মিটারে লাফিয়ে সোনা পেলেন অশেষ রায়। মঙ্গলবার পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে । |