টুকরো খবর
সবংয়ে স্কুল ভোটে অশান্তি
স্কুল পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস-তৃণমূলে হাতাহাতি হল সবংয়ে। রবিবার ছিল সবংয়ের বুড়াল গ্রাম পঞ্চায়েতের উচিপুর পল্লিগ্রাম হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচন। এ দিন দুপুরে নির্বাচন চলাকালীন একে অপরের বিরুদ্ধে ভোটারদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুললে উত্তেজনা ছড়ায়। হাতাহাতি শুরু হলে লাঠি উচিয়ে তাড়া করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুড়াল গ্রাম পঞ্চায়েতে এ বার জোট করে ক্ষমতা দখল করেছে তৃণমূল ও সিপিএম। সেই মতো কংগ্রেস-তৃণমূল জোটের দখলে থাকা এই স্কুলে এ বছর ছ’টি আসনের চারটিতে তৃণমূল সমর্থিতরা ও দু’টিতে সিপিএম সমর্থিতরা কার্যত জোট করেই প্রার্থী দিয়েছিলেন। তবে সবক’টিতেই কংগ্রেস সমর্থিত প্রার্থীরা মনোনয়ন জমা দেন। এ দিন ভোটের সময় বেলা গড়াতেই উত্তেজনা বাড়তে থাকে। কংগ্রেস-তৃণমূল একে অপরের বিরুদ্ধে ভোটারদের বাধা ও বুথ জ্যামের অভিযোগ তোলে। কংগ্রেসের ব্লক সভাপতি অমল পণ্ডা অভিযোগ করেন, “তৃণমূল ভোটের আগে থেকেই সন্ত্রাসের আবহ তৈরী করেছিল। পুলিশ কার্যত নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল।” তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে।

বন্দির স্ত্রীকে সেলাই মেশিন
এক জেলবন্দি তাঁর স্ত্রীকে একটি সেলাই মেশিন কিনে দেওয়ার অনুরোধ করেছিলেন। যা রাখলেন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ। জেল সূত্রে খবর, মামুদ মণ্ডল নামে ওই বন্দি কয়েক দিন আগে সংশোধনাগারের ওয়েলফেয়ার অফিসার মহুয়া বাগচি মিত্রর কাছে এই আবেদন জানান। মহুয়াদেবী যোগাযোগ করেন মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্তর সঙ্গে। মহকুমাশাসকের অনুরোধে এগিয়ে আসে মেদিনীপুর টাউন মুসলিম কমিটি একটি সেলাই মেশিন কিনি জেলে পাঠিয়ে দেয়। ইতিমধ্যে মেশিনটি ওই বন্দির স্ত্রী সালেহা বিবির হাতে তুলে দেওয়া হয়েছে।

ফুটবল অ্যাকাডেমি
খড়্গপুরে ফুটবল অ্যাকাডেমি গড়া প্রয়োজন বলে দাবি করলেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার তথা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় খড়্গপুরের তালবাগিচার হাসপাতাল ময়দানে এক ফুটবল প্রতিযোগিতায় অতিথি হিসেবে এসেছিলেন তিনি। শহরের ‘মানস ও গৌতম চৌবে স্মৃতিরক্ষা কমিটি’র তরফে গত ১০ বছর ধরে এই ফুটবল প্রতিযোগিতা হয়ে আসছে।

দেহ উদ্ধার
নদীতে তলিয়ে যাওয়া এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। মৃত নীলোৎপল দে বক্সীর (৩২) বাড়ি ডেবরার ষাঁড়পুর গ্রামে। পেশায় পরিবহণ ব্যবসায়ী ওই যুবক শুক্রবার রাতে বিশ্বকর্মা পুজোর ভাসানের সময় নৌকা থেকে পড়ে গিয়েছিলেন। রবিবার পাঁশকুড়ার মাইশোরার কংসাবতী থেকে দেহ উদ্ধার হয়।

এসইউসি’র মিছিল
বিদ্যুতের মূল্যবৃদ্ধি রোধা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা-সহ বিভিন্ন দাবিতে রবিবার মেদিনীপুর শহরে মিছিল করে এসইউসি। এ দিনের মিছিলে আগামী ৩০ সেপ্টেম্বর কলকাতায় দলের মিছিলের প্রচার করা হয়। মিছিল শহর পরিক্রমা করে

ক্যারাটে পাঠ
ছবি: সৌমেশ্বর মণ্ডল।
স্কুল কর্তৃপক্ষ এবং মেদিনীপুর ক্যারাটে ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালিকা) হাইস্কুলে চার দিনের এক ক্যারাটে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। শনিবার শেষ হওয়া এই শিবিরে সব মিলিয়ে ২৬০ জন ছাত্রী ক্যারাটে প্রশিক্ষণ নেয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.