পুর সতর্কতা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
দূষণ ছড়ানোয় জলপাইগুড়ির তরুণ দল ক্লাব লাগোয়া বোস পাড়ার মিষ্টি কারখানাকে সর্তক করল পুরসভা। গত শনিবার জলপাইগুড়ি পুরসভার জনস্বাস্থ্য বিভাগে আধিকারিক মহেশ রাজভরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কারাখানা পরিদর্শনে গিয়েছিলেন। কারখানা থেকে ছানার জল নর্দমায় পড়ে দূষণ ছড়াচ্ছে। সম্প্রতি, এলাকার বাসিন্দারা পুর কর্তৃপক্ষের কাছে দূষণ ছড়ানোর অভিযোগে গণ স্মারকলিপি দেন। কারখানা কর্তৃপক্ষ জানান, পুর সিদ্ধান্ত মেনে তাঁরা পদক্ষেপ করবেন।
|
কচ্ছপ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
পাহাড়ি ঝোরা থেকে একটি কচ্ছপ উদ্ধার হয়েছে মালবাজারে। গত শনিবার রাতে ডুয়ার্সের রানিচেরা চা বাগান লাগোয়া এলাকায় থেকে কচ্ছপটি উদ্ধার করেন মালবাজার বন্যপ্রানী স্কোয়াডের কর্মীরা। রবিবার কচ্ছপটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। মালবাজার বন্যপ্রানী স্কোয়াডের রেঞ্জ অফিসার ফণীন্দ্রনাথ রায় জানিয়েছেন, কচ্ছপটি কোন প্রজাতির তা এখনও জানা যায়নি।
|
এ বার পুজোয় তরাই ও ডুয়ার্সের মণ্ডপে মণ্ডপে গেলেই নাকে ভেসে আসবে চাঁপা, জুঁই, চামেলি, রজীগন্ধা, বেল আর চন্দনের সুগন্ধ। এমনটাই দাবি করেছেন গরুমারা অভয়ারণ্যের প্রান্তবাসিনীরা। জলপাইগুড়ি বন্যপ্রাণী বিভাগের দক্ষিণ ধূপঝোরা এলাকার পরিবেশ উন্নয়ন সমিতির উদ্যোগে তৈরি এই ধূপ এখন প্যাকেটবন্দি করার কাজ চলছে। ডিএফও সুমিতা ঘটক জানান, এই উদ্যোগের মাধ্যমে বনপ্রান্তবাসীদের আর্থিক ভাবে সাহায্য করা ছাড়াও তাঁদের তৈরি ধূপ বিক্রির টাকা বন্যপ্রাণ সংরক্ষণেরও কাজে লাগানো হবে। |