ডানকুনিতে অধীর
নিজস্ব সংবাদদাতা • ডানকুনি |
পরীক্ষামূলক ভাবে পাটের তন্তু ব্যবহার করে রেললাইনের পাড় দৃঢ় করার কাজের সূচনা করলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। রবিবার ডানকুনিতে ওই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও ছিলেন জুট কর্পোরেশনের কমিশনার সুব্রত গুপ্ত। রেল সূত্রে খবর, আপাতত ডানকুনি-বালিঘাট এবং ডানকুনি-বালটিকুরি শাখায় ওই কাজ হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় জুট কর্পোরেশনের সাহায্য নেওয়া হচ্ছে। অধীরবাবু বলেন, “এতে পাটের ব্যবহারও বাড়বে।” ডানকুনিতে রেলের দু’টি কারখানা এবং প্রস্তাবিত ফ্রেট করিডর নিয়ে অধীরবাবু বলেন, “প্রস্তাবিত ফ্রেট করিডরের জমি নিয়ে কিছুটা জট রয়েছে। সমস্যা মেটাতে রাজ্য সরকারকে অনুরোধ করেছি। ওরা সাহায্যের আশ্বাস দিয়েছে।”
পুরনো খবর: ভূমিক্ষয় রুখতে চটের চাদর লাগাবে রেল
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
ট্রলারের তলায় চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুমন মুখোপাধ্যায় (৩০)। তাঁর বাড়ি স্থানীয় ছোট বেলু সর্দারপাড়ায়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের বড় বেলুড়ের কাছে জিটি রোড এবং দিল্লি রোডের সংযোগকারী রাস্তায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে পাট বোঝাই একটি ট্রলার জিটি রোড থেকে দিল্লি রোডের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ১১টা নাগাদ বড় বেলুর কাছে সেটি উল্টে যায়। সুমনবাবু তার তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে শ্রীরামপুর থানার পুলিশ আসে। ক্রেন এনে গাড়িটিকে সরানো হয়। তলা থেকে বের করে ময়না-তদন্তের জন্য দেহ পাঠানো হয় শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে। ট্রেকারের চালক-খালাসি পলাতক।
|
সুপার লিগ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
হুগলি জেলার আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবলের নক আউট পর্যায়ের দু’টি সেমিফাইনাল হল রবিবার। এ দিন গোঘাটের শ্রীপুর মাঠে বি গ্রুপের চ্যাম্পিয়ন বেলেপাড়া অনিল স্মৃতি কিশোর সঙ্ঘ ২ গোলে এ গ্রুপের রানার্স দল রাঙ্গামাটি পোনপাড়া আদিবাসী গাঁওতাকে হারিয়ে ফাইনালে ওঠে। গোল দু’টি করেন বৈদ্যনাথ মান্ডি এবং তপন বাসকে। অন্য দিকে, শনিবার আরামবাগের জুবিলি পার্ক মাঠে এ গ্রুপের চ্যাম্পিয়ন দল আরামবাগ বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাব ২ গোলে বি গ্রুপের রানার্স দল দশঘরা সিধু কানু তিলকা গাঁওতাকে পরাজিত করে ফাইনালে ওঠে। জয়ী দলের পক্ষে গোল দু’টি করেন জয়ন্ত সাঁতরা ও লক্ষ্মী মান্ডি। মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষে নয়ন তরফদার জানান, ফাইনাল খেলার দিন এখনও স্থির হয়নি।
|
চোর সন্দেহে মার
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর |
সাইকেল চোর সন্দেহে দুই যুবককে ধরে বেধড়ক পেটাল জনতা। রবিবার ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার কাছে। পরে তাদের উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে এমন কোনও অভিযোগ পায়নি বলে জানিয়েছে পুলিশ। এই যুবকদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
|
স্কুলভোট নিয়ে ঘেরাও শিক্ষিকারা |
স্কুল নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে শিক্ষিকাদের গভীর রাত পর্যন্ত ঘেরাও করে রাখল তৃণমূল সমর্থকরা। রবিবার ডানকুনি বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচন ছিল। তৃণমূলের অভিযোগ, যে পদ্ধতিতে নির্বাচন হওয়ার কথা, তা হয়নি। তাই পুর্নর্নিবাচনের দাবিতে ঘেরাও করা হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের। জেলা পুলিশের এক পদস্থ কর্তা বলেন, “সব পক্ষকে বুঝিয়ে শিক্ষিকাদের ঘেরাও মুক্ত করার চেষ্টা চলছে।” |