টুকরো খবর |
মাঠ নিয়ে গণ্ডগোল
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
বনদফতরের জায়গায় বহু বছর ধরেই গড়ে উঠেছিল খেলার মাঠ। গ্রামের ছেলেরা সেখানে ফুটবল খেলে। হঠাৎ খবর এল বনদফতর ওখানে গাছ লাগাবে। গ্রামের বাসিন্দাদের পক্ষ থকে বনদফতরের কর্তাদের কাছে অনুরোধ করা হয়, যাতে ওই খেলার মাঠটা তাঁদের ছেড়ে দেওয়া হয়। সেই দাবি মানার অবশ্য তেমন কোনও কারণ দেখেনি বনদফতর। হঠাৎ লোকজন নিয়ে রবিবার ওই মাঠে গাছ লাগতে হাজির বনদফতের এক কর্তা। এর পরেই শুরু হয় দু’পক্ষের বাদানুবাদ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতকে হস্তক্ষেপ করতে হয়। শেষ পর্যন্ত গাছ লাগাতে দিতে রাজি হলেও, ঠিক হয় বন দফতরের ভাড়াটে লোকজন নয়, গাছ লাগাবেন এলাকার জবকার্ডধারী মানুষ (যাঁরা ৪/ক ফর্ম পূরণ করেছেন)। প্রস্তাব মেন নেয় বনদফতের অধিকারিকেরা। তবে এ দিন সেই কাজ করা যায়নি। কারণ, একশো দিনের কাজ প্রকল্পের নিয়ম মেনে ওই মাঠে গাছ লাগাতে আরও সাত দিন সময় লাগবে বলে পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে। এলাকাটি সদাইপুর থানা ও পারুলিয়া পঞ্চায়েতের পারুলিয়া গ্রাম।
|
অলচিকিতে গীতাঞ্জলি
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ১৫৭টি কবিতা অনুবাদ হল অলচিকি ভাষায়। বিশ্বভারতীর সাঁওতালি বিভাগ এবং সাঁওতালি সাহিত্য পত্রিকা ‘উমুল’-এর দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি জাতীয় স্তরের আলোচনায়, সম্প্রতি প্রকাশ পেয়েছে ওই কাব্যগ্রন্থ। উদ্যোক্তা বোলপুরের বাঁধগোড়া কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক শ্রীকান্ত সরেন। বাঁকুড়া জেলার শিমলাপালের বনকাটা গ্রামের বাসিন্দা শ্রীকান্তবাবু বিশ্বভারতীর বাংলা বিভাগের গবেষকও। তিনি জানান, ইতিমধ্যে শিশুদের জন্য শতাধিক কবিতা ও ছবি দিয়ে একাধিক কাব্যগ্রন্থ, শিশু সাহিত্য বিষয়ক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ বুরু লদাম(পাহাড়ি উপত্যাকা), অনড় হেঁ কাহনী (কবিতা ও কাহিনী)। আগামী নভেম্বরে প্রকাশ পাবে কবিতা-ছবি-কাহিনী সহকারে শিশুসাহিত্য হরিউর, হারয়াড় ময়েং। গীতাঞ্জলির অনুবাদ করতে গিয়ে রবিজীবনীকারদের পাশাপাশি রবীন্দ্রনাথ সম্পর্কিত বেশ কিছু গ্রন্থকে সহায়িকা হিসেবে নিতে হয়েছে। অনুদিত কাব্যগ্রন্থ পাঠানো হয়েছে সাহিত্য অ্যাকাডেমির কাছেও।
|
জয়ী কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হলেন কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। রবিবার নলহাটি থানার তেজহাটি যশবন্ত হাইস্কুলে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ৫-১ ফলাফলে জয়ী হন। বামপন্থী প্রগতিশীল মোর্চা সমর্থিত প্রার্থীরা ১টিতে জয়ী হলেও তৃণমূল সমর্থিত প্রার্থীরা একটিতেও জয়ী হতে পারেননি। এর আগে ওই স্কুলে পরিচালন কমিটি কংগ্রেসের দখলেই ছিল।
|
সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
স্কুলে ৩৫ বছর শিক্ষকতা করা হয়ে গিয়েছে। অবসরের আর মাত্র আটটা দিন বাকি। এলাকায় ছড়িয়ে রয়েছে অনেক ছাত্রছাত্রী। এ বছর জেলা স্কুল শিক্ষা দফতর থেকে তিনি পেয়েছেন আদর্শ শিক্ষকের পুরস্কার। নলহাটি থানার কুরুমগ্রাম মিত্রভূম হাইস্কুলের ইংরেজি শিক্ষক আব্দুর রেকিবকে শনিবার স্কুলে দুই শতাধিক অভিভাবক সংবর্ধনা দিলেন।
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
বাড়ির কুয়ো থেকে রবিবার এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রাজনগর বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। মৃতের নাম রবীন্দ্রনাথ শীল (৪২)। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এটি অত্মহত্যার ঘটনা। |
|