আজকের শিরোনাম
নাইরোবিতে জঙ্গি হানায় নিহত বেড়ে ৫৯
নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৯, এখনও পর্যন্ত আহত ১৭৫ জন। মৃতদের মধ্যে রয়েছেন দু’জন ভারতীয়-সহ মার্কিন ও কেনিয় নাগরিকও। মৃত ওই দু’জন ভারতীয় হলেন চল্লিশ বছরের শ্রীধর নটরাজন ও আট বছরের পরমশু জৈন। হামলায় আহত শ্রীধরের স্ত্রী-সহ চার ভারতীয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে প্রকাশ, শপিং মলের ভিতরে বেশ কয়েক জনকে পণবন্দি করে রেখেছে জঙ্গিরা। তবে কত জনকে আটকে রাখা হয়েছে, সেই সংখ্যা এখনও সঠিক ভাবে জানা যায়নি। ইতিমধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক সন্দেহভাজন জঙ্গির। আরও এক সন্দেহভাজনকে আহত অবস্থায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, পুলিশ হামলাকারীদের কোণঠাসা করলেও এখনও বহু মানুষ শপিং মলের ভিতরে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন।
গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কেনিয়া প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, এই হামলায় জড়িত অপরাধীদের কোনও মতেই ছাড়া হবে না। প্রসঙ্গত, গত শনিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে ওয়েস্টগেট শপিং মলে একটি অনুষ্ঠান চলাকালীন গ্রেনেড নিয়ে হামলা চালায় মুখোশধারী জঙ্গিরা। এর পর পুলিশের সঙ্গে তাঁদের গুলি বিনিময় শুরু হয়। গত রাত দশটা নাগাদ টুইটারে ঘটনার দায় স্বীকার করে আল কায়দা ঘনিষ্ঠ সোমালি জঙ্গিগোষ্ঠী আল-সাহাবাব। পরিস্থিতির দিকে নজর রাখতে কেনিয়ায় ভারতীয় দূতাবাসের সঙ্গে সর্ব ক্ষণ যোগাযোগ রাখছে কেন্দ্রীয় সরকার। এই হামলার নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ ও ভারত, ব্রিটেন, ও আমেরিকা-সহ সহ বিশ্বের বিভিন্ন দেশ।

পুরনো খবর:

সারদা-কাণ্ডে আজও কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ
সারদা-কাণ্ডের জেরে গত কালের মতো আজও তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে জেরা করা হয়। আজ বিধাননগর কমিশনারেটে পুলিশি জিজ্ঞাসাবাদের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, সৌজন্যের খাতিরে তিনি অনেক কিছুই বলতে পারছেন না। সারদা কেলেঙ্কারির জেরে নিজের গ্রেফতারির আশঙ্কা রয়েছে জেনেও তাঁর হুঁশিয়ারি, আটকের আগে সাংবাদিক বৈঠকের অনুমতি পেলে সেখানেই সব কথা খুলে বলবেন তিনি। দলবিরোধী বক্তৃতার জন্য এখনও পর্যন্ত শো-কজের চিঠি পাননি বলেও উল্লেখ করেন তিনি। কুণাল জানান, চিঠি পেলে তার জবাব দেবেন তিনি। এ ছাড়াও, সারদা-কাণ্ডে দলীয় স্তরে তদন্ত কমিশন গঠনের আর্জি জানিয়েছেন কুণাল ঘোষ।
প্রসঙ্গত, গত শুক্রবার মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিটে এক রক্তদান অনুষ্ঠানে তাপস পাল ও শতাব্দী রায়ের সঙ্গে সরাসরি কারও নাম না করে দলীয় নেতৃত্বের কঠোর সমালোচনা করেছিলেন কুণাল ঘোষ। দলবিরোধী বক্তৃতার জন্য সেই দিনই তৃণমূলের তরফে বলা হয়েছিল, ওই তিন সাংসদকে শো-কজ করা হবে।
মুকুল রায়, সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়ের নিয়ে গঠিত তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের পর আজ কমিটির আহ্বাহক পার্থবাবু জানান, ওই তিন সাংসদের বিরুদ্ধে শো-কজ চিঠি পাঠানো হচ্ছে। তিনি বলেন, দলীয় শৃঙ্খলার প্রশ্নে কোনও আপস করা হবে না।

পেশোয়ারে গির্জার বাইরে বিস্ফোরণে মৃত ৬০
পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ৬০ জন। আহত হয়েছেন একশোরও বেশি মানুষ। রবিবারের নিয়মমাফিক প্রার্থনা শেষে গির্জার বাইরে আসতেই বিস্ফোরণের কবলে পড়ে মারা যান নিরাপরাধ মানুষেরা। আহতদের মধ্যে রয়েছেন বহু মহিলা ও শিশু। প্রত্যক্ষদর্শীদের মতে, গির্জার বাইরে দু’টি শক্তিশালী বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় দায় স্বীকার করেনি কোনও সংগঠন। বিস্ফোরণের সময় অন্ততপক্ষে পাঁচশো-ছ’শো জন গির্জার ভিতরে ছিল বলে মনে করা হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.