টুকরো খবর |
এআইটিইউসি-র রাজ্য সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
গুদামে বস্তায় বস্তায় পেঁয়াজ মজুত করা হচ্ছেএতেই সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। অথচ নির্বিকার রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। এমনই অভিযোগ তুললেন সিপিআই সাংসদ তথা এআইটিইউসি-র (আইটাক) সর্বভারতীয় সাধারণ সম্পাদক গুরুদাস দাশগুপ্ত। শনিবার বিকেল খড়্গপুরের গিরি ময়দানের টাউন হলে আইটাকের ২৫ তম রাজ্য সম্মেলনের আগে প্রকাশ্য সমাবেশ হয়। রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা সিপিআই সাংসদ প্রবোধ পান্ডা, সিপিআইয়ের রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার, সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা প্রমুখ। আগামী সোমবার এই রাজ্য সম্মেলন শেষ হবে।
|
সুকুর আলির ফের পুলিশ হেফাজত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নন্দীগ্রাম নিখোঁজ মামলার পর গোয়ালতোড় কঙ্কাল মামলা। শনিবার গড়বেতার সিপিএম নেতা সুকুর আলিকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ২৫ সেপ্টেম্বর তাঁকে ওই আদালতে হাজির করানো হবে। ২০১১ সালের ২৯ অগস্ট পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের পেরুয়াবাঁধ থেকে মাথার খুলি-সহ হাড়গোড় উদ্ধার হয়। জগারডাঙ্গা পঞ্চায়েতের দোলবাগানের বাসিন্দা সুফিয়া বিবি দাবি করেন, উদ্ধার হওয়া হাড়গোড়ের মধ্যে ২০১০ সালের ৩০ মার্চ থেকে নিখোঁজ স্বামী সওকত আলি খানের দেহাবশেষ রয়েছে। অভিযুক্তদের মধ্যে অন্যতম ছিলেন সুকুর আলি।
পুরনো খবর: সুকুর জেল হাজতেই |
অন্য কলেজে প্রেসিডেন্সির পাপ্পু
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
প্রেসিডেন্সি কলেজ থেকে ঝাড়গ্রাম রাজ কলেজে শনিবার দ্বাররক্ষীর পদে যোগ দিলেন সন্তোষ সিংহ ওরফে পাপ্পু। তাঁকে প্রেসিডেন্সিতেই রাখার দাবিতে ইতিমধ্যেই ছাত্র সংগঠনগুলি সোমবার থেকে বৃহত্তর আন্দোলনের কথা জানিয়েছে। শনিবার রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিমাইচাঁদ মাসান্তের সঙ্গে দেখা করে রিলিজ অর্ডার ও ট্রান্সফার অর্ডার দেখিয়ে কাজে যোগ দেন পাপ্পু। দুপুর দু’টো অবধি কলেজে থাকলেও সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও জবাব দেননি তিনি। তবে রাজ কলেজ কর্তৃপক্ষ এখনও
পাপ্পুর বদলি সংক্রান্ত লিখিত নির্দেশিকা পাননি বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। |
|