|
|
|
|
যৎকিঞ্চিৎ... |
সোশাল নেটওয়ার্কগুলিতে কী ধরনের মেসেজে সবচেয়ে সাড়া মেলে, বিশ্লেষণে দেখা গেল: আনন্দ নয়, বিষাদ নয়, সর্বাধিক প্রতিক্রিয়া জাগায় ক্রোধ। খুব রাগের বিপরীতে হয় ফিরতি-রাগের মেসেজ, কিংবা পছন্দসই রাগ দেখে সেটিকে আরও ছড়িয়ে দেওয়া, এ-ই দস্তুর। হয়তো মানুষ নিজ জীবনের স্তূপীকৃত অপ্রাপ্তি গিলে এমন খিঁচিয়ে থাকে, তা উগরে দিতে ক্রমাগত বিষ ঢালা দরকার। কিংবা অন্যের ফাঁসি হলে সত্যিই তুরীয় মজা হয়, ‘মার ...কে’-ই প্যাশনেটতম সৎ উচ্চারণ! |
|
|
|
|
|