কাঁচামালের বাড়তে থাকা খরচ সামলাতে না-পেরে ইতিমধ্যেই গাড়ির দাম বাড়িয়েছে জেনারেল মোটরস, মার্সিডিজ বেঞ্জের মতো সংস্থা। এ বার সেই পথে সামিল হুন্ডাই মোটর ইন্ডিয়া-ও। সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাকেশ শ্রীবাস্তব সম্প্রতি জানিয়েছেন, আগামী ১ অক্টোবর থেকেই তাঁদের বিভিন্ন ধরনের গাড়ির দাম ৪,০০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বাড়ছে। তবে সম্প্রতি বাজারে ‘হুন্ডাই গ্র্যান্ড’ নামে যে-নতুন গাড়িটি এনেছে সংস্থা, তার দাম বাড়ছে না।
|
এ বার থেকে চাইলে বিনা খরচেই এইচএসবিসি, সিটিব্যাঙ্ক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের মতো বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারবেন দরিদ্র শ্রেণির মানুষেরা। সে ক্ষেত্রে তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম টাকা জমা না-থাকলেও চলবে। বিনামূল্যে ডেবিট কার্ডের সুবিধাও পাবেন তাঁরা। বিদেশি ব্যাঙ্ক-সহ ভারতের সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্কের জন্য জারি করা এক নির্দেশিকায় সম্প্রতি এ কথা জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
|
রাজ্যের বাজারে নতুন চিজ বিস্কুট নিয়ে এল ইওর্স ফুড। নাম ‘চিজার্স’। ১৫০ গ্রামের কৌটোয় এই বিস্কুট পাওয়া যাবে। সংস্থা জানিয়েছে, আগামী দিনে ধাপে ধাপে গোটা পূর্ব ভারতের বাজারেই চিজার্স আনার পরিকল্পনা রয়েছে তাদের।
|
• গন্তি মূর্তি আইডিবিআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডে নিশ্চিত আয়ের প্রকল্প বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন।
• রাজেশ ঘোনাস্গি কুইক হিল টেকনোলজিস-এর চিফ ফিনান্সিয়াল অফিসার নিযুক্ত হয়েছেন। |