গোঘাটের গ্রামে পোলিওর বদলে হেপাটাইটিস-বি টিকা খাওয়ানোর ঘটনায় তদন্ত কমিটি গড়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ওই কমিটির রিপোর্ট জমা পড়েছে বলে জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত ১৫ সেপ্টেম্বর, ঘটনার দিনই পাঁচ স্বাস্থ্যকর্মী এবং এক আইসিডিএস কর্মীকে সাসপেন্ড করেন হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক তনিমা মণ্ডল। শুক্রবার মহাকরণে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, যে জায়গা থেকে পোলিও টিকা নিয়ে আসার কথা ছিল, ওই স্বাস্থ্যকর্মীরা তা আনেনি। ভুল টিকা নিয়ে এসে শিশুদের খাইয়ে দেন। মন্ত্রী বলেন, “শিশুরা সুস্থ আছে।”
|
কলকাতা থেকে আগরতলাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ হাজার বোতল কাশির ওষুধ আটক করেছে ধুবুরির পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই ওষুধের প্রয়োজনীয় নথি ট্রাক না থাকাতেই সেগুলি আটক করা হয়েছে। খোলা বাজারে চড়া দামে বিক্রির জন্যই ওষুধগুলি পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানায়।
|
দৃষ্টি-সমস্যা থাকা পড়ুয়াদের নিয়ে শিবির আয়োজন করল সর্বশিক্ষা মিশন। সম্প্রতি মালবাজারের সুভাষিণী উচ্চ বালিকা বিদ্যালয়ের রবীন্দ্র মঞ্চে শিবিরটি হয়। শিবিরে মালবাজার সার্কেলের ১৫০ ছাত্র ছাত্রী অংশ নেয় বলে মিশন সূত্রে বলা হয়। |