রাজ্যকে নালিশ কাউন্সিলরদের |
শিলিগুড়ি পুরসভার ১৬ সেপ্টেম্বরের মাসিক সভা অবৈধ জানিয়ে ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে চিঠি পাঠালেন তৃণমূল কাউন্সিলররা। শুক্রবার রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরে চিঠি পাঠিয়েছেন তৃণমূলের কাউন্সিলররা। তাঁদের দাবি, রাজ্যের পুর দফতর থেকে মুলতুবি সভা না করেই কেন মাসিক সভা করা হচ্ছে তা জানতে চেয়ে পুর কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার পরেও, বামেদের সমর্থনে নিয়ে মাসিক সভার কাজ পরিচালনা করেছে কংগ্রেসি বোর্ড। তৃণমূলের কাউন্সিলর কৃষ্ণ পালের অভিযোগ, “সরকার চিঠি দিয়ে কারণ জানতে চেয়েছে, অথচ পুর কর্তৃপক্ষ সেই চিঠির কোনও উত্তর না দিয়ে অবৈধ ভাবে মাসিক সভা করেছে। আমরা পুরো বিষয়টি জানিয়ে ফের পুর দফতরে চিঠি পাঠিয়েছি। রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নেবে।” মেয়র গঙ্গোত্রী দত্তের দাবি, “নিয়ম মেনে সভা করা হয়েছে। সভার সমস্ত বিষয় জানিয়ে আমরা রাজ্য সরকারকে আগেই চিঠি পাঠিয়ে দিয়েছি। আইন ভেঙে কোনও কাজ করা হয়নি।”
|