টুকরো খবর |
রেশন ডিলারদের অনিয়মের বিরুদ্ধে অভিযান
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
রেশন ডিলারদের হরেক অনিয়মের বিরুদ্ধে অভিযানে নামল জেলা খাদ্য ও সরবরাহ দফতর। চলতি বছরের অগস্ট পর্যন্ত ৭৯২টি রেশন দোকান পরিদর্শন করেছেন দফতরের কর্মীরা। অনিয়মের অভিযোগে ১৯৬ জন ডিলারকে শো-কজ করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে আড়াই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গুরুতর অনিয়মের অভিযোগে ৩ জন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। জেলার খাদ্য ও সরবরাহ দফতরের আধিকারিক অসীম নন্দী বলেন, “দুর্নীতি প্রমাণিত হয়েছে এমন ডিলারদের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।” রেশন ডিলারদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ উঠছে? দফতরের এক কর্তা জানাচ্ছেন, কেউ বা দোকানের সামনে সাইনবোর্ড টাঙান না, কোনও কোনও ডিলার সাইনবোর্ডে মালের হিসেব লেখেন না। এছাড়াও খেয়ালখুশি মত দোকান খোলা, খোলা বাজারে মাল বিক্রি, ওজনে কারচুপি বা স্টকে গড়মিলেরও তদন্ত করা হচ্ছে। রেশন ডিলারদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই লঘু পাপে গুরু দণ্ড দেওয়া হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের নদিয়া জেলা কমিটির সম্পাদক রেজাউল করিম বলেন, “আমরা প্রশাসনের কাজকে সমর্থন করছি। কিন্তু বহু ক্ষেত্রে ছোটখাটো ভুলে বড় শাস্তি দেওয়া হচ্ছে।” আলোচনায় বসব।” রেশন ডিলাররা যাই বলুন অভিযান যে থামবে না সেটা পরিষ্কারই জানাচ্ছেন খাদ্য সরবরাহ দফতরের কর্তারা।
|
তরুণীকে গণধর্ষণ, অধরা অভিযুক্তেরা
নিজস্ব সংবাদদাতা • কালীগঞ্জ |
এক তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী চার যুবকের বিরুদ্ধে। বুধবার কালীগঞ্জের ওই ঘটনার পর বৃহস্পতিবার রাতে তরুণী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। শুক্রবার ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর দুয়েক আগে ওই তরুণীর বিয়ে হয় পটনায়। স্বামী কর্মসূত্রে হায়দরাবাদে থাকেন। তাই ওই তরুণী তাঁর বাবার বাড়িতেই থাকতেন। ঘটনার দিন ওই তরুণী ও তাঁর ভাই বাড়িতে ছিলেন। বাবা ও মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, গভীর রাতে গ্রামেরই চার যুবক ওই তরুণীকে পাশের ফাঁকা মাঠে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পাশের ঘরে ভাই থাকলেও বিশ্বকর্মা পুজো উপলক্ষে তারস্বরে বাজতে থাকা মাইকের আওয়াজে তিনি কিছুই শুনতে পাননি। বৃহস্পতিবার ভোরে গঙ্গার পাড় থেকে অচৈতন্য অবস্থায় তরুণীকে উদ্ধার করেন এলাকার মানুষ।
|
ট্রান্সফর্মার খারাপ, কুড়ি দিন ধরে অন্ধকারে ছোট নলদহ
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
ট্রান্সফর্মার পুড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তেহট্টের ছোট নলদহের বিস্তীর্ণ এলাকার মানুষ। সেচের অভাবে শুকিয়ে যাচ্ছে প্রায় ৩০ একর জমির ধান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিন কুড়ি আগে ট্রান্সফর্মারটি খারাপ হয়ে গিয়েছে। বহুবার বিদ্যুৎ দফতরে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু সমস্যার কোনও সুরাহা হচ্ছে না। ছোট নলদহের দেবাশিস সরকার, তড়িৎ বিশ্বাস, তুষার মণ্ডলরা সমস্বরে জানাচ্ছেন, “সেচের অভাবে মাঠের ধান শুকিয়ে যাচ্ছে। সন্ধ্যার পর ছেলেমেয়েদের পড়াশোনায় অসুবিধা হচ্ছে। বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে রয়েছে মাঠের অগভীর নলকূপগুলো। ” স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক কামরুজ্জামান বলেন, “টানা এতদিন ধরে বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্যকেন্দ্রে এসে রোগীরাও সমস্যায় পড়ছেন। আমরাও সমস্যার কথা বিদ্যুৎ দফতরে জানিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত অবস্থার কোনও পরিবর্তন হয়নি।” বিদ্যুৎ বন্টন দফতরের তেহট্টের ডিভিসনাল ম্যানেজার সুশান্ত হাজরা বলেন, “দ্রুত ওই সমস্যার সমাধান করা হবে।”
|
শিক্ষকের প্রয়াণ
নিজস্ব সংবাদদাতা • বহরপুর |
শিক্ষক কাজি আলি আফসার শুক্রবার সকালে বহরমপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বহরমপুর কৃষ্ণনাথ কলেজের অংকের শিক্ষক ওই কলেজেরই ছাত্র ছিলেন। তিনি বহরমপুর শহরে ‘অঙ্কের জাহাজ’ নামে পরিচিত ছিলেন। শহরের গোরাবাজার এলাকার বারো বিঘা কবরখানায় তাঁর মরদেহ সমাধিস্থ করা হয়।
|
কলেজ ছাত্র ধৃত
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে শুক্রবার এক কলেজ পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সুভাষ দাস সুতির নতুন পারুলিয়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, স্থানীয় দশম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সুভাষ। পরে সে বিয়ে করতে অস্বীকার করায় থানায় অভিযোগ জানায় ওই ছাত্রী।
|
ধৃত ছিনতাইকারী
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। ভরতপুরের সিজগ্রামের বাবু শেখ নামে ওই যুবককে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে কান্দি বাসস্ট্যান্ড চত্বরে এক যাত্রীর গলা থেকে গয়না ছিনতাইয়ের সময় ধরা পড়ে যায় ওই যুবক।
|
আগুনে পুড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে সাকিলা খাতুন (১৭) নামে এক কিশোরীর। তার বাড়ি লালগোলার ফতেপুরে। বুধবার বাড়িতে রান্না করার সময় তার গায়ে আগুন লেগে যায়। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে মারা যায় সাকিলা।
|
নেতার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
সিপিআইএর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অসীম চক্রবর্তীর (৬৮)ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে অসীমবাবুর বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়। অসীমবাবুর ছেলে ও স্ত্রী আগেই মারা গিয়েছেন। ফলে বাড়িতে তিনি একাই থাকতেন। পুলিশের অনুমান অবসাদে আত্মাঘাতী হয়েছেন অসীমবাবু।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বেপরোয়াভাবে ছুটে চলা এক মোটরবাইক রাস্তার ডিভাইডারে ধাক্কা মারলে মৃত্যু হয় চালক সহদেব মণ্ডলের (২৪)। জখম আরোহী দীপঙ্কর সরকারকে বেনিয়াগ্রাম ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি সামসেরগঞ্জের লালপুরে। |
|