|
|
|
|
টুকরো খবর |
কুকুর ‘হত্যায়’ গ্রেফতার এক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
রাতে কেউ এক জন বাড়িতে ঢুকতে যাচ্ছেন দেখে এক নাগাড়ে ডেকে যাচ্ছিল কুকুরটি। অভিযোগ, তাই ঢিল ছুড়ে কুকুরটিকে মেরে ফেললেন ওই অনুপ্রবেশকারী। বৃহস্পতিবার, লেক অ্যাভিনিউয়ে। পুলিশ জানায়, এই ঘটনায় গ্রেফতার হন রতন চক্রবর্তী নামে ওই ব্যক্তি। তিনি ওই বাড়ির গাড়ির চালক। নিরাপত্তারক্ষী সুপ্রকাশ আরি জানান, বাধা দিতে গেলে রতন তাঁকেও মারধর করেন। এর পরেই টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। এই ঘটনাকে ঘিরে এ দিন ডিসি (সাউথ) মুরলিধর শর্মার অফিসে স্মারকলিপি দিতে যান দেবশ্রী রায়। তিনি বলেন, “ময়না-তদন্ত হোক। অভিযুক্তকে আদালতে পেশ করে পশুহত্যার উপযুক্ত শাস্তি দেওয়া হোক।” ডিসি বলেন, “তদন্ত করে দেখা হচ্ছে।”
|
বিতর্কে অসমের দুই মন্ত্রী |
চোরাশিকার নিয়ে রাজ্যের দুই মন্ত্রীর কাজিয়া প্রকাশ্যে চলে এল। বনমন্ত্রী শিক্ষা-স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ করলেন, “গন্ডার হত্যার পিছনে কে আছে আপনি জানেন। তাই চোরাশিকার ঠেকাতে আপনার সাহায্য দরকার।” কাজিরাঙায় নাগাড়ে চলতে থাকা গন্ডার শিকার প্রসঙ্গে শিক্ষা-স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও বনমন্ত্রী রকিবুল হুসেনের ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত টুইটারে। রকিবুল টুইটারে মন্তব্য করেন, “গন্ডার মারা যাওয়ার খবর বনকর্মীরা জানবার আগেই গুয়াহাটির একটি বিশেষ চ্যানেল জেনে যায়।” হিমন্ত মন্তব্য করেন, তিনি এতদিন ধরে এত জনকে সাহায্য করছেন, গন্ডার বাঁচাতে রকিবুলকে সাহায্য করতে প্রয়োজনে জীবনও দেবেন। |
|
|
|
|
|