টুকরো খবর
জালে আটকে মৃত্যু মৎস্যজীবীর
নদীর চরে আটকে যাওয়া জাল ছাড়াতে গিয়ে তাতে জড়িয়েই মৃত্যু হল এক মৎস্যজীবীর। বৃহস্পতিবার সন্দেশখালির দ্বারিক জঙ্গলে কর্ণখালি নদীতে মাছ ধরার সময় মারা যান হাসান মোল্লা (৪৬)। তাঁর বাড়ি স্থানীয় খুলনার ঢোলখালি গ্রামে। দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই দিন সকাল ১১টা নাগাদ কয়েকজনের সঙ্গে নদীর চরে মাছ ধরছিলেন হাসান। জাল টানার সময় হঠাৎই তা আটকে গেলে জাল ছাড়ানোর জন্য নদীতে ডুব দেন তিনি। কিন্তু তারপর আর ওঠেননি। নদীতে জোয়ার এসে যাওয়ায় অন্যরা জলে নেমে খোঁজাখুঁজি করতে পারেননি। জোয়ার নেমে গেলে দেখা যায় জালেই আটকে মারা গিয়েছেন হাসান।

মুম্বই রোড সম্প্রসারণের কাজ বন্ধ, ঠিকা
সংস্থার কর্মীদের বিক্ষোভ মেটেনি এখনও
মুম্বই রোড সম্প্রসারণের দায়িত্বপ্রাপ্ত মূল ঠিকা সংস্থার শ্রমিক কর্মীদের অবস্থান-বিক্ষোভ জারি রইল শুক্রবারও। যার জেরে দিনভর কাজকর্ম হয়নি। এ দিন দুপুরে ঠিকা সংস্থার উলুবেড়িয়ার আঞ্চলিক দফতরে আসেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের কলকাতা ইউনিটের প্রকল্প অধিকর্তা শিবা কুমার কুশওয়াহা। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন তিনি। কিন্তু কোনও সমাধানসূত্র বেরোয়নি। পরিচয়পত্র, ইএসআইয়ের সুবিধা, সংস্থার নিয়োগপত্র-সহ বিভিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে কাজ বন্ধ করে আন্দোলনে নেমেছেন ওই ঠিকা সংস্থার শ’তিনেক কর্মী। কুশওয়াহা বলেন, “শ্রমিক-কর্মচারীরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। ওঁদের কিছু দাবি রয়েছে। আলোচনার মাধ্যমে তা মেটাতে হবে। আগামী দিনে ওই ঠিকা সংস্থা ও শ্রমিক কর্মচারীদের নিয়ে আরও আলোচনা হবে।” ঠিকা সংস্থার জনসংযোগ আধিকারিক প্রদীপ মুখোপাধ্যায় বলেন, “নাসিকে আমাদের সংস্থার সদর দফতরে জানানো হয়েছে। আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।”

সিপিএম নেতাকে মারধর
সিপিএম নেতা তথা সদ্য প্রাক্তন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটে গোঘাটের মদিনায়। সৈয়দ মহম্মদ ইয়াসিন নামে জখম ওই নেতাকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে তারা যুক্ত নয় বলে দাবি তৃণমূলের। লিখিত অভিযোগ চাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে নিজের খেতে গিয়েছিলেন ইয়াসিন। পৌনে ১টা নাগাদ জনা দ’শেক যুবক লাঠি-রড নিয়ে আক্রমণ চালায় তাঁর উপরে। ইয়াসিন বলেন, “প্ররোচনা ছাড়াই তৃণমূলের ছেলেরা মারল।” এর আগেও ইয়াসিনকে একাধিকবার শাসানো হয়েছে বলে অভিযোগ। যদিও এ বারও জেলা পরিষদে প্রার্থী হন তিনি। তারপর থেকেই তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। সিপিএমের গোঘাট জোনাল কমিটির সম্পাদক অরুণ পাত্র বলেন, “এ ধরনের ঘটনায় প্রতিক্রিয়া জানাতেও রুচিতে বাধে। স্রেফ সিপিএম করার অপরাধে মার খেতে হচ্ছে।” অন্য দিকে, গোঘাটের তৃণমূল নেতা প্রদীপ রায় বলেন, “মারধরের সঙ্গে আমাদের দলের কোনও যোগ নেই। ব্যাক্তিগত আক্রোশে ঘটনাটি ঘটেছে।”

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে প্রহৃত মহিলারা
বৃহস্পতিবার রাতে গোঘাটের সুন্দরপুর দাসপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মহিলাদের মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত এক বালিকা-সহ ৫ জন মহিলাকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূল নেতা তথা পশ্চিমপাড়া পঞ্চায়েতের উপপ্রধান ফজলুল হকের অভিযোগ, “আমাদেরই দলের শেখ ফরিদ খানের দুর্নীতি ও সন্ত্রাসে জেরবার হয়ে বেশ কিছু মানুষ তাঁর উপরে আস্থা হারিয়েছেন। সেই ক্ষোভেই বাড়িতে ঢুকে পুরুষদের না পেয়ে মেয়েদের মারধর করেছে। বিষয়টা ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি।” ফরিদ খানের বক্তব্য, “মিথ্যা অভিযোগ। পারিবারিক বিবাদ থেকে মারপিট হয়েছে।”

সিঙ্গুরে কনস্টেবলকে মার পুলিশকর্তার
কামারকুণ্ডুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন হুগলি পুলিশের এক কনস্টেবলকে চড় মারার অভিযোগ উঠল রাজ্য পুলিশের এক কর্তার বিরুদ্ধে। ওই কনস্টেবল শুক্রবার কামারকুণ্ডু রেলগেটে কর্তব্যরত ছিলেন। কিন্তু কর্তব্যে গাফিলতি করে তিনি বসে ছিলেন, এই অভিযোগ তুলে তাঁকে ওই পুলিশকর্তা চড় মারেন বলে অভিযোগ। ওই কনস্টেবল কামারকুণ্ডু রেল পুলিশের কাছে অভিযোগ করেছেন। তাঁর সহকর্মীদের দাবি, অসুস্থ হয়ে পড়ায় কনস্টেবল বলে পড়েছিলেন। ওই ঘটনার আগে জেলা পুলিশের এক ডিএসপিকেও ওই পুলিশকর্তা মারেন বলে অভিযোগ। জেলা পুলিশের এক কর্তা বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

ছাত্র পরিষদ ছেড়ে টিএমসিপিতে যোগ
হাওড়ার পাঁচলা গঙ্গাধরপুর মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের বেশিরভাগ সদস্য যোগ দিলেন টিএমসিপিতে। ৩২ বছর ধরে এখানে ছাত্র সংসদ ছাত্র পরিষদের দখলে। শুক্রবার কলেজ গেটে সভায় ছাত্রসংসদের ৩৮ জন প্রতিনিধির ২৬ জনই যোগ দেন টিএমসিপিতে। উপস্থিত ছিলেন মন্ত্রী ও জেলা তৃণমূল সভাপতি অরূপ রায়, জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অনুপম ঘোষ। ছাত্র পরিষদের অভিযোগ, পাঁচলা কলেজে তাঁদের ভয় ও প্রলোভন দেখিয়ে দলবদল করানো হয়েছে। অভিযোগ মানেনি টিএমসিপি।

দুর্ঘটনায় মৃত্যু
হাওড়ার কাউস ঘাট রোডে গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম ইসরাত আলি (৪০)। তিনি ওই এলাকারই বাসিন্দা। শুক্রবার রাতে ডিম বিক্রি করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। তখন একটি গাড়ি ধাক্কা মারে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.