|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
নিসর্গের প্রচ্ছন্ন আভাস |
মৃণাল ঘোষ |
সম্প্রতি জেনেসিস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল অনির্বাণ ঘোষের জলরঙে আঁকা ১২টি ছবি নিয়ে একক প্রদর্শনী। অনির্বাণ অনেক দিন থেকে বিমূর্ত কেন্দ্রিক এক বিশেষ ধরনের রূপকল্প নিয়ে চর্চা করছেন যার প্রকাশভঙ্গি অভিব্যক্তিবাদী বিমূর্ততার কাছাকাছি। |
|
কখনও কখনও তাতে নিসর্গের প্রচ্ছন্ন আভাস থাকে। এ বারের দু’টি ছবিতে মানব-অবয়বও এসেছে। বাকি ছবি সম্পূর্ণ নিরবয়ব, বিভিন্ন বর্ণ-পরিসরের পারস্পরিক সংঘাত ও সমন্বয় থেকে গড়ে ওঠা। সাঙ্গীতিক বিমূর্ততাকে দৃশ্যরূপবদ্ধ করার প্রয়াস আছে তাঁর। শুধু প্রয়োজন আবেগের উপর মেধা বা বোধের আর একটু নিয়ন্ত্রণ।
|
প্রদর্শনী
চলছে
সিমা: ‘আর্ট ইন লাইফ ২০১৩’ ১০ অক্টোবর পর্যন্ত।
অ্যাকাডেমি: স্বকুশা কাল শেষ। রণিত দত্ত কাল শেষ।
গগনেন্দ্র প্রদর্শশালা: অন্তরা, সুমিতা প্রমুখ ২৪ পর্যন্ত।
টার্কিস সেন্টার: ববিতা দাস ২৪ পর্যন্ত।
কেমোল্ড: ‘অ্যাবসলিউট ক্যানভাস’ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
গ্যালারি ৮৮: গোবর্ধন ২৮ পর্যন্ত। |
|