টুকরো খবর
পুজোয় নতুন
ছবি: দীপঙ্কর ঘটক।
লাভা, লোলেগাঁও পরিচিত। ডেলো, ঋশপও বহু দিন ধরে উল্লেখ্যযোগ্য। এ বার পুজোয় ভিড় কাড়তে তৈরি হচ্ছে, কিছুটা অপরিচিত ঝান্ডি। গরুবাথান থেকে ১৫ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম গ্রাম ঝান্ডি। গ্রামের চারপাশে পাইনের ঘন বন। গ্রামে দেখা যায় গ্রীন ম্যাগপাই, ৰেডবিল লিওথ্রাক্স, ব্লু হইসেলিং, রুফোস সিবিয়া, ব্লু উইন্ড সিভার মতো পাখি। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চজঙ্ঘার দেখা মিলবেই বলে জানান বাসিন্দারা। গ্রামে রয়েছে লেপচা রাজার দুর্গও। আনুমানিক ষোড়শ শতকের দুর্গ নিয়ে অনেক কাহিনি গ্রামে প্রচলিত। ডুয়ার্সের ডামডিম কিমবা মালবাজার থেকে গরুবাথান হয়ে ফাগুর পথে ১৫ কিমি গেলেই ঝান্ডিতে পৌঁছনো যাবে। স্থানীয় বাসিন্দা রুস্তম খেরিয়া বলেন, “আমাদের উদ্যোগেই রিসর্ট তৈরি হয়েছে। আশা করছি পুজোর সময়ে পর্যটকদের কাছে আমাদের গ্রাম জনপ্রিয়তা পাবে।”

কৃষ্ণনগরকে সাজতে উদ্যোগ
আগেই নদিয়ার মায়াপুর, বেথুয়াডহরি ও পলাশিকে সাজাতে পর্যটন দফতর পরিকল্পনা নিয়েছিল। এ বার জেলা সদরকে আকর্ষণীয় করে তুলতে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করল পর্যটন দফতর। জেলা প্রশাসনের এক কর্তা জানাচ্ছেন, তিনটি পর্যায়ে সম্পন্ন হবে শহর সাজানোর কাজ। ইতিমধ্যে প্রথম পর্যায়ের ১ কোটি ৬০ লক্ষ টাকা এসে গেছে। কীভাবে সাজবে মহারাজ কৃষ্ণচন্দ্রের শহর? মূল শহরের ঢোকার মুখে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে পিডব্লিউডি মোড়ে তৈরি হবে সুদৃশ্য তোড়ণ। সেই তোড়নের গায়ে সাঁটানো থাকবে জেলার পর্যটন মানচিত্র আর দর্শনীয় স্থানগুলির সংক্ষিপ্ত বিবরণ। পর্যটকদের বিশ্রামের জন্য শঙ্কর মিশন পাড়ায় গড়া হবে ত্রিকোণ পার্ক। জাতীয় সড়কের পাশের স্টলে মিলবে শান্তিপুরের শাড়ি, কৃষ্ণনগরের মাটির পুতুল। কৃষ্ণনগর পুরসভার পুরপ্রধান অসীম সাহা বলেন, “আমরা খুশি। আমরাই প্রকল্পটি বানিয়ে জেলা প্রশাসনকে দিয়েছিলাম।” জেলা শাসক পি বি সালিম বলেন, “প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য দ্রুত কাজ শুরু হবে।”

ক্ষুদ্র চাষিদের নতুন সংগঠন
লাটাগুড়িতে তোলা নিজস্ব ছবি।
ক্ষুদ্র চা চাষিদের সংগঠন তৈরি হল ডুয়ার্সের লাটাগুড়িতে। শুক্রবার লাটাগুড়ির একটি রিসর্টে আয়োজিত সভায় লাটাগুড়ি স্মল টি প্রজোক্ট সোসাইটি নামে সংগঠন তৈরি হয়েছে। সংগঠনের সম্পাদক প্রাণতোষ কর এবং সদস্য বাপি চন্দ জানান, “সোসাইটিতে মোট ৮৫ জন সদস্য যুক্ত হয়েছেন। ছোট চা শিল্পের পাতা বিক্রি ব্যবস্থার উপর সরকারি নজরাদারি বাড়ানোর পাশাপাশি দালালচক্রের অবসান ঘটানোই উদ্দেশ্য।” সমবায়ের মাধ্যমে নিজস্ব চা কারখানা গড়ে তুলতে সরকারি সাহায্যও চেয়েছে সংগঠন।

টাওয়ার ইনফোটেকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
অর্থলগ্নি সংস্থা ‘টাওয়ার ইনফোটেক’-এর বিরুদ্ধে সেবি-কে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আরও নির্দেশ, সংস্থা বাজার থেকে আর টাকা তুলতে বা সম্পত্তি হস্তান্তর করতে পারবে না। ব্যাঙ্ক থেকেও টাকা তুলতে বা জমা দিতেও পারবে না সংস্থা। শুক্রবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সংস্থাকে ২০১১-’১২ এবং ২০১২-’১৩ সালের হিসাবপত্র হাইকোর্টে জমা দিতেও বলেছেন।

অলকেমিস্ট নিয়ে
অলকেমিস্ট হোল্ডিংস এবং তার ৭ জন ডিরেক্টরকেও লগ্নিকারীদের কাছ থেকে আর টাকা তুলতে এবং তহবিল বা সম্পত্তি হস্তান্তর করতে নিষেধ করল সেবি। অলকেমিস্ট ইনফ্রা রিয়্যালটির বিরুদ্ধে জুনে একই নির্দেশ দেয় সেবি।

ব্যাঙ্ক ধর্মঘট ২৫শে
ব্যাঙ্ক কর্মচারীদের দু’টি বড় সংগঠনের ধর্মঘটের ডাকে আগামী ২৫ সেপ্টেম্বর, বুধবার দেশ জুড়ে অচল হতে পারে ব্যাঙ্ক পরিষেবা। ব্যাঙ্ক সংযুক্তিকরণের চেষ্টা, আউটসোর্সিং এবং সামগ্রিক ভাবে বেসরকারিকরণের উদ্যোগের বিরুদ্ধে ওই দিন সব রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে ধর্মঘট ডেকেছে বেফি এবং এআইবিইএ। এআইটিইউসি-র সাধারণ সম্পাদক গুরুদাস দাশগুপ্ত জানিয়েছেন, ১১টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নই একে সমর্থন করছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.