রাজবংশী ছবির উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
রাজবংশী ছবি তৈরিতে উদ্যোগী হয়েছেন কোচবিহারের তুফানগঞ্জের একদল বাসিন্দা। ৬২-র প্রবীণ ব্যবসায়ী ছত্রনাথ সরকার থেকে প্রাথমিক স্কুল শিক্ষক কমলেশ ডাকুয়া, অভিনেতা বাদল দাস মিলে এ উদ্যোগ নিয়েছেন। এ দিন, শুক্রবার বেনফিসের অতিথি নিবাসে সাংবাদিক বৈঠক করে তাঁরা ওই ছবি তৈরির আনুষ্ঠানিক ঘোষণা করেন। অনুষ্ঠানে কোচবিহারের জেলা পরিষদের সভাধিপতি পুষ্পিতা ডাকুয়া, রাজবংশী আকাদেমির চেয়ারম্যান প্রসেনজিৎ বর্মন সহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা জানান, সিনেমার নাম ঠিক হয়েছে ‘সোনালি স্বপ্ন’। মোবাইলে মিসড কলের সূত্র ধরে দুই তরুণ তরুণীর প্রেমের সম্পর্কের টানাপড়েন নিয়েই সিনেমার গল্প বলে জানানো হয়েছে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানানো হয়েছে।
|
যাত্রা-দর্পণ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতার নতুন যাত্রাপালাগুলি নিয়ে একটি পুস্তিকা তৈরি করেছে যুবকল্যাণ দফতর। দলের নাম, ফোন নম্বর, অভিনেতা, অভিনেত্রীদের ছবি-সহ ‘যাত্রা-দর্পণ’ নামে ওই পুস্তিকাটি পাঠানো হচ্ছে প্রতিটি জেলায়। দফতরের মন্ত্রী তথা যাত্রা অ্যাকাডেমি চেয়ারম্যান অরূপ বিশ্বাস শুক্রবার মহাকরণে জানান, প্রত্যেক জেলাশাসক, বিধায়ক, সাংসদের কাছেও পুস্তিকাটি পাঠানো হয়েছে। এর ফলে জেলায় কোনও যাত্রাপালা আয়োজনের প্রয়োজন হলে দলগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সুবিধা হবে।
|
খবর পেয়েছিলেন, ৯০ বছরের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার মারা গিয়েছেন। সঙ্গে সঙ্গে শোক প্রকাশ করে টুইটও করেন অনুরাগ কাশ্যপ। পরে ভুল বুঝতে পেরে মুছেও দেন শীঘ্র। বলেন, “দিলীপ সাহাবকে নিয়ে ওই টুইটের জন্য ক্ষমা চাইছি।” এ দিন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু বলেন, “সুস্থ হচ্ছেন উনি। উঠে বসেছেন। চা-ও খেয়েছেন।”
|
‘সত্যমেব জয়তে’-র জন্য আমির খানকে এ বার সম্মান জানাবে আমেরিকার একটি সংবাদ মাধ্যম। সামাজিক সমস্যা সামলাতে সংবাদ মাধ্যমের হাতে যে একটা বিশাল ক্ষমতা রয়েছে, সে বিষয়টিকে তুলে ধরতেই এই পুরস্কার। |