ধর্ষণের ‘চেষ্টা’, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
এক বধূকে ধর্ষণের চেষ্টা, তাঁর পরিবারের লোকজনকে মারধর ও দোকান ভাঙচুরে অভিযুক্তদের শাস্তির দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীদের একাংশ। শুক্রবার বিকেল ৫টা নাগাদ ময়ূরেশ্বর থানা এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে স্বামী বিচ্ছিন্না ওই বধূটি প্রাতকৃত্যের জন্য মাঠে যান। সেই সময় তাঁকে পাশের গ্রামের এক যুবক তাঁকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। বধূটির চিৎকার শুনে গ্রামবাসীরা যুবকটিকে ধরে মারধর করে পুলিশে হাতে তুলে দেন। কিন্তু যুবকটি গ্রামের লোকজন নিয়ে এসে পাল্টা হামলা চালায় বলে অভিযোগ। এর পরেই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বরুটিয়া বাসস্ট্যান্ড লাগোয়া সিউড়ি-বহরমপুর সড়কে অবরোধ শুরু হয়। মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে দাবি অভিযুক্তদের। পুলিশ জানিয়েছে, ঘটনার যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
|
উপসমিতিতে জয়ী বামফ্রন্ট
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
তৃণমূলের সমর্থনে কংগ্রেসের প্রধান নির্বাচিত হলেও শুক্রবার উপসমিতি গঠনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল বামফ্রন্ট। নলহাটি থানার বাউটিয়া পঞ্চায়েতের ঘটনা। বামফ্রন্ট এদিন ওই পঞ্চায়েতের ৪টি উপসমিতির ৮টি পদ দখল করল। ১৫ আসনের বাউটিয়া পঞ্চায়েতে দলগত অবস্থান সিপিএম ৫, তৃণমূল ৫, কংগ্রেস ২, ফব ২ এবং নির্দল ১। এ ছাড়া, পঞ্চায়েত সমিতির তিনটি আসন সিপিএম পায়। এদিকে, কংগ্রেস এবং তৃণমূল সদস্যরা নির্দলকে সঙ্গে নিয়ে প্রধান, উপপ্রধান হয় কংগ্রেসের। কিন্তু উপসমিতি নির্বাচনে এ দিন বামফ্রন্টের ৭ জন পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির ৩ সদস্যের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বাম সদস্যরা। উপসমিতি গঠনে পরিচালনার দায়িত্বে ছিলেন, নলহাটি ১ ব্লকের সমবায় পরিদর্শক অনুপ বসাক। তিনি জানান, প্রধান ও উপপ্রধানকে নিয়ে ১২ জন সদস্য উপস্থিত ছিলেন। বাকি ৬ জন সদস্য পঞ্চায়েতে এলেও উপসমিতি গঠনের সময় উপস্থিত ছিলেন না।
|
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মধ্যে মারামারির ঘটনা ঘটল নলহাটির হরিদাসপুর গ্রামে। বুধবার ঝামেলাটি হয় হরিদাসপুর ও লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মধ্যে। বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের কয়েকজন যুবক হরিদাসপুর গ্রামের এক যুবককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে ফের অভিযোগ হয়। প্রতিবাদে শুক্রবার হরিদাসপুর গ্রামে বন্ধ পালন করেন গ্রামবাসীদের একাংশ। পুলিশি আশ্বাসে স্কুল, ব্যাঙ্ক, পঞ্চায়েত অফিস খোলা হয়। |