গত ১৭ সেপ্টেম্বর গয়ার ধোবি থানার আমরুতপুরে মাও হামলার পরে আজ ফের বিহারের জামুইতে সিআরপিএফ ক্যাম্পে হামলা চালাল মাওবাদীরা। পুলিশ সূত্রে খবর, সিআরপিএফের একটি নির্মীয়মাণ ক্যাম্পে বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। জামুইয়ের তিনটি এলাকাতেও হামলার খবর পাওয়া গিয়েছে। এসটিএফের একটি টহলদারি ভ্যানেও মাওবাদীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় মৃত্যু হয়েছে এক এসটিএফ জওয়ানের। আশঙ্কাজনক অবস্থায় পটনা হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও দুই এসটিএফ জওয়ানকে। পুলিশ সূত্রে খবর, লালদহিয়ায় একটি বেসরকারি মোবাইল কোম্পানির ভ্যানেও হামলা চালিয়েছে মাওবাদীরা।
|
সুপ্রিম কোর্টের রায়ে ‘অস্বস্তিতে’ লক্ষ্মণ শেঠ |
নন্দীগ্রাম মামলার রায়দানে ফের অস্বস্তিতে লক্ষ্মণ শেঠ। পুলিশ সূত্রে খবর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া এই চার জেলায় লক্ষ্মণ শেঠের অনুপ্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে শীর্ষ আদালত। শুধুমাত্র মনোনয়ন পেশের জন্য একদিন নিজের কেন্দ্রে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রতিদিনই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি। আগামী ছ’মাসের মধ্যে দায়রা আদালতে বিচারপক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। প্রতি শুক্রবার ভবানী ভবনে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মণবাবু প্রচারে বেরোতে পারবেন কি না তা মনোনয়ন পেশের পরেই ভেবে দেখবে শীর্ষ আদালত।
|
হলদিয়া পুরসভা হাতছাড়া বামেদের |
তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যাওয়ায় আজ হলদিয়া পুরসভা হাতছাড়া হল বামেদের। পুরসভা সূত্রে খবর, বর্তমান পুরবোর্ডের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে চোদ্দ-এগারো ভোটে জয় হল তৃণমূলের। ভোটদানে অনুপস্থিত ছিলেন সিপিএমের এক কাউন্সিলর দুলাল জানা। অন্যদিকে অনাস্থা প্রস্তাবে তৃণমূলের হয়ে ভোটদান করেন সিপিএম কাউন্সিলর বিকাশ জানা ও গোপাল দাস এবং সিপিআই কাউন্সিলর সুখদেব দলুই। বাম পরিচালিত পুরবোর্ডের চেয়ারম্যানের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল। তৃণমূল সূত্রে খবর, ১৫ দিনের মাথায় বৈঠক ডাকার কথা থাকলেও তা ডাকেননি চেয়ারপার্সন তমালিকা পণ্ডা শেঠ। এরপরই তলবি সভা ডাকে তৃণমূল। আজ এই সভায় অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়। পুরসভা সূত্রে খবর, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হবে। |