সংখ্যালঘু সম্মেলনে
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
ইমাম এবং মোয়াজ্জিমদের ভাতা জারি রাখার দাবি উঠল ইমাম ও মোয়াজ্জিম কল্যাণ পরিষদের উত্তরবঙ্গ সম্মেলনে। বুধবার জলপাইগুড়ির রবীন্দ্রভবনে সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি ইদ্রিশ আলি। হাইকোর্টের নির্দেশে ইমাম ও মোয়াজ্জিমদের ভাতা বন্ধের নির্দেশ দিয়েছে। ইদ্রিশ আলি জানান, যে ভাবেই হোক, সরকার ইমাম ও মোয়াজ্জিমকে ভাতা দিতে বদ্ধপরিকর। সভায় প্রদেশ তৃণমূল সম্পাদক কল্যাণ চক্রবর্তী, জেলা তৃণমূল সংখ্যালঘু সেল সভাপতি নাসির আহমেদ ছিলেন।
|
স্কুলে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
একাদশ এবং দ্বাদশ শ্রেণির একটা, দু’টো ক্লাস হচ্ছে। ছুটিরও নির্দিষ্ট সময় নেই। স্কুলের কোন কর্মী এসে জানিয়ে দিলেই বাড়ি চলে যায় ছাত্ররা। দীর্ঘ কয়েক মাস থেকে এই অবস্থা চলছে শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে। বুধবার স্কুলের অচলাবস্থা কাটানোর দাবিতে এক ঘণ্টা দায়িত্বে থাকা শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদের সদস্যরা। ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের আন্দোলনে নামা হবে। এ দিন তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হয় স্কুলের ছাত্ররাও। সংগঠনের সাধারণ সম্পাদক শুভঙ্কর সাহা বলেন, “শিক্ষক না থাকায় কাযর্ত পড়াশোনা বন্ধের মুখে। অথচ ভর্তির জন্য বেশি টাকা নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।” বিদ্যালয়ের দায়িত্বে থাকা শিক্ষক ইন্দ্রজিৎ সিংহ বলেন, “আমরা বিষয়গুলি নিয়ে পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করব।”
|
তৃণমূলের চিঠি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
১৬ সেপ্টেম্বর অবৈধ ভাবে পুরসভায় বোর্ড মিটিং হয়েছে এই অভিযোগে রাজ্য পুর দফতরকে চিঠি পাঠাবে তৃণমূল কাউন্সিলররা। পুর কর্তৃপক্ষ দাবি করেন বৈধ ভাবেই সভা করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, গত সোমবারের মাসিক সভা শুরুর আগে পুর দফতরের চিঠি আসে পুরসভায়। ১০ সেপ্টেম্বরের মুলতুবি সভা কোন আইনে বাতিল করা হল তা জানতে চাওয়া হয়। তাঁদের দাবি, মুলতুবি সভার পরে মাসিক বৈঠক। ডেপুটি মেয়র সবিতাদেবী অগ্রবাল বলেন, “আমরা নিয়ম মেনে সব করেছি।” তৃণমূল কাউন্সিলর কৃষ্ণ পাল বলেন, “রাজ্য সরকারের নির্দেশ না মেনে সভা করেছে কংগ্রেসের বোর্ড।”
|
পড়ুয়াদের মিছিল
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
শামুকতলা সিধু কানহু কলেজ পুখুরিয়া থেকে সরিয়ে শামুকতলা বস্তি অথবা পটটোলায় স্থাপনের দাবিতে আন্দোলনে নামল ছাত্রছাত্রীরা। বুধবার ওই দাবিতে একটি মিছিল হয়। আজ, শুক্রবার ছাত্রছাত্রীরা অধ্যক্ষ ও পরিচালন সমিতির কাছে স্মারকলিপি জমা দেবেন। আন্দোলনকারীদের পক্ষে তাপস দেবনাথ বলেন, “কয়েক দিন আগে শুনলাম শামুকতলা বাজার থেকে ৭ কিমি দূরে পুখুরিয়ায় কলেজ হবে। ওখানে কলেজ হলে আমাদের যাতায়াতে সমস্যা হচ্ছে। আমরা চাই, শামুকতলা বাজারের কাছে পটটোলা অথবা শামুকতলা বস্তিতে কলেজ তৈরি হোক।
|
অসমে ডেকে নিয়ে গিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। ওই ব্যবসায়ীর বাড়ির লোকজন বুধবার জলপাইগুড়ি জেলা পুলিশের কাছে মৌখিক ভাবে এ কথা জানান। জেলা পুলিশ অসমে যোগাযোগ করেছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “অসম পুলিশের কাছ থেকে এক ব্যবসায়ী অপহরণের ব্যাপারে কিছু খবর মিলেছে। বিশদে খোঁজখবর নেওয়া হচ্ছে।” |