আদালত সরানোর সিদ্ধান্তের প্রতিবাদ আইনজীবীদের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিয়ালদহ সিভিল কোর্ট থেকে দু’টি আদালত সরানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। প্রতিবাদে বুধবার সম্মেলন করলেন আইনজীবীরা। তাতে যোগ দেন রাজ্যের বিভিন্ন আদালতের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। ওই সিদ্ধান্তের প্রতিবাদে গত ১৩ দিন ধরে শিয়ালদহ সিভিল কোর্টে কর্মবিরতি করছেন তাঁরা। সম্প্রতি শিয়ালদহ সিভিল কোর্ট থেকে তৃতীয় ও চতুর্থ মুন্সেফ আদালতকে যথাক্রমে সল্টলেক ও ব্যারাকপুর আদালতে সরানোর সিদ্ধান্ত নেয় রাজ্য ও কলকাতা হাইকোর্ট। এ ব্যাপারে রাজ্যের যুক্তি, উত্তর ২৪ পরগনা ভেঙে বিধাননগর ও ব্যারাকপুর কমিশনারেট হওয়ায় সে সব এলাকার থানার মামলা সংশ্লিষ্ট আদালতেই হবে। শিয়ালদহ সিভিল কোর্ট বার অ্যাসোসিয়েশনের দাবি, রাজ্য জানিয়েছিল, আলোচনা না করে কোনও সিদ্ধান্ত হবে না। সম্প্রতি আইনমন্ত্রী ফের ঘোষণা করেন, পুজোর আগেই ওই আদালত দু’টি সরানো হবে। ফলে যাতায়াতের সমস্যায় পড়বেন ৭০০ আইনজীবী, ৪০০ মুহুরি, শ’দেড়েক টাইপিস্টের পাশাপাশি বিচারপ্রার্থীরাও।
|
২০-২১ কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
একশো দিনের কাজের সর্বভারতীয় কর্মশালায় সামাজিক নিরীক্ষা বিষয়ে রাজ্যের প্রতিনিধিত্ব করবে জলপাইগুড়ি জেলা। ২০-২১ সেপ্টেম্বর মুম্বইয়ে একশো দিনের কাজ নিয়ে কর্মশালা হবে। জলপাইগুড়ির জেলাশাসক পৃথা সরকার বুধবার এ কথা জানান। |