আরামবাগ সুপার লিগ
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
বুধবার আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবলের বি গ্রুপের বেলেপাড়া অনিল স্মৃতি কিশোর সঙ্ঘ ২-০ গোলে চাঁদপুর উদীয়মান কিশোর সঙ্ঘকে পরাজিত করে। গোল দু’টি করেন রণজিৎ রায় এবং যিশু মুর্মু। এর আগে রবিবার সুপার লিগ ফুটবলের এ গ্রুপের খেলায় আরামবাগ বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাব ২-১ গোলে খাটগ্রাম মনসা মাতা ক্লাবকে হারায়। বিজয়ী দলের হয়ে গোল করেছেন জয়ন্ত সাঁতরা ও সুভাষ রক্ষিত। পরাজিত দলের পক্ষে গোলটি করেন সঞ্জীব সাঁতরা। এই গ্রুপেরই শনিবারের খেলায় রাঙামাটি পোনপাড়া আদিবাসী গাঁওতা ৪-১ গোলে রাগপুর সবুজ সঙ্ঘকে গারিয়ে দিয়েছে। রাঙামাটির পক্ষে গোলদাতা চন্দন হেমব্রম (২টি), বাপন টুডু এবং বৈদ্যনাথ হেমব্রম ১টি। রাগপুরের হয়ে গোলটি করেন তাপস মালিক।
|
অষ্টনাগ পুজো শ্যামপুরে
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর |
অষ্টনাগ পূজা শুরু হল হাওড়ার শ্যামপুরের ৫৮ গেটের উলুঘাটায়। ওই এলাকায় এই পুজো চলে আসছে গত ২৬ বছর ধরে। পুজোর আয়োজন করে বিবেকানন্দ স্মৃতি সঙ্ঘ এবং উলুঘাটা ৫৮ গেট ব্যবসায়ীবৃন্দ। পুজা ঘিরে মেলা চলবে আট দিন ধরে। মঙ্গলবার এই পুজার উদ্বোধন করেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। পুজো উপলক্ষ্যে ২৫০ জনকে বস্ত্র বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদ্য নির্বাচিত সভাধিপতি করবী ধুল।
|
জখম ২৫
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
|
শবদাহ করে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন ২৫ জন শ্মশানযাত্রী। বুধাবার ঘটনাটি ঘটেছে লিলুয়া থানার বামনগাছি এ রোডে। পুলিশ জানায়, এ দিন সালকিয়া ঝিল রোডের বাসিন্দা মনোরমা ঘোষ নামে এক বৃদ্ধার মৃত্যুর পরে বাঁধাঘাট শ্মশানে দাহ করতে আনেন তাঁর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। দাহ করে ফেরার পথে বৃষ্টির জমা জলে ভরে থাকা ভাঙাচোরা রাস্তায় তাঁদের ম্যাটাডরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ১৩ জনকে ছেড়ে দেওয়া হয়। |