টুকরো খবর
দুষ্কৃতী গ্রেফতার
ডাকাতির উদ্দেশ্যে একটি বাড়িতে হানা দেওয়ার অভিযোগে এক দুষ্কৃতীকে ধরল বিধাননগর পুলিশ। বুধবার দুপুরের ঘটনা। ধৃতের নাম সন্তোষ ঢালি। পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুরে সল্টলেকের জিডি ব্লকে একটি বাড়িতে মালি সেজে দুই ব্যক্তি যায়। কাজও শুরু করে তারা। তখনই বাড়ির পরিচারিকা এক মালির ব্যাগে গ্রিল কাটার রড, কাটারি-সহ একাধিক আগ্নেয়াস্ত্র দেখতে পান। বাড়ির বাইরে পাঁচ জনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরিও করতে দেখেন তিনি। এর পরেই খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত পুলিশ গেলে পালানোর চেষ্টা করে সকলে। তবে এক জন ধরা পড়ে যায়। বাকি দুষ্কৃতীদের খোঁজ চলছে।

মিটার বক্সে আগুন, আতঙ্ক
বহুতলের মিটার বক্সে আগুন লেগে আতঙ্ক ছড়াল বেন্টিঙ্ক স্ট্রিটে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। পুলিশ জানায়, বিকেলে আয়কর ভবনের পাশে পাঁচ তলা ওই বাড়ির মিটার বক্স থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। দমকলের ৪টি ইঞ্জিন আধ ঘণ্টায় আগুন নেভায়। পুলিশ ও দমকল সূত্রের খবর, বহুতলটিতে কিছু অফিস ও পরিবার আছে। তবে কেউ আহত হননি। বাসিন্দাদের একাংশের অভিযোগ, মিটার ঘরের উল্টোদিকে দোতলা থেকে পাঁচ তলায় পৌঁছনোর এক দিকের সিঁড়ির মুখের কোল্যাপসিব্ল গেট সব সময় বন্ধ থাকে। পাশের সিঁড়ির মুখের গেট বন্ধ থাকায় সেখান দিয়েও নামতে পারেননি। আগেও এই বহুতলে আগুন লাগায় তাঁরা বাড়ির মালিককে অনুরোধ করেছিলেন গেট খুলে রাখতে। তা হয়নি। এ দিন এক দিকের গেটের একাংশ ভেঙে নামেন তাঁরা।
তাঁদের অভিযোগ, অগ্নিনির্বাপক যন্ত্রগুলি মিটার ঘরের পাশের ঘরে থাকায় সেগুলিও কাজে লাগানো যায়নি। পুলিশ জানায়, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। খোঁজ চলছে বহুতলের মালিকেরও। এ দিনই আগুন লাগে কলেজ স্ট্রিটের একটি জুতোর দোকানের বেসমেন্টে। দমকলের ৮টি ইঞ্জিন আড়াই ঘণ্টায় আগুন নেভায়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

যুবকের অস্বাভাবিক মৃত্যু
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হল। মৃতের নাম বাপি দাস। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাপি বাড়ি থেকে বেরোন। সন্ধ্যায় রাজু নামে স্থানীয় এক ব্যবসায়ী বাপির বাড়িতে জানান, তিনি এম আর বাঙুরে ভর্তি। পরিজনেরা গিয়ে দেখেন, তাঁকে কড়েয়ার নার্সিংহোমে পাঠানো হয়েছে। সেখানে গিয়ে জানতে পারেন, বাপির মৃত্যু হয়েছে। তাঁর মাথায় চোট ছিল। পুলিশ জেনেছে, মিনা দাস নামে এক মহিলা বাপিকে হাসপাতালে ভর্তি করেন। মিনা সেখানকারই সেবিকা। তবে ঘটনার পর থেকে মিনা ফেরার বলে পুলিশ জানায়। পুলিশ জেনেছে, তাঁর সঙ্গে বাপির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বুধবার বাপির মা ঝর্ণা দায় অভিযোগ দায়ের করেন, বাপিকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। তার ভিত্তিতে মিনার ভাই বাবু দাস গ্রেফতার হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

কর্মী বদলির নির্দেশে সমস্যা প্রেসিডেন্সিতে
শিক্ষক নিয়োগের কাজ এগিয়েছে। কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদালয়ে শিক্ষাকর্মীর কোনও পদই এখনও মঞ্জুর করা হয়নি। তাই সরকারের জারি করা বদলির নির্দেশ মেনে প্রেসিডেন্সি কলেজের কোনও কর্মীকে ছাড়তে পারছেন না বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ। রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে চিঠি লিখে এই সমস্যার কথা জানিয়েছেন তাঁরা। প্রেসিডেন্সি কলেজের রক্ষী সন্তোষ (পাপ্পু) সিংহকে ঝাড়গ্রাম রাজ কলেজে বদলির নির্দেশ জারি হয়েছিল ৩ সেপ্টেম্বর। ১৫ দিনের মধ্যে তাঁর ওই কলেজে যোগ দেওয়ার কথা ছিল। বুধবার সেই সময়সীমা পেরিয়ে গেলেও পাপ্পু নতুন কাজের জায়গায় যোগ দেননি। কর্মীর অভাবের জন্য পাপ্পুকে ছাড়া যায়নি বলে জানান প্রেসিডেন্সির রেজিস্ট্রার প্রবীর দাশগুপ্ত। তিনি বলেন, “উচ্চশিক্ষা দফতরে চিঠি লিখে আবেদন জানানো হয়েছে, শিক্ষাকর্মীর পদ মঞ্জুর হয়ে তাতে নিয়োগ শুরু করার আগে যেন বদলির নির্দেশ জারি করা না-হয়।”

কাল কমিশনে হাজিরা সুদীপ্তের
শ্যামল সেন কমিশনের সামনে হাজিরা দিতে হবে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে। বুধবার বিধাননগর এসিজেএম আদালত মারফত কমিশনের এই নির্দেশ অভিযুক্তকে জানানো হয়। ২০ সেপ্টেম্বর কমিশনের অফিসে সুদীপ্তকে হাজির করানো হবে বলে সল্টলেক পুলিশ কমিশনারেট এ দিন আদালত জানায়। পুলিশি সূত্রের খবর, সল্টলেক কমিশনারেটের কাছেই নির্দেশ পাঠিয়েছিল কমিশন। এ দিন আদালতে সারদা মামলার শুনানি ছিল। সেখানেই সুদীপ্তের আইনজীবীর কাছে নির্দেশের প্রতিলিপি দেওয়া হয়।

গ্রেফতার তিন
তিন তরুণীকে উত্যক্ত করার অভিযোগে গ্রেফতার হল ৩ যুবক। ধৃত অনিল শাহ, মণীশকুমার রায় ও সঞ্জীব রায়কে আজ, বৃহস্পতিবার আদালতে তোলা হবে। পুলিশ জানায়, বুধবার রেড রোড সংলগ্ন একটি মাঠে খেলছিল তারা। অভিযোগ, তিন ছাত্রীকে কটূক্তি করে মোবাইলে ছবি তোলার চেষ্টা করে তারা।

দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় মহিলার। মঙ্গলবার রাতে, আলিপুর থানা এলাকার ডায়মন্ড হারবার রোড এবং রিমাউন্ট রোডের সংযোগস্থলে। পুলিশ জানায়, ফুটপাতবাসী ওই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত গাড়িচালকের খোঁজ চলছে।

দূরশিক্ষার পিএইচডি মানবে না সিএসসি
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষার মাধ্যমে পাওয়া পিএইচডি ডিগ্রি কলেজ সার্ভিস কমিশনে গ্রাহ্য হবে না। কমিশন তা বিশ্ববিদ্যালয়কে জানিয়েছিল। এই নিয়ে মামলা হয়। তবে কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছে হাইকোর্টও।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.