টুকরো খবর
আর্থিক ত্রাণ প্রকল্প কাটছাঁট করল না ফেডারেল রিজার্ভ
আর্থিক ত্রাণ প্রকল্প কাটছাঁট করা নিয়ে মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ কোনও সিদ্ধান্ত নিল না। বুধবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে বৈঠক শেষে তারা জানায়, মাসে ৮৫০০ কোটি ডলারের বন্ড কেনার কর্মসূচি বহাল থাকছে। কারণ অর্থনীতি নিয়ে এখনও উদ্বিগ্ন শীর্ষ ব্যাঙ্ক। পাশাপাশি, বেকারত্বের হার অন্তত ৬.৫ শতাংশে না-নামা পর্যন্ত সুদের হারও তারা কমাবে না। আমেরিকার এই সিদ্ধান্তে অবশ্য বিশ্ব বাজার কিছুটা অবাকই হয়েছে। কারণ তাদের প্রত্যাশা ছিল বন্ড ক্রয় ৭৫০০ কোটি ডলারে নামিয়ে আনবেন শীর্ষ ব্যাঙ্ক কর্তা বার্নানকে। বৈঠক শেষের আগেই এ দিন ১৫৮ পয়েন্ট বাড়ে সেনসেক্স। মূলত ইউরোপের বাজার চাঙ্গা থাকা এবং বিদেশি আর্থিক সংস্থার শেয়ার ক্রয়ই এ দিন সূচকের উত্থানে ইন্ধন জোগায়। আসলে আমেরিকা ত্রাণ কমর্সূচি ছাঁটাই করবে বলেই ধরে নিয়েছিল বাজার। তাই সেই আশঙ্কা বিরূপ প্রভাব ফেলেনি।

মোটবাহক ধর্মঘটে বড়বাজারে বন্ধ হার্ডওয়্যার ব্যবসা
মোটবাহকদের ধর্মঘটের জেরে ১০ দিন ধরে বন্ধ বড়বাজারের হার্ডওয়্যার ব্যবসা। তাঁদের পণ্য সরবরাহকারী ছোট কারখানা এবং হার্ডওয়্যারের খুচরো বিক্রেতারাও প্রাপ্য না-পেয়ে বিপাকে। বড়বাজার হার্ডওয়্যার ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থসারথি সিংহ জানান, মোটবাহকদের দাবি, বোনাস ১৬৮৫ থেকে বাড়িয়ে ৩,০০০ ও অবসর ভাতা বছরে ৭৫০ থেকে বাড়িয়ে ৪,০০০ টাকা করতে হবে। তিনি বলেন, “ওঁরা ঠিকা কর্মীর কাজ করেন বহু দোকানে। ফলে দাবি অন্যায্য।” ধর্মঘটীদের সংগঠন কলকাতা-পোস্তা শ্রমিক সংস্থার সভাপতি রঘুনাথ হাজরা বলেন, “দাবি না-মেটা পর্যন্ত আন্দোলন চলবে।”

ক্ষুদ্রশিল্পে ঋণ চারশো কোটি
রাজ্যে ক্ষুদ্র শিল্পের উন্নয়নে দেড় হাজারের বেশি ছোট সংস্থার জন্য প্রায় ৪০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করে দিল রাজ্য সরকার। ওই সব সংস্থা কেন ব্যাঙ্কঋণ পেতে অসুবিধের মুখে পড়ে, সেই বিষয়ে ব্যাঙ্কের কাছ থেকেই রিপোর্ট চেয়েছে রাজ্য। জুলাইয়ে মুখ্যমন্ত্রী রাজ্য স্তরের ব্যাঙ্কার্স কমিটির বৈঠক ডেকে বলেছিলেন, ক্ষুদ্র শিল্পে ব্যাঙ্কঋণ বাড়ানো দরকার। অর্থমন্ত্রী অমিত মিত্র বুধবার জানান, মুখ্যমন্ত্রীর অনুরোধে ছ’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এ দিন মিলনমেলা প্রাঙ্গণে ৩৯৭ কোটি ১৪ লক্ষ টাকা ঋণের চেক তুলে দিয়েছে ১৫৩১টি ছোট সংস্থার হাতে। তিনি বলেন, “এ রাজ্যে ক্ষুদ্র শিল্পের সম্ভাবনা দেখে নাবার্ড চলতি অর্থবর্ষে ১৫ হাজার ৬৩৫ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

হস্তশিল্প প্রদর্শনী
গুজরাতি এডুকেশন সোসাইটিতে শুরু হল হস্তশিল্প প্রদর্শনী। বুধবার এলগিন রোডে এর সূচনা করেন কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের ডেপুটি কমিশনার পি আর এল গুপ্ত। ভারতের ১৪টি রাজ্যের প্রায় ১০০টি সংস্থা অংশ নিয়েছে। রেশমের বিভিন্ন কাপড় প্রদর্শনের পাশাপাশি হবে বিক্রিও। প্রদর্শনী চলবে ১ অক্টোবর পর্যন্ত।

খরচ কাটছাঁট
অর্থনীতির হাল ফেরাতে ব্যয়সঙ্কোচের কর্মসূচি আরও জোরদার করল কেন্দ্র। এর জেরে কোপ পড়ছে নতুন সরকারি নিয়োগের উপর। পাশাপাশি, ৫-তারা হোটেলে সরকারি দফতরের বৈঠক আয়োজন করা যাবে না। অফিসাররা বিমানের বিজনেস ক্লাসের বদলে যাতায়াত করতে পারবেন শুধু ইকনমি ক্লাসে। বিদেশে প্রতিনিধিদল পাঠালে তার সদস্য সংখ্যা যথাসম্ভব কম রাখতে হবে। যোজনা-বহির্ভূত ব্যয় ১০ শতাংশ কমাতেই এই দাওয়াই বলে অর্থ মন্ত্রকের বিবৃতিতে বুধবার জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০০৮-’০৯ থেকেই সূচনা হয়েছে ব্যয়সঙ্কোচ কর্মসূচির। গত নভেম্বরে তার আওতা আরও বাড়ানো হয়। উল্লেখ্য, চিদম্বরম একদিন আগেই বলেছেন, চলতি অর্থবর্ষে রাজকোষ ঘাটতিকে তিনি কোনও ভাবেই জাতীয় আয়ের ৪.৮% ছাড়াতে দেবেন না। গত অর্থবর্ষে তা ৪.৯ শতাংশে বেঁধে রাখতে পেরেছে কেন্দ্র, বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৫.১ শতাংশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.