টুকরো খবর
অস্ত্র কারবারির আত্মসমর্পণ
আদালতে আত্মসমর্পণ করেছে দুর্গাপুরের নঈম নগরের বেআইনি অস্ত্র কারখানার মূল পান্ডা ফিরোজ হাসান। বুধবার সকালে দুর্গাপুর আদালতে আত্মসমর্পণের পরে বিচারক তাকে ১৪ দিনের জন্য পুলিশের হেফাজতে পাঠান। ২০০৯ সাল থেকেই নঈমনগরে ওই বেআইনি কারখানাটি চলছিল। ৭ জুন সেখানকার শেখ সাগির নামে একজনের বাড়ি থেকে বহু আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ ও আগ্নেয়াস্ত্র তৈরির বহুবিধ যন্ত্রপাতি উদ্ধার হয়। গ্রেফতার করা হয় কারখানার তিন কারিগর, বিহারের মুঙ্গেরের মহম্মদ রিজাওয়ান, মহম্মদ কাইলু ও মহবুব আলিকে। বাড়ির মালিক শেখ সাগিরকেও ধরা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে শেখ সাগিরের আত্মীয় ফিরোজ হাসানই এই বেআইনি আগ্নেয়াস্ত্রের কারখানাটি চালাত। কিন্তু তাকে তখন ধরতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগে ফিরোজ থাকত মসজিদ মহল্লা এলাকায়। সেখানে তার বেআইনি লোহার কারবার ছিল। কিন্তু পুলিশের চাপে সে কারবার গুটিয়ে নেয়। পরে ২০০৯ সালে নঈম নগরে ভাইপো শেখ সাগিরের বাড়িতে এসে বেআইনি অস্ত্রের কারখানা চালু করে সে। মুঙ্গেরের বারদা গ্রামের অনেকেই অস্ত্র কারখানায় কারিগরের কাজ করত। ফিরোজ দ্বিগুণ, তিন গুণ বেশি পারিশ্রমিক দিয়ে সেই কারিগরদের দুর্গাপুরে নিয়ে আসত। তাকে খুঁজতে পুলিশের একটি দল মুজাফফরপুরেও গিয়েছিল। কিন্তু খোঁজ মেলেনি। পরে বুধবার দুর্গাপুর আদালতে আত্মসমর্পণ করে ফিরোজ। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশের ধারণা, এই অস্ত্র কারখানা থেকে কোথায় কোথায় অস্ত্র কোথায় পাঠানো হতো সে ব্যাপারে নিশ্চিত তথ্য মিলবে এ বার।

কার্যালয় ভাঙায় অভিযুক্ত তৃণমূল
সিপিএমের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে রানিগঞ্জের চেলোদ গ্রামের ঘটনা। আসানসোলের সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীর অভিযোগ, রাত সাড়ে দশটা নাগাদ তৃণমূল সমর্থক ও কর্মীরা চেলোদ গ্রামে তাদের দলের শাখা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। পুলিশকে সব জানানো হয়েছে। তবে কেউ ধরা পড়েনি। আসানসোলের তৃণমূল নেতা তথা পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারির পাল্টা দাবি, ইসিএল নির্মিত একটি কমিউনিটি সেন্টার দখল করে বংশবাবুরা পার্টি অফিস চালাচ্ছিলেন। মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা সকলের ব্যবহারের জন্য সম্মিলিত ভাবে হলটি দখল মুক্ত করেছেন। তিনি আরও বলেন, “বংশবাবুর প্ররোচনায় মনীন্দ্র মাঝি-সহ তিন সিপিএম নেতার নেতৃত্বে চেলোদ উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির নির্বাচিত প্রার্থী উত্তম বাউরিকে অপহরণ করেছিল সিপিএমের দুষ্কৃতীরা। পুলিশ টিরাট কোলিয়ারির মাঝিপাড়া থেকে তাঁকে উদ্ধার করে। তৃণমূলের অঞ্চল কমিটির সম্পাদক জয়ন্ত বাউরি নিমচা ফাঁড়িতে বংশবাবু-সহ ওই চার সিপিএম নেতার বিরুদ্ধে অপহরণ করে উত্তমবাবুকে মারার চেষ্টার অভিযোগও করেছেন।” বংশবাবুর দাবি, “ওরা প্রলাপ বকছে। অন্যত্র সন্ত্রাস করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে।”

পথ দুঘর্টনায় মৃত্যু দু’জনের
দু’টি পৃথক পথ দুঘর্টনায় মৃত্যু হল এক মহিলা-সহ দু’জনের। দুটি ঘটনাই ঘটেছে মঙ্গলবার। পুলিশ জানিয়েছে, মৃত দু’জনের নাম শেখ সিরাজ (২২), ও পূর্ণিমা ক্ষেত্রপাল (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মনসাপুজোর বাজার করে ফেরার পথে পানাগড়-সিউড়ি রাজ্য সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় পূর্ণিমাদেবীর। তাঁর বাড়ি পানাগড়ের তিলকচন্দ্রপুরে। তবে, কোন গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হল সে সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। অপর ঘটনাটি ঘটে, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বকর্মা পুজোর মণ্ডপের কাজ সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বর্ধমান থানার চান্ডুল গ্রামের শেখ সিরাজ। স্থানীয় গড়ের মাঠের কাছে একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। দু’জনকেই আহত অবস্থায় বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁদের।

বাজ পড়ে মৃত
ধান খেতে ইউরিয়া ছড়ানোর সময় বাজ পড়ে মৃত্যু হল এক কৃষকের। বুধবার রানিগঞ্জের নিমচা গ্রামের ঘটনা। মৃতের নাম কমলাকান্ত গড়াই (৪২)। পুলিশ জানিয়েছে, সকাল ১১টা নাগাদ কমলাকান্তবাবু নিজের খেতে ইউরিয়া ছড়াচ্ছিলেন। তখনই বজ্রাহত হয়ে জমিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান তাঁর মৃত্যু হয়েছে।

খাদানে মিলল যুবতীর দেহ
জলভর্তি পাথর খাদান থেকে এক যুবতীর দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বারাবনির আমডিহা লাগোয়া একটি পাথর খাদান থেকে দেহটি মেলে। মৃতের নাম প্রতিমা পাল (১৭)। মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, এ দিন জল নিতে গিয়ে পা হড়কে ওই খাদানের জলে পড়ে যান প্রতিমা। মঙ্গলবার রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও কোনও খোঁজ মেলেনি। পরে বুধবার সকালে তাঁর দেহটি জলে ভাসতে দেখেন প্রতিবেশীরা।

অশ্লীল আচরণে ধৃত
এক কিশোরীর সঙ্গে অশ্লীল আচরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হিরাপুর থানার পুলিশ। মঙ্গলবার আসানসোলের ধ্রুবডাঙা এলাকা থেকে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম জয়রাম মণ্ডল। বাড়ি ওই এলাকাতেই।

জয়ী বিবাদী ক্লাব
বিবাদী ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় বুধবার জয়ী হল আয়োজক সংস্থা। নিজেদের মাঠে তারা ভালুকজোড়া ক্লাবকে ৪-৩ গোলে হারায়।

অস্ত্র সহ ধৃত তিন
আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে হিরাপুর থানার পুলিশ। মঙ্গলবার রাতে বার্নপুরের ওয়াগন কলোনি এলাকায় একটি ফাঁকা মাঠ থেকে তাদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, কয়েকটি তাজা কার্তুজ ও একটি ভোজালি বাজেয়াপ্ত করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.