রাজ্য সরকারের সঙ্গে তাদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত মেনে পুরভোটের প্রচার পর্বে অশান্তি এড়াতে অবিলম্বে প্রতিটি পুরসভায় সশস্ত্র পুলিশ পাঠানোর জন্য মঙ্গলবার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শনিবার রাজ্যের ১২টি পুরসভার ভোট। কমিশনের সচিব তাপস রায় বলেন, প্রচার পর্বে অশান্তি এড়াতে অতি স্পর্শকাতার চারটি পুরসভায় এক কোম্পানি এবং স্পর্শকাতর চারটি পুরসভায় আধ কোম্পানি করে সশস্ত্র পুলিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার ও কমিশনের বৈঠকে। সেই সিদ্ধান্ত রূপায়ণের জন্য সরকারকে দু’টি চিঠি দিয়েছে কমিশন। কিন্তু সোমবার পর্যন্ত সরকার কোনও অতিরিক্ত পুলিশ দেয়নি এবং কমিশনের চিঠির উত্তরও দেয়নি। এই পরিস্থিতিতেই কমিশন এ দিন সরকারকে নির্দেশ দেয়, অবিলম্বে অতিরিক্ত পুলিশ পাঠাতে হবে।
|
নতুন মহাকরণের নাম হচ্ছে ‘নবান্ন’। মহাকরণ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজেই ওই নাম বেছে নিয়েছেন। ১ অক্টোবর মহাকরণের সংস্কারের জন্য হাওড়ার মন্দিরতলায় এইচআরবিসি-র ওই ভবনে চলে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু সেই সূচি বদল করে মহালয়ার পরে, ৫ অক্টোবর মুখ্যমন্ত্রী ওই ভবনে যাবেন বলে ঠিক হয়েছে। |