টুকরো খবর
শরৎচন্দ্রের জন্মদিন পালন
কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৩৮ তম জন্মদিন পালন করা হল তাঁর বসতবাড়ি হাওড়া দেউলটির সামতাবেড়ে গ্রামে। আয়োজন করল শরৎস্মৃতি গ্রন্থাগার পরিচালন সমিতি ও শরৎ মেলা কমিটি। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগনান-১ বিডিও ইন্দ্রাণী ভট্টাচার্য।
শোভাযাত্রায় সামিল খুদেরা।
সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয় শরৎচন্দ্রের বসতবাটি থেকে। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। রূপনারায়ণ ভাঙনের হাত থেকে শরৎচন্দ্রের বাড়িকে রক্ষা করার জন্য গণস্বাক্ষর নেওয়া হয়। গণস্বাক্ষর সম্বলিত আবেদন প্রশাসনের কাছে পাঠানো হবে বলে জানান আয়োজক সংস্থার তরফে ভাস্কর রায়।

ধর্ষণের চেষ্টা, ধৃত যুবক
নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মগরায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম স্বপন দাস। বাড়ি মগরার বিপ্রদাস কলোনিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে বাড়ির কাছেই ফুল তুলতে গিয়েছিল বছর বারোর এক কিশোরী। অভিযোগ, তখনই ওই যুবক ওই ছাত্রীটিকে ডেকে মুখে রুমাল চাপা দিয়ে স্থানীয় এক আশ্রমের ঘরে নিয়ে যায়। আশ্রমের ঘরে নিয়ে গিয়ে সে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। এ দিকে, মেয়েটি বাধা দেওয়ার চেষ্টা করে। চিৎকারও শুরু করে। কিশোরীর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের এলাকার লোকজন। যুবকটিকে ধরে গণধোলাই দেওয়া হয়। এরপরে পুলিশ এসে অভিযুক্তকে জনরোষের হাত থেকে উদ্ধার করে। পরে গ্রেফতারও করা হয় তাকে। ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হলে চোদ্দো দিনের জেলহাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
রান্নাঘরে বাল্ব লাগানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার রাতে ডায়মন্ড হারবারের পিরিজপুর গ্রামের ঘটনা। মৃতের নাম অরুণ দাস (৪৬)। পুলিশ জানায়, দুর্ঘটনার পরে অরুণবাবুকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিশ্বকর্মায় খুলল হনুমান জুটমিল
তিন মাস বন্ধ থাকার পরে মঙ্গলবার বিশ্বকর্মা পুজোয় খুলল হাওড়ার হনুমান জুটমিল। উৎপাদন সন্তোষজনক হচ্ছে না বলে গত ৮ জুন কর্মবিরতি ঘোষণা করেন জুটমিল কর্তৃপক্ষ। হাজার চারেক কর্মীর কাজ বন্ধ হওয়ায় ন্যাশনাল ফেডারেশন অফ জুট ওয়ার্কার্সের সভাপতি শোভনদেব চট্টোপাধ্যায় মালিক পি সি জৈনকে মিল খোলার জন্য অনুরোধ করেন। কী ভাবে উৎপাদন বাড়ানো সম্ভব, তা নিয়ে মিলের বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনায় বসেন তিনি। সংগঠনগুলির কাছ থেকে উৎপাদন বাড়ানোর আশ্বাস পেয়ে মালিক কর্তৃপক্ষ ফের কারখানা খোলার সিদ্ধান্ত নেন বলে শোভনদেবের দাবি।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.