হাতির হামলায় মহিলার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
পুকুরপাড়ে প্রাতঃকৃত্য সারতে গিয়ে দলছুট হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার রাধানগর রেঞ্জ এলাকার শালুকা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ছবি সোরেন (৪৮)। হাসপাতালের মর্গে এ দিন দুপুরে মায়ের দেহ নিতে এসে সেজো ছেলে মঙ্গল সোরেন বলেন, “সাত-সকালে যে হাতি গ্রামের ভিতরে ঢুকেছে, আমরা কেউ টের পাইনি। আমাদের বাড়ি লাগোয়া পুকুরপাড়ে হাতিটিকে দেখতে পান কিছু গ্রামবাসী। হইচই শুরু হয়। এলাকা ছেড়ে যাওয়ার পথে প্রাতঃকৃত্য সারতে বসা মাকে নাগালের মধ্যে পেয়ে শুঁড়ে তুলে আছাড় মেরে পা দিয়ে থেঁতলে হাতিটা জঙ্গলে ঢুকে যায়।” তাঁর ক্ষোভ, “গ্রামে হাতি যে ঢুকেছে বন দফতর কিছুই জানায়নি। তা হলে মাকে এ ভাবে অকালে মরতে হত না।” মঙ্গলের সঙ্গে হাসপাতালের মর্গে আসা ওই গ্রামের বাসিন্দা সুরেন্দ্র কিস্কুরও দাবি, “বুনো হাতির দিকে বন দফতরের নজরদারি না থাকাতেই এই ঘটনা ঘটল।” বন দফতরের রাধানগর রেঞ্জের আধিকারিক অলক আচার্য ঘটনার কথা স্বীকার করে জানান, “দলছুট দাঁতালটি গভীর রাতে সম্ভবত বিষ্ণুপুর থেকে সোনামুখীর জঙ্গলে ঢোকার পথে ওই গ্রামে হানা দিয়েছিল। আমরা ওর পায়ের ছাপ নিয়ে বুঝেছি, দাঁতালটি বিশাল চেহারার। সেটির খোঁজ শুরু করেছি আমরা।” মৃতার পরিবার সরকারি নিয়ম মতো ক্ষতিপূরণ পাবেন জানিয়ে তিনি বলেন, “এ দিন দশ হাজার টাকা প্রাথমিক ভাবে ওঁদের হাতে দেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোটের পর বাকি টাকা দেওয়া হবে।” দেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। |
মাংসে বিষ দিয়ে বাঘ ‘শিকার’
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
এ বার কাজিরাঙার চোরাশিকারিদের নজর পড়ল বাঘেদের দিকে। দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে এমনই জেনেছে পুলিশ, বন দফতর। কাল শোণিতপুর থেকে নাদিম আহমেদ এবং বাহারুল হক নামে দু’জনকে ধরে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, লোকালয়ে ঢুকে পড়া একটি বাঘকে ‘টোপ’ দিয়ে মাংসে বিষ মাখিয়ে খাওয়ায় তারা। এর পর মৃত বাঘটির চামড়া ছাড়িয়ে মাটিতে পুঁতে রেখে দেয়। বিক্রি করে দেওয়া হয় হাড়গুলি। আজ শোণিতপুরের জিঞ্জিয়া থানার কোলাটপু এলাকায় মাটি খুঁড়ে বাঘের দেহাবশেষ, চামড়া উদ্ধার করা হয়েছে। ধৃতরা জানিয়েছে, কাজিরাঙা থেকে বের হয়ে বাঘটি চর এলাকায় ঢুকে পড়েছিল। |
সর্পদষ্ট হয়ে মৃত ২
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
জমিতে চাষের কাজে গিয়ে বিষধর সাপের ছোবলে মৃত্যু হল এক কৃষকের। রবিবার রাতের ঘটনা। মৃত কৃষক সুনীল লোহার (৫৫)। বাড়ি বিষ্ণুপুর থানার চুয়ামসিনা গ্রামে। বিষ্ণুপুর হাসপাতেল তাঁর মৃত্যু হয়। ওই রাতেই চিতি সাপে কাটার পরে হাসপাতালে নিয়ে গিয়েও মারা যায় দেব মান্ডি (৭) নামে এক শিশু। তার বাড়ি বিষ্ণুপুর থানার ভালুকা গ্রামে। |
শুশুকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিরল একটি গাঙ্গেয় শুশুকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কামরূপের কুকুরমারার কাছে কলসী নদীর দোমুখা ঘাট থেকে। শুশুকটির বয়স প্রায় আড়াই মাস। |