রবিবার ঝাড়গ্রাম শহর তৃণমূলের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বিনামূল্যে স্ব্যাস্থ্য শিবির ও থ্যালাসেমিয়া বাহক নির্ণয় কর্মসূচির আয়োজিত হল। এ দিন সকালে ৮ নম্বর ওয়ার্ডের ঘোড়াধরা স্টেডিয়াম সংলগ্ন ময়দানে শিবিরের উদ্বোধন করেন বর্ষীয়ান চিকিৎসক সীতানাথ দে। ছিলেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, জেলা সাধারণ সম্পাদক দুর্গেশ মল্লদেব। এই কর্মসূচির আহ্বায়ক শহর তৃণমূল নেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও অজিত মাহাতো জানান, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রায় তিনশো দরিদ্র মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ওই কর্মসূচি। প্রসঙ্গত, আগামী নভেম্বরে ঝাড়গ্রাম পুরভোট। একটানা তিন দশক ধরে তা দখলে রয়েছে বামেদের। পুরপ্রধান সিপিএমের প্রদীপ সরকার ৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা। ৯ নম্বর ওয়ার্ডের পুরপিতাও সিপিএমের। ফলে, পুর ভোটের আগে তৃণমূলের এই ‘জনমুখি কর্মসূচি’টি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
|
বাজ পড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হল নারায়ণগড়ের মকরামপুর উচ্চতর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। রবিবার দিনভর সমস্যায় পড়েন রোগী এবং তাঁদের পরিজনেরা। এখানে ১০টি শয্যা রয়েছে। বহির্বিভাগ রয়েছে। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে সর্বত্র। শনিবার গভীর রাতে ঝড়-বৃষ্টি হয়। মুহুর্মুহু বাজ পড়ে। বাজ পড়ে ইনভার্টার ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুতের লাইনেও ক্ষতি হয়। এমনিতেই লোডশেডিং হলে সমস্যা হয়। বাচ্চাদের ওয়ার্মার চালু রাখা যায় না। তার উপর এই পরিস্থিতি। উচ্চতর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার সৌম্যদীপ মহাপাত্র বলেন, “ইনভার্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় সমস্যা হয়েছে।” রবিবার সকাল থেকে মেরামত শুরু হয়। কর্তৃপক্ষ জানান, যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
|
মুখে অস্ত্রোপচারের জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। অভিযোগ, মুখের বদলে তাঁর মূত্রনালীতে অস্ত্রোপচার করা হয়। আগরতলার একটি সরকারি হাসপাতালের ঘটনা। তিনজন চিকিৎসকের বিরুদ্ধে থানায় চিকিৎসায় গাফিলতির মামলা রুজু করেছেন তাঁর পরিজনরা। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরও। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, খোয়াই জেলার বাসিন্দা রতন দাস মুখের চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। একই নামে অন্য এক রোগীও হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর সমস্যা ছিল মূত্রনালীতে। ভুলবশত ওই ঘটনা ঘটে গিয়েছে। ওই ব্যক্তির উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
|
চিকিৎসার গাফিলতিতে এক বালিকার মৃত্যুর অভিযোগ উঠল এক হাতুড়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার মেমারির মেরুয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতা বালিকার নাম কৈকেয়ী মুর্মূ(১২)। সীমন্ত পাল নামে অভিযুক্ত হাতুড়েকে গ্রেফতার করা হয়েছে। মৃতা বালিকার দাদা ভুবনদেব মুর্মূর অভিযোগ, এ দিন সকালে পেটে যন্ত্রনা হলে কৈকেয়ীকে অভিযুক্ত হাতুড়ের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি চিকিৎসা করার পরেও কোনও উন্নতি না হওয়ায় রোগীকে মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরবেলা সেখানেই মারা যায় সে।
|
|
আস্ত একটি অপারেশন থিয়েটার নিয়ে সম্প্রতি শহরে নেমেছে এই বিমানটি।
তার ভিতরেই চলছে চোখের অস্ত্রোপচার। ছবি: দেশকল্যাণ চৌধুরী।
|
এত্তা জঞ্জাল! |
প্রায় দু’ মাস ধরে বর্জ্য পরিষ্কার করা হচ্ছে না শক্তিনগর জেলা হাসপাতালে।
ফলে হাসপাতালের বর্জ্য
উঠে এসেছে রাস্তাতেও। দুর্গন্ধের চোটে যাতায়াত করা মুশকিল ওই রাস্তা দিয়ে। রবিবার হাসপাতালে
নানা সমস্যা পরিদর্শনে এসেছিলেন স্বাস্থ্য দফতরের বিশেষ কমিটির চেয়ারম্যান সুব্রত মৈত্র।
জঞ্জাল ভরা ওই রাস্তা দিয়েই হাসপাতাল পরিদর্শন করেন তিনি। ছবি: সুদীপ ভট্টাচার্য। |
|