চিত্র সংবাদ |
|
রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিতে এখনও মূর্তির রঙের
কাজ অনেকটাই বাকি। তাই শেষ মুহূর্তে চরম ব্যস্ত শিল্পীর হাত।
বনগাঁর তালতলায় ছবি তুলেছেন নির্মাল্য প্রামাণিক। |
|
হাত চালিয়ে। পুজোর বেশি দেরি নেই।
মাঝে মধ্যেই বৃষ্টির জেরে সমস্যায় পড়তে হচ্ছে প্রতিমা শিল্পীদের।
ডোমজুড়ে দ্রুত কাজ সারছেন তাঁদেরই এক জন।—নিজস্ব চিত্র। |
|
সাংস্কৃতিক সংস্থা নিক্বণ-এর দেওয়াল পত্রিকা আট বছরে পা দিল। এই উপলক্ষে রবিবার সংস্থার
তরফে বালি স্টেশনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী,
কবি অরুণকুমার চক্রবর্তী প্রমুখ। নাচ, গান, আবৃত্তি
পথনাটিকা
পরিবেশিত হয়।
ছিল ক্যুইজের আসর।—নিজস্ব চিত্র। |
|
চুঁচুড়ার ‘চেজ এরিনা অব তেঁতুলতলা’ ক্লাবের উদ্যোগে একদিনের এক দাবা প্রতিযোগিতা
অনুষ্ঠিত হল রবিবার। ক্লাব ময়দানে বিভিন্ন বয়সের ১৭০ জন প্রতিযোগী যোগদান করেন।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও অনেকে এসেছিলেন। তথ্য ও ছবি: তাপস ঘোষ। |
|
বরাবরই বছরের নানা বড় ঘটনা নিয়ে আলোকসজ্জা তৈরি করেন হুগলির চন্দননগরের শিল্পীরা।
পুজোয় গোটা বাংলা তো বটেই, রাজ্যের বাইরেও বহু জায়গায় যায় সেই আলো।
সম্প্রতি ভয়ঙ্কর বন্যায় উত্তরাখণ্ড তথা কেদারনাথ মন্দির বিধ্বস্ত হওয়ার
ঘটনাও বাদ পড়েনি। গত ১১ সেপ্টেম্বর ফের পুজো শুরু হয়েছে মন্দিরে।
কিন্তু কবে গোটা এলাকা স্বমূর্তিতে ফিরবে, কেউ জানে না। ছবি: তাপস ঘোষ। |
|
আগামী ২১ সেপ্টেম্বর হাবরায় পুরনির্বাচন। জোরকদমে প্রচারে নেমেছে সব দল।
ভোটের আগে শেষ রবিবার প্রচারসভায় এসেছিলেন
তৃণমূলের
সর্বভারতীয়
সাধারণ সম্পাদক মুকুল রায়। ছবি: শান্তনু হালদার। |
|