টুকরো খবর
রোগ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ দাবি
পান গাছের রোগ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ চান চাষিরা। পান সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান তাঁরা। ধান, পাটের পাশাপাশি বাড়তি লাভের আশায় পান চাষ করলেও আলিপুরদুয়ার ২ ব্লকের যশোডাঙ্গার চাষিরা সরকারি প্রশিক্ষণ ও সাহায্যের দাবি তুলেছেন। অন্তত ২০০ বিঘা জমিতে পান চাষ শুরু হয়েছে। উৎপাদিত পান অসম, আলিপুর দুয়ার, কামাখ্যাগুড়ি, কোচবিহারে যায়। ব্লক কৃষি আধিকারিক অম্লান ভট্টাচার্য বলেন, “জমি পান চাষের উপযোগী। তাই চাষিদের সমস্যা সমাধানে আলোচনায় বসা হবে।” খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের জলপাইগুড়ি জেলা আধিকারিক শুভাশিস গিরি বলেন, “পান চাষিদের সাহায্য করতে আমরা প্রস্তুত। কৃষকদের সঙ্গে যোগাযোগ করা হবে।”

করম পুজো
রাত জেগে করম পুজো হল ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে। আদিবাসী সমাজের প্রধান উৎসব এই করম পুজো। করম গাছ পুজো করে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয় বলে আদিবাসী সমাজের ধারণা। এই গাছের তিনটি ডাল পুঁতে আরাধনা করাই পুজোর বৈশিষ্ট্য। আদিবাসী বিকাশ পরিষদ রাজ্য কমিটির নেতা, আদিবাসী সমাজ-গবেষক তেজকুমার টোপ্পো বলেন, “লোককথায় পৃথিবী সৃষ্টির পর এক ভয়ঙ্কর দাবানল জ্বলে। সব গাছ পুড়ে গেলেও করম গাছ অক্ষত ছিল। তারপর থেকেই এই পুজোর ঘটা করে প্রচলন হয়।” ভাদ্র মাসের শেষ একাদশীর রাতে পুজোর সব থেকে বড় আয়োজন হয়। মালবাজারের বিডিও অফিস লাগোয়া গাঠিয়া চা বাগানের মাঠে করম পুজোর আয়োজন হয়েছে।

উড়ালপুলের দাবি
ছবি তুলেছেন রাজকুমার মোদক।
শহরের মধ্য দিয়ে যাওয়া রেল লাইনের উপর উড়ালপুল দাবিতে সরব ডুয়ার্সের বীরপাড়ার বাসিন্দারা। এক সময়ের মিটার গেজ ব্রড গেজে পরিবর্তিত হওয়ার পরে ট্রেন চলাচল বেড়ে গিয়েছে। সারা দিনে ঘন ঘন রেল গেট বন্ধ থাকায় শহরে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। গাড়ির সংখ্যাও কয়েক গুন বেড়ে যাওয়ার ফলে বীরপাড়া শহরের যানজট তীব্র আকার ধারণ করেছে বলে বাসিন্দাদের অভিযোগ। উত্তর পূর্ব সীমান্ত রেলে আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বীরেন্দ্র কুমার বলেন, “বীরপাড়ায় উড়ালপুল গড়ার সিদ্ধান্ত হয়েছে।”

আয়োজক ক্লাব সেরা
সানরাইজ ক্লাবের উদ্যোগে লিগ কাম নক আউট ফুটবলে সেরা আয়োজক ক্লাব। রবিবার তারা স্থানীয় দুর্গাবাড়ি ক্লাবকে সাডেন ডেথে হারায়। খেলা ১-১ অমীমাংসীত থাকে। সানরাইজের হয়ে গোল করেন রাজা কর্মকার। দুর্গাবাড়ির হয়ে গোল করেন রণদেব বসু। এর পর টাই ব্রেকে খেলার ভাগ্য নির্ধারিত হয়নি। পরে সাডেন ডেথ-এ জয় পায় সানরাইজ ক্লাব। এ দিন মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবল তারকা চুণী গোস্বামী। ফুটবলারদের প্রতিভা নিয়েও তিনি উৎসাহী। তাঁর কথায়, সঠিক প্রশিক্ষণ পেলে ওঁরাই বড় ফুটবলার হয়ে উঠবে। এ ব্যাপারে প্রয়োজনে সমস্ত সাহায্যের আশ্বাস দেন তিনি। উদ্যোক্তারা জানান, মোট ১২টি দলকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

মহাকাল ধাম মেলা
রবিবার জমে উঠল শামুকতলার মহাকাল ধাম মেলা। ধারসী নদীর পাশে চেপালি গ্রামে মহাকাল ধামের মহাকাল পুজোকে কেন্দ্র করে প্রতি বছর ভাদ্র মাসের শেষ রবিবার মেলা বসে। এক দিনের মেলায় ১৫-২০ হাজার মানুষ আসে বলে উদ্যোক্তা জানান। একত সময়ে পুজো দিতে এসে কোচবিহারের রাজপরিবারের তরফে তরোয়াল দান করা হয়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.