টুকরো খবর |
গ্রাহকদের প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বিদ্যুতের মাশুল বৃদ্ধি ও বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের গ্রাহক স্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির খড়্গপুর ব্লক কমিটির সপ্তম সম্মেলন রবিবার স্থানীয় হরিনা হাইস্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সহ- সভাপতি মধুসূদন মান্না, প্রাক্তন রাজ্য সম্পাদক অমল মাইতি, জেলা সম্পাদক জগন্নাথ দাস প্রমুখ। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অমলবাবু বলেন, “বিদ্যুৎকে বানিজ্যিক পণ্যে পরিণত করা হয়েছে। দেশীয় বিদ্যুৎ কোম্পানিগুলো যাতে অবাধে লুঠ করতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে, গ্রাহক স্বার্থ সঙ্কুচিত করা হচ্ছে।”
|
আবৃত্তি প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বাচিক শিল্পের কর্মশালা হল শঙ্খমালার উদ্যোগে। রবিবার সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত গোলবাজার দুর্গামন্দিরে কর্মশালা চলে। প্রশিক্ষণ দেন বাচিক শিল্পী জগন্নাথ বসু ও ঊর্মিমালা বসু। মোট ৬০ জন কর্মশালায় যোগ দেন। আয়োজক সংস্থার কর্ণধার রণবীর দত্ত বলেন, “আশা করি জগন্নাথবাবু ও ঊর্মিমালাদেবীর প্রশিক্ষণে আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত এই শিক্ষার্থীরা বিশেষভাবে সমৃদ্ধ হবেন।”
|
খুনে ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
মদ্যপ বাবাকে কুপিয়ে খুনের অভিযোগে ধরা পড়ল ছেলে ও মা। রবিবার কেশিয়াড়ির জোকায় নিহতের নাম বুধু রাউত (৫৮)। বুধুর স্ত্রী কচি ও বড় ছেলে স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।
|
জলে ডুবে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
জলে ডুবে রবিবার কেশিয়াড়ির হাসিমপুরে অপর্ণা দাস (৪৬) নামে এক মহিলার মৃত্যু হল। এ দিন বাড়ির কাজে পুকুর ধারে গিয়ে হঠাৎই পুকুরে পড়ে যান তিনি। অপর্ণাদেবীর মৃগী রোগ ছিল। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। |
|