জাতীয় বিজ্ঞান প্রদর্শনীতে যাচ্ছে মেদিনীপুরের ছাত্র
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জাতীয়স্তরের বিজ্ঞান প্রদর্শনীতে যাওয়ার সুযোগ পেয়েছে মেদিনীপুরের ছাত্র সৌহার্দ্য রায়। আগামী ৮-৯ অক্টোবর দিল্লির প্রগতি ময়দানে ওই প্রদর্শনীতে এ রাজ্য থেকে মোট ১২ জন দিল্লি যাচ্ছে। এদের মডেলগুলোই জাতীয়স্তরের প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। তাদের অন্যতম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের (বালক) ছাত্র সৌহার্দ্য বলে, “ভাল লাগছে।” |
স্কুলের প্রধান শিক্ষককে শংসাপত্র দেখাচ্ছে সৌহার্দ্য। |
কলেজিয়েট স্কুলের (বালক) প্রধান শিক্ষক দিলীপ দাসের কথায়, “ওর জন্য আমাদের শুভেচ্ছা রইল।” ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের উদ্যোগে এই প্রদর্শনীর নাম ‘ইন্সপায়ার্ড অ্যাওয়ার্ড সায়েন্স এক্সিবিশন’। এজন্য একেবারে জেলাস্তর থেকে কৃতী বাছাই শুরু হয়। পশ্চিম মেদিনীপুরে জেলাস্তরের প্রদর্শনীতে বিভিন্ন স্কুলের ২৪০ জন ছাত্রছাত্রীর ৮টি মডেল রাজ্যস্তরের জন্য নির্বাচিত হয়। রাজ্যস্তরের প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৮৮ জন ছাত্রছাত্রীর মডেল এসেছিল। সৌহার্দ্যের মডেল ‘সৌরঝড় পরিমাপক যন্ত্র’ তৈরিতে সাহায্যকারী কলেজিয়েট স্কুলের (বালক) শিক্ষক মধুসূদন গাঁতাইত ছাত্রের সাফল্যের ব্যাপারে আশাবাদী।
|
জেলা অঙ্ক অভীক্ষা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে ‘অঙ্ক অভীক্ষা’ অনুষ্ঠিত হল রবিবার। মেদিনীপুর কলেজে অনুষ্ঠিত এই অভীক্ষায় সপ্তম থেকে দশম শ্রেণির শতাধিক ছাত্রছাত্রী যোগ দেয়। জেলাস্তরে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে, তারা রাজ্যস্তরের ‘অঙ্ক অভীক্ষা’য় যোগ দেবে। |