সফল হল অগ্নি ৫-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ। পূর্বে চিন থেকে পশ্চিমে ইউরোপ, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের পাল্লায় সবই। রবিবার সকাল ৮টা ৪৩-এ ওড়িশার হুইলার দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয় এই অগ্নি ৫। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি গত দু’বছরে দু’বার পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করা হল। ভূমি থেকে ভূমি এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ১৭ মিটার। ওজন পঞ্চাশ টন। পাঁচ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই অগ্নি ৫। |
অগ্নি ৫-এর ছবি রয়টার্সের তোলা। |
ডিআরডিও-র এক মুখপাত্র জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রটির বিশেষত্ব হল রাস্তার কোনও যান অথবা রেলের ওয়াগনের ভিতরে একে লুকিয়ে রেখে প্রয়োজন মতো উৎক্ষেপণ করা যাবে এটি। ২০১২-র ১৯ এপ্রিল প্রথম বার অগ্নি ৫-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। তা সফলও হয়েছিল সে বার। এই ক্ষেপণাস্ত্র ভারতের হাতে থাকায় কখনও আক্রান্ত হলে তারাও এ বার পাল্টা আঘাত হানতে পারবে।
পাঁচ হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে চিন থেকে ইউরোপের বহু দেশই পড়বে। এই দিক থেকেও এই ক্ষেপণাস্ত্র বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০১৫-য় এটি সেনাবাহিনীর হাতে আসবে। দেশীয় পদ্ধতিতে তৈরি পরমাণু অস্ত্র বহনকারী ডুবোজাহাজ অরিহন্তও ২০১৬ সালে পাবে নৌ-সেনা। অগ্নি ও অরিহন্ত সেনাবাহিনীতে এলে ভারতের হাত শক্ত হবে, আশায় সেনা-কর্তারা। |