গুলিবিদ্ধ হয়ে খুন হলেন শেখ মনোজ নামে বছর ৩৫-এর এক যুবক। রবিবার বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে কাঁকরতলা থানার বড়রা গ্রামের একটি চায়ের দোকানের সামনে। নিহত ওই যুবকের যুবকের বাড়ি ওই গ্রামের ডাঙালপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন চায়ের দোকানে চা খেতে এসেছিল মনোজ। তখনই জনা ১০-১২ লোক তার উপর চড়াও হয়। কিছুক্ষণ কথাকাটির পর মনোজকে তারা কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ করেনি নিহতের পরিবার। তবে পুরনো বিবাদের জেরে এই খুন বলে পুলিশের অনুমান। নিহত যুবকের বিরুদ্ধে খুন, বোমাবাজি করা-সহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগও রয়েছে। অন্য দিকে, রবিবার নলহাটির গোঁসাইপুরে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে বোমাবাজি হয়।
|
পড়শি বধূর শ্লীলতাহানি এবং তাঁর পরিবারের লোকেদের মারধরে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ হয়েছে ময়ূরেশ্বর থানার কোটাসুর মোড়ে সিউড়ি-বহরমপুর সড়কে। রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবরোধ চলে। অভিযুক্তদের খোঁজে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। তাদের গ্রেফতার করা হবে এই আশ্বাসে অবরোধ ওঠে। দিন দশেক আগে কোটাসুর লাগোয়া একটি গ্রামের ওই বধূকে পড়শি যুবক তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পরে তাঁর পরিবারের লোকেরা অভিযুক্তের বাড়িতে গেলে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। দশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তাদের মধ্যে একজনকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। বাসিন্দাদের দাবি, বাকিরা এলাকায় থাকলেও পুলিশ গ্রেফতার করছে না।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মহম্মদবাজারের কবিলপুর গ্রামে। জিতেন বাগদি (১৮) নামে ওই তরুণ কেদারপুর হাইস্কুলে পড়ত। দুই ভাইবোনের মধ্যে জিতেন বড়। ওই দিন বৃষ্টি পড়তেই মা সুমিত্রাদেবী উঠোনের তারে শুকোতে দেওয়া শাড়ি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বুঝতে পেরে জিতেন এক ঝটকায় মাকে ছাড়িয়ে দেয়। পরে ওই তারে কী ভাবে বিদ্যুৎ সংযোগ ঘটল খুঁজতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
|
বন্ধ দোকান থেকে সুভাষ মণ্ডল নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাঠপাড়ায় তাঁর বাড়ি। শনিবার দুপুরে গাঁধীপার্ক লাগোয়া একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে দোকানের মেঝে থেকে রক্ত বেরিয়ে আসতে দেখে স্থানীয় লোকেদের সন্দেহ হয়। পুলিশ এসে দেখে মৃতদেহটির গলা দোকানের ছাউনির বাঁশের সঙ্গে বাঁধা। পা মেঝেতে ঠেকে রয়েছে। মৃতের পায়ের আঙুলে ক্ষত চিহ্ন থেকে রক্ত বেরিয়েছে।
|
রাজভাষা হিন্দির ব্যবহার এবং প্রয়োগ নিয়ে তিন দিনের জাতীয় স্তরের আলোচনা শনিবার শুরু হয়েছে শান্তিনিকেতনে। উদ্যোক্তা বিশ্বভারতীর হিন্দি ভবন এবং রাজভাষা হিন্দি সেল।
|
বিশ্বভারতীতে পড়তে আসা থাইল্যান্ডের ছাত্রছাত্রীদের পঠনপাঠনের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করার পাশাপাশি উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের সঙ্গে দেখা করেন ওই দেশের কনসুল জেনরেল প্রাসিতিদেশ বিচিৎশোরাসাত্রা। শনিবার বেলা ১১টা নাগাদ তিনি শান্তিনিকেতনে আসেন। |