ক্রাইস্ট চার্চ স্কুলের ঘটনায় ধৃত আরও ৯ |
দমদমের ক্রাইস্ট চার্চ স্কুলে ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে আরও নয় জনকে গ্রেফতার করল ব্যারাকপুর কমিশনারেট। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের মধ্যে চার জন ওই স্কুলের ছাত্রীদের অভিভাবক ও বাকি পাঁচ জন বহিরাগত। অভিভাবকদের মধ্যে দম্পতি জোড়া হলেন রূপা ও বাবলা পাল এবং মম ও দেবাশিস চন্দ্র। বহিরাগতদের নাম সায়ন ও আকাশ ভট্টাচার্য, বরুণ পাল, তনুময় চক্রবর্তী এবং অলোক সাহা। ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হলে তিন দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রসঙ্গত, র্যাগিংয়ের জেরে ক্রাইস্ট চার্চ স্কুলের ছাত্রী ঐন্দ্রিলা দাসের মৃত্যু হলে ওই স্কুলে তাণ্ডব চালায় অভিভাবক-সহ বহিরাগতরা। এই ঘটনায় জড়িত সন্দেহে শনিবার তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ফলে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা দাঁড়াল বারো।
আজ সকালে ঐন্দ্রিলা দাসের বাগুইআটির বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। মৃতার পরিবারের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন তিনি। মৃত ছাত্রীর পরিবারের তরফে তাঁর কাছে দোষীদের শাস্তির দাবি জানানো হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের উপর আক্রমণ সঠিক নয়।” এই ঘটনায় জড়িত অপরাধীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে সরকারকে উদ্যোগী হতেও বলেন তিনি।
অপর দিকে, ঐন্দ্রিলার মৃত্যুকে দুঃখজনক ঘটনা বলে একে বামেদের চক্রান্ত মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। |