দুটি আলাদা ঘটনায় বিরল প্রজাতির তক্ষক পাচারের অভিযোগ গ্রেফতার হল ৭ জন। শুক্রবার সকালে বাগডোগরা থানার পুলিশ ভুট্টাবাড়ি এলাকায় হানা দিয়ে একটি বাড়ি থেকে ৬ জনকে গ্রেফতার করে। একটি ছোট গাড়ির ডিকি থেকে উদ্ধার হয় তক্ষকটি। ধৃতরা শিলিগুড়ির বাসিন্দা। তাদের নাম, সুমন্ত্র গুপ্ত, তাঁর স্ত্রী মণিপান্না গুপ্ত, প্রদীপ চৌধুরী, বিপুল চৌধুরী, শ্যাম টপ্পো এবং বিজয় শর্মা। এঁরা বিজয়বাবুর ভুট্টাবাড়ির বাড়িতে জড়ো হয়। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির পাঞ্জাবিপাড়ার প্রণামী মন্দির রোড এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে বনকর্মীরা। ডেভিড লালনুনাওয়াইয়া নামে ওই ব্যক্তির বাড়ি মিজোরামের চম্পাইয়ে। শালুগাড়ার রেঞ্জার স্বপন মাঝি বলেন, “তক্ষকটির দৈর্ঘ্য ১৬ ইঞ্চি। এটি বিরল প্রজাতির মধ্যে একটি।” এদিন আদালতে তোলা হলে ডেভিডকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
|
সাপের ছোবলে মৃত্যু হল শঙ্কু মণ্ডল (১৫) নামে এক ছাত্রের। বাড়ি বিষ্ণুপুরের মামুদপুর গ্রামে। শুক্রবার সকালের ঘটনা। সে স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে ফেরার পরে বাড়িতেই তাকে সাপে কাটে। ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে মৃত্যু হয় তার।
|
সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। শুক্রবার সকালে গোঘাটের সেনাই গ্রামের বাসিন্দা মিনতি রায় (৫০) নামে ওই প্রৌঢ়া এলাকার একটি মন্দির পরিষ্কার করছিলেন। সেই সময়ে সর্পদষ্ট হন। পুলিশ জানায়, ওই মহিলাকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানোর কিছু ক্ষণের মধ্যে মারা যান। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
বন্যপ্রাণীদের নিয়ে অবৈধ ব্যবসা রুখতে নয়া সংস্থা তৈরি করলেন রাজকুমার উইলিয়াম। আর তার সদস্য-তালিকাভুক্ত হলেন ডে ভিড বেকহ্যাম। বৃহস্পতিবার ৩১ বছর বয়সী উইলিয়াম ঘোষণা করেন, সেনাবাহিনী থেকে অবসর নিচ্ছেন তিনি। একই সঙ্গে তিনি জানান, ‘ইউনাইটেড ফর ওয়াইল্ডলাইফ’ নামে একটি সংস্থাও তৈরি করেছেন তিনি। বন্যপ্রাণীদের নিয়ে অবৈধ ব্যবসা রুখতে কাজ করে চলা বিশ্বের অন্যতম সাতটি সংস্থা একজোট হয়েই তৈরি হয়েছে ইউনাইটেড ফর ওয়াইল্ডলাইফ। সঙ্গে রয়েছে ‘দা রয়্যাল ফাউন্ডেশন অফ ডিউক অ্যান্ড ডাচেস অফ কেমব্রিজ অ্যান্ড প্রিন্স হ্যারি।”
|
হাতির আক্রমণে চার ব্যক্তির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে অসমের উদালগুড়ি জেলায়। রাজ্যের বিভিন্ন লোকালয়ে হাতি-হানার ঘটনা ক্রমশ বাড়ছে। গত কয়েকদিন ধরেই সুন্দরবিল এলাকায় হাতির পাল ধানখেতে ও গ্রামে হানা দিচ্ছে। রাত জেগে জমি পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। চা-বাগানগুলিতেও একই অবস্থা। গত কাল সুন্দরবিলে হাতির পাল এলে হাতি তাড়াবার চেষ্টা করছিলেন গ্রামবাসীরা। তখনই হাতির পায়ে পিষ্ট হয়ে জয়বাহাদুর রাই, কুলবাহাদুর রাই, নীলা তাঁতি ও বইরাল কিস্কু নামে চারজনের মৃত্যু হয়। পাশাপাশি, বরপেটার সরভোগ এলাকায় স্থানীয় বাসিন্দারা একটি চিতাবাঘের শাবককে উদ্ধার করে বনবিভাগের হাতে তুলে দিয়েছে। |