টুকরো খবর
ময়না-তদন্তের দাবিতে অবরোধ
এক দিন পেরিয়ে গেলেও বোমা বাঁধতে গিয়ে মৃত দু’জনের দেহের ময়নাতদন্ত না হওয়ায় পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। শুক্রবার বিকেলে মৃতদেহের দ্রুত ময়নাতদন্ত ও কারখানা মালিকের শাস্তির দাবিতে বেলদার খাকুড়দা মোড়ে ৫ নম্বর রাজ্য সড়কে টানা একঘণ্টার পথ অবরোধে যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে দ্রুত ময়নাতদন্তের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। বৃহস্পতিবার ওই এলাকার গুড়দলা সংলগ্ন বড়মোহনপুর গ্রামে একটি আতসবাজি কারখানায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয় হৃষিকেশ দাস অধিকারী এবং আনন্দ পাড়ির। তাঁদের বাড়ি ওই গুড়দলা গ্রামে। শুএ দিকে বৃহস্পতিবার রাতেই ওই কারখানার মালিক লোচন দাস অধিকারীকে পুলিশ গ্রেফতার করে। এ দিকে, বৃহস্পতিবার রাতে দাঁতনের তুরকা গ্রামের রায়পাড়া থেকে ২৫ বস্তা শব্দবাজির সরঞ্জাম বাজেয়াপ্ত করল পুলিশ। এ দিন রাতে পুলিশ অভিযান চালালে শেখ আনসার আলি ও শেখ শের আলি নামে দু’জনের বাড়ি থেকে প্রায় ২৫ বস্তা বারুদ, খোল-সহ শব্দবাজির নানা সরঞ্জাম উদ্ধার করে।

পুরনো খবর:
বকেয়া পুর-বিল তৃণমূল সভাপতিকে
পঞ্চায়েত নির্বাচনের বিপুল জয় উদ্যাপন করতে গত মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে এক সভার আয়োজন করে তৃণমূল। সভার জন্য মেদিনীপুর পুরসভার কাছে পানীয় জলের ট্যাঙ্ক এবং মাঠ সমতলীকরণের জন্য রোলার চেয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়। পুরসভা থেকে ট্যাঙ্ক এবং রোলার দেওয়াও হয়। ভাড়া বাবদ ২ হাজার ৬৪৮ টাকার বিল পাঠিয়েছে পুরসভা। ওই বিল পৌঁছেছে দীনেনবাবুর কাছে। শুক্রবার তিনি বলেন, “জলের ট্যাঙ্ক ও রোলার দেওয়ার জন্য পুরসভাকে আবেদন করেছিলাম। পুরসভা থেকে তা দেওয়াও হয়। আসলে, প্রচুর কর্মী- সমর্থক ওই দিন শহরে আসায় পানীয় জলের ট্যাঙ্ক না- থাকলে তাঁদের সমস্যায় পড়তে হত। বিল পেয়েছি। দ্রুত ওই অর্থ পুরসভায় জমা দেবো।”

উন্নয়নের জন্য বৈঠক
সদ্য গঠিত হয়েছে নতুন পঞ্চায়েত। উপ-সমিতিও একেবারেই নতুন। এরই মধ্যে বিভিন্ন প্রকল্পের কাজে গতি আসেনি এখনও। অর্থ পড়ে রয়েছে। তবে, কাজ সে ভাবে এগোচ্ছে না। পরিস্থিতি খতিয়ে দেখতে জেলাশাসক গুলাম আলি আনসারির নির্দেশে ব্লক পরিদর্শন শুরু করলেন মেদিনীপুরের মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত। শুক্রবার তিনি মেদিনীপুর সদর বিডিও অফিসে বৈঠক করেন। বিডিও ঋত্বিক হাজরার পাশাপাশি সদ্য নির্বাচিত পঞ্চায়েত প্রধানরা, পঞ্চায়েতের নির্মাণ সহায়করা, বিভিন্ন দফতরের ব্লক অফিসাররা এই বৈঠকে যোগ দেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে বৈঠক। এরপর একে একে শালবনি, কেশপুর-সহ মহকুমার অন্তর্গত সবক’টি ব্লকে এমন বৈঠক হবে। শুক্রবারের বৈঠকে বেশ কিছু সমস্যার কথা উঠে আসে। কী ভাবে ওই সব সমস্যা কাটিয়ে ওঠা যায়, তা নিয়েও আলোচনা হয়।

ট্রেনের মধ্যে মৃত্যু রেলকর্মীর
চলন্ত ট্রেনের মধ্যেই মৃত্যু হল এক রেলকর্মীর। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়া-মেদিনীপুর লোকালে। মৃত রেলকর্মী শ্রীমন্ত কাণ্ডারের (৩৮) বাড়ি বাগনানে। তিনি খড়্গপুর রেলের ডিআরএম অফিসের করণিক পদে কর্মরত ছিলেন। বেশ কিছু দিন ছুটিতে থাকার পরে এ দিন বাড়ি থেকে অফিসে যোগ দিতে আসছিলেন। কিন্তু বালিচকের কাছেই তিনি হঠাই ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। খড়্গপুর রেল পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রীমন্তবাবু মারা গিয়েছেন বলে অনুমান রেল পুলিশের।

অস্বাভাবিক মৃত্যু
বিষক্রিয়ায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। শুক্রবার সকালে পিংলার নয়া গ্রামের ঘটনা। মৃত বাসন্তী দণ্ডপাটের (৫৫) দেহটি এ দিন বাড়ির মধ্যেই পড়ে থাকতে দেখেন পরিজনেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবসাদে ভুগছিলেন ওই প্রৌঢ়া। প্রাথমিক ভাবে অনুমান অবসাদের কারণেই বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে।

শিক্ষকদের সভা
মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির একটি সভা হল গড়বেতায়। স্থানীয় এক মাদ্রাসা শিক্ষাকেন্দ্রে ওই সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মির্জা আজিবুর রহমান, ওই শিক্ষাকেন্দ্রের পরিচালন সমিতির সভাপতি খেলাফৎ মণ্ডল, সম্পাদক মুজিবর রহমান প্রমুখ। পরিবর্তীত মূল্যায়ন পদ্ধতি ও সিলেবাস নিয়ে আলোচনা হয়। শিক্ষক- শিক্ষাকর্মীদের সমস্যার কথা উঠে আসে। সমিতির নেতৃত্ব আশ্বাস দেন, আগামী দিনে সমস্যাগুলো নিয়ে দরবার করা হবে। জেলাশাসককের দাবিপত্র দেওয়া হবে।

মিছিলে হামলা গ্রেফতার পাঁচ
তৃণমূলের মিছিলে হামলার ঘটনায় শুক্রবার পর্যন্ত পাঁচ সিপিএম সমর্থককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগড়ের কাশিপুর গ্রাম পঞ্চায়েতের বাগরুই গ্রামে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের বিজয় মিছিল বের হয়েছিল। সেই মিছিলে সিপিএমের বিরুদ্ধে হামলায় অভিযোগ তোলে তৃণমূল। ঘটনায় গুরুতর জখম হন তৃণমূলের পাঁচ কর্মী-সমর্থক। নারায়ণগড় থানায় ১৯ জন সিপিএমের কর্মী-সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তৃণমূল। ওই দিন রাতেই পুলিশ ৩ জনকে ও শুক্রবার সকালে আরও ২ জন-সহ মোট ৫ জনকে গ্রেফতার করে।

যুবর কর্মসূচি
সকল বেকারকে কাজ দেওয়া, কাজ না দেওয়া পর্যন্ত বেকার ভাতা দেওয়া, চিটফান্ডে সর্বস্বান্ত হওয়া আমানতকারীদের টাকা ফেরত দেওয়া-সহ একাধিক দাবিতে শুক্রবার মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে এসইউসির যুব সংগঠন ডিওয়াইও। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব।

কৃষক বিক্ষোভ
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সব কৃষককে ক্ষতিপূরণ দেওয়া, ধান, পাট, বাদাম, আলু সহ সকল কৃষিপণ্য লাভজনক দামে সরকারি ভাবে কেনার ব্যবস্থা করা, সারের কালোবাজারি বন্ধ করা-সহ বেশ কিছু দাবিতে শুক্রবার মেদিনীপুর সদর বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করে সারা ভারত কৃষক ও ক্ষেতমজুর সংগঠন। স্মারকলিপি জমা দেওয়া হয়।

চার দিনের পুলিশ হেফাজত
চন্দ্রকোনায় তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত সিপিএম নেতা সুকুর আলিকে শুক্রবার ঘাটাল আদালতে হাজির করা হয়। শুনানির পর বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ২০০৯-এর ২৩ জুলাই সকালে মহেষপুরের বাসিন্দা তৃণমূল কর্মী আবতাবউদ্দিন ভাঙি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তপন ঘোষ, সুকুর আলি-সহ মোট ৩৬ জনের নামে মামলা করা হয়। কয়েকজন গ্রেফতার হলেও তপন ঘোষ, সুকুর আলিরা ফেরার ছিলেন।

খাদ্য নিয়ামকের দেহ শৌচালয়ে
দফতরের মহিলা শৌচালয় থেকে খড়্গপুরের মহকুমা খাদ্য নিয়ামক পঞ্চানন মুর্মুর (৫৯) নলি কাটা দেহ উদ্ধার হল। শুক্রবার ওই ঘটনার তদন্তে গিয়ে পুলিশ সুপার ভারতী ঘোষ দাবি করেন, “শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পঞ্চাননবাবু আত্মঘাতী হয়েছেন বলেই মনে হচ্ছে। কেন উনি এমন করেছেন খতিয়ে দেখা হচ্ছে।” পরিবারের দাবি, উনি আত্মহত্যা করতে পারেন না। তবে তাঁরা পুলিশে অভিযোগ করেননি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.